শ1 (p. 768) śa1 বাংলা ভাষার ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং তালব্য উষ্ম শ্ধ্বনির বর্ণরূপ।
2) শ2, শো (p. 768) śa2, śō বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)।
3) শংকর (p. 768) śaṅkara বিণ. মঙ্গলকারী। ☐ বি. 1 শিব (‘হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর’: রবীন্দ্র); 2 বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য; 3 সামুদ্রিক মাছবিশেষ। [সং. শম্ + √ কৃ + অ]। শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা।
4) শংকরা (p. 768) śaṅkarā বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শংকর]। শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।
5) শংসন, শংসা (p. 768) śaṃsana, śaṃsā বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ̃ .পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত।
6) শক (p. 768) śaka বি. 1 মধ্য এশিয়ার প্রাচীন জাতিবিশেষ (‘শক-হুনদল’: রবীন্দ্র); 2 শকরাজ কর্তৃক প্রবর্তিত অব্দ বা বত্সর, শকাব্দ; 3 দেশবিশেষ 4 শকদেশীয় লোক। [সং. √ শক্ + অ]। শকাব্দ বি. প্রাচীন ভারতে প্রচলিত অব্দবিশেষ। শকারি বি. শকদের শত্রু ও বিজেতা, রাজা বিক্রমাদিত্য।
7) শকট (p. 768) śakaṭa বি. 1 গাড়ি, যান; 2 দৈত্যবিশেষ। [সং. √ শক্ + অট]। ̃ .চালক বি. গাড়োয়ান, গাড়ির চালক। শকটারি বি. শকট-দৈত্যের বধকারী শ্রীকৃষ্ণ। শকটিকা বি. 1 ছোটো গাড়ি; 2 কাঠ প্রভৃতির দ্বারা নির্মিত খেলনা গাড়ি।
8) শকর-কন্দ (p. 768) śakara-kanda বি. মিষ্টি আলু, লাল আলু। [সং. শর্করা-কন্দ]।
9) শকল (p. 768) śakala বি. 1 খণ্ড, অংশ; 2 মাছের আঁশ, শল্ক; 3 চাঁদের অংশ; 4 বিন্দু। [সং. √ শক্ + অল]। শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। ☐ বি. মাছ।
10) শকাব্দ, শকারি (p. 768) śakābda, śakāri দ্র শক।
11) শকার-বকার (p. 768) śakāra-bakāra বি. শ-কারাদ্য ও ব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি।
12) শকুন (p. 768) śakuna বি. 1 মৃত জীবজন্তু ভোজনকারী বৃহদাকার পাখিবিশেষ, গৃধ্র; 2 শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ। [সং. √ শক্ + উন]। ̃ জ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী।
13) শকুনি (p. 768) śakuni বি. 1 শকুনপাখি গৃধ্র; 2 (মহাভারতে) দুর্যোধনের কূটবুদ্ধি মাতুল; 3 (আল.) কূটবুদ্ধি ব্যক্তি। [সং. √ শক্ + উনি]।
14) শকুন্ত (p. 768) śakunta বি. 1 পাখি 2 ভাসপাখি। [সং. √ শক্ + উন্ত]। ̃ .লা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী।
15) শকুল (p. 768) śakula বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]।
16) শক্কর (p. 768) śakkara বি. অপরিষ্কৃত চিনি। [ সং. শর্করা]।
17) শক্ত1 (p. 768) śakta1 বিণ. 1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে); 2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ); 3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)। [সং. √ শক্ + ত]।
18) শক্ত2 (p. 768) śakta2 বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য (‘জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত’: দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); ̃ কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)। [ফা. স্খ্ত্]। শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়। ̃ .পোক্ত বিণ. মজবুত ও টেকসই। শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি।
19) শক্তি (p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। ☐ বি. ‘শক্তি’-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের ‘শক্তি’-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া।
20) শক্তু (p. 768) śaktu বি. ছাতু। [সং. সক্তু]।
21) শক্য (p. 768) śakya বিণ. সাধ্য, করতে পারা যায় এমন। [সং. √ শক্ + য]। বি. ̃ তা।
22) শক্র (p. 768) śakra বি. দেবরাজ ইন্দ্র। [সং. √ শক্ + র]। ̃ .ধনু বি. ইন্দ্রের ধনুক। ̃ .ভবন বি. ইন্দ্রের আবাস বা গৃহ।

শক্ত ঘানি

শক্ত ঘানি

বিশেষ্য

  • যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না;
  • কঠিন পরিশ্রমের কাজ।

শখ

24) শখ (p. 769) śakha বি. 1 আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); 2 পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); 3 চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। ̃ শৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।
25) শঙ্কনীয় (p. 769) śaṅkanīẏa বিণ. ভয়ের যোগ্য, যাতে ভয়ের ব্যাপার আছে এমন। [সং. √ শঙ্ক্ + অনীয়]।
26) শঙ্কা (p. 769) śaṅkā বি. 1 ভয়, আশঙ্কা; 2 সংশয়। [সং. √ শঙ্ক্ + অ + আ]। ̃ হর, ̃ হরণ বিণ. শঙ্কাদূরকারী। স্ত্রী. ̃ হরা। ̃ হীন বিণ. নির্ভীক, ভয়হীন। শঙ্কিত বিণ. শঙ্কাপ্রাপ্ত, শঙ্কাযুক্ত, ভীত। স্ত্রী. শঙ্কিতা। শঙ্কিল বিণ. শঙ্কাপূর্ণ বা বিপজ্জনক (‘শঙ্কিল পঙ্কিল বাট’: গো. দা.; ‘মরণশঙ্কিল পথে’: রবীন্দ্র)। শঙ্কী (-ঙ্কিন্) বিণ. (সমাসের উত্তরপদে) শঙ্কাযুক্ত (পাপশঙ্কী, অমঙ্গলশঙ্কী)।
27) শঙ্কু (p. 769) śaṅku বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল; 2 শলাকা, শলা; 3 কীলক, গোঁজ; 4 (জ্যোতিষ.) সূর্যের ছায়া মাপবার জন্য ব্যবহৃত দ্বাদশাঙ্গুলি পরিমাণ কাঠিবিশেষ; 5 বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক রত্ন। [সং. √ শঙ্ক্ + উ]। ̃ পট্ট বি. সূর্যঘড়ি, sundial.
28) শঙ্খ (p. 769) śaṅkha বি. 1 বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ, শাঁখ, কম্বু; 2 মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে বাদিত শঙ্খের খোলা; 3 প্রাচীন রণবাদ্যবিশেষ; 4 শঙ্খনির্মিত বলয়বিশেষ, শাঁখা। ☐ বি. বিণ. লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক। [সং. √ শম্ + খ]। ̃ কার বি. শাঁখের গহনা ও জিনিসপত্র নির্মাতা, শাঁখারি, শঙ্খব্যবসায়ী। ̃ চক্র-গদা-পদ্ম-ধারী (-রিন্) বি. বিষ্ণু, নারায়ণ। ̃ চিল বি. সাদাবুক চিলবিশেষ। ̃ চূড় বি. অতি বিষধর ও বড়ো সাপবিশেষ, king cobra. ̃ চূর্ণী বি. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি। ̃ ধ্বনি, ̃ নাদ বি. শাঁখ বাজাবার শব্দ। ̃ বণিক বি. শাঁখারি, শঙ্খব্যবসায়ী সম্প্রদায়। ̃ বলয় বি. শাঁখের বালা, শাঁখা। ̃ বিষ বি. সেঁকোবিষ।
29) শঙ্খিনী (p. 769) śaṅkhinī বি. (স্ত্রী.) 1 নায়িকা বা স্ত্রীজাতির শ্রেণিবিশেষ; 2 সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি; 3 নাড়িবিশেষ। [সং. শঙ্খ + ইন্ + ঈ]।
30) শচি, শচী (p. 769) śaci, śacī বি. 1 দেবরাজ ইন্দ্রের পত্নী; 2 শ্রীচৈতন্যের মাতা। [সং. √ শচ্ + অ + ই, ঈ]। ̃ নন্দন বি. শ্রীচৈতন্য। ̃ পতি, ̃ বিলাস, শচীন্দ্র, শচীশ বি. ইন্দ্র। ̃ মাতা বি. শ্রীচৈতন্যের জননী।
31) শজনে (p. 769) śajanē দ্র শজিনা।
32) শজারু (p. 769) śajāru বি. বড়ো বড়ো কাঁটায় সর্বাঙ্গ আবৃত এমন জন্তুবিশেষ, শল্লকী। [সং. ছেদার > সেজার + রূপ > সজারু; তু. শল্লক রূপ]।
33) শজিনা, (কথ্য) শজনে (p. 769) śajinā, (kathya) śajanē বি. সরু ও লম্বা ফলযুক্ত বড়ো গাছবিশেষ, যার ফল ভোজ্য ডাঁটা হিসাবে ব্যবহৃত হয়। [সং. শোভাঞ্জন]। ̃ খাড়া বি. তরকারিরূপে ব্যবহৃত শজনে গাছের ফলরূপ ডাঁটা।
34) শটন (p. 769) śaṭana বি. পচে যাওয়া, পচন। [সং. √ শট্ + অন]। শটিত বিণ. পচা, শড়া (‘শটিত জঞ্জালকণা কুড়ায়েছি এতকাল ধরে’: সু. দ.)।
35) শট-পুট (p. 769) śaṭa-puṭa বি. ক্রীড়াপ্রতিযোগিতাদিতে ভারী লোহার বল দূরে নিক্ষেপ করা। [ইং. shotput]।
36) শটি, (বর্জি.) শটী (p. 769) śaṭi, (barji.) śaṭī বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। ̃ ফুড বি. শটি থেকে প্রস্তুত পালো।
37) শটিত (p. 769) śaṭita দ্র শটন।
38) শঠ (p. 769) śaṭha বিণ. 1 খল, ধূর্ত; 2 প্রবঞ্চক, প্রতারক; 3 গোপনে অনিষ্টকারী। [সং. √ শঠ্ + অ]। বি. ̃ তা, শাঠ্য। শঠে, শাঠ্যং শঠ লোকের সঙ্গে শঠতা করার নীতি।
39) শড়া (p. 769) śaḍ়ā ক্রি. পচে যাওয়া, শটিত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে।
40) শণ (p. 769) śaṇa বি. পাটজাতীয় ক্ষুদ্র ও সরু গাছবিশেষ বা তার আঁশ, hemp, flax. [সং. √ শণ্ + অ]। ̃ সূত্র বি. শণের আঁশে তৈরি সুতো। শণের দড়ি শণের আঁশ দিয়ে তৈরি দড়ি। শণের নুড়ি 1 সাদা শণের আঁশের গোছা; 2 (আল.) এক গোছা পাকা চুল।
41) শত (p. 769) śata বি. 1 সংখ্যা। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য (‘শতরূপে শতবার’: রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। ☐ বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। ☐ বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। ☐ বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা (‘শতরূপা এই কুসুমের মাসে’)। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্।
42) শত-রঞ্জ, শত-রঞ্চ (p. 769) śata-rañja, śata-rañca বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]।
43) শতরঞ্চি (p. 769) śatarañci বি. পেতে বসার উপযোগী মোটা সুতোয় তৈরি বড়ো রঙিন চাদরবিশেষ। [আ. শত্রঞ্জী]।
44) শতাংশ (p. 769) śatāṃśa বি. 1 একশত ভাগ; 2 একশত ভাগের একভাগ। [সং. শত + অংশ]।
45) শতাক্ষী (p. 769) śatākṣī বিণ. একশত চক্ষুবিশিষ্ট। ☐ বি. 1 শতপুষ্পা; 2 দুর্গা। [সং. শত + অক্ষী]।
46) শতাঙ্গ (p. 769) śatāṅga বিণ. শত অঙ্গবিশিষ্ট অর্থাত্ শতভাগবিশিষ্ট, বহুভাগে বিভক্ত। ☐ বি. রথ। [সং. শত + অঙ্গ]।
47) শতানীক (p. 769) śatānīka বিণ. 1 বৃদ্ধ; 2 শতসৈন্যবিশিষ্ট। ☐ বি. 1 পৌরাণিক মুনিবিশেষ; 2 নকুলের পুত্র। [সং. শত + অনীক]।
48) শতাব্দ, (অসং.) শতাব্দী (p. 769) śatābda, (asa.) ṃśatābdī বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।
49) শতায়ু (p. 769) śatāẏu (-য়ুস্) বিণ. 1 শতবর্ষজীবী; 2 (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]।
50) শতেক (p. 769) śatēka বিণ. 1 একশত; 2 বহু, অসংখ্য। [সং. শত + এক (বাং. সন্ধি)]। ̃ খোয়ারি, (বর্জি.) ̃ খোয়ারী বিণ. (স্ত্রী.) 1 যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; 2 যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)।

শত্রু

51) শত্রু, (কথ্য) শত্তুর (p. 769) śatru, (kathya) śattura বি. 1 মনে মনে বা প্রকাশ্যে ঘৃণা করে কিংবা ক্ষতিসাধন করে এমন ব্যক্তি; অরি, বৈরী; 2 প্রতিপক্ষ, বিপক্ষ। [সং. √ শদ্ + রু]। ̃ ঘ্ন বিণ. শত্রুধ্বংসকারী। ☐ বি. সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র। ̃ জয়ী (-য়িন্), ̃ জিত্, ̃ ঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী। ̃ তা বি. শত্রুর মতো আচরণ, বৈরিতা; তীব্র প্রতিকূলতা। ̃ নাশ বি. শত্রু ধ্বংস করা। ̃ পক্ষ বি. বিপক্ষ, প্রতিপক্ষ। ̃ বিনাশ – শত্রুনাশ এর অনুরূপ। ̃ মিত্র-ভেদ বি. কে বন্ধু কে শত্রু তা বিচার; আত্মপরবিচার। ̃ হীন, নিঃশত্রু বিণ. 1 শত্রু নেই এমন; 2 সমস্ত শত্রুকে বিনাশ করা হয়েছে এমন।
52) শন-শন (p. 769) śana-śana বি. বাতাস বাণ প্রভৃতির অতি দ্রুত বেগসূচক শব্দবিশেষ (শনশন করে হাওয়া বইছে, শনশন শব্দে তির ছুটে গেল)। [ধ্বন্যা.]।
53) শনাক্ত (p. 769) śanākta বি. পরিচিত বা জ্ঞাত বলে নির্দেশ (মৃতদেহ শনাক্ত করা)। [আ. শিনাখ্ত্]।
54) শনি (p. 769) śani বি. 1 সূর্যপুত্র; 2 অশুভ বলে পরিচিত গ্রহবিশেষ (শনির দশা); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (আল.) শত্রু. সর্বনাশকারী। [সং. √ শো + অনি]। শনির দশা শনিগ্রহের ভোগফল; দূরবস্হা। শনির দৃষ্টি (আল.) অতি দুঃসময় বা দুর্দশা। ̃ বার বি. সপ্তাহের সপ্তম বা শেষ দিন-শনিদেব এই দিনের অধিদেবতা বলে জ্ঞাত।
55) শনৈঃশনৈঃ (p. 769) śanaiḥśanaiḥ ক্রি-বিণ. ধীরে ধীরে, আস্তে আস্তে; অল্পে অল্পে (শনৈঃ শনৈঃ এগোতে লাগল)। [সং. শণ্ + ঐস্]।
56) শনৈশ্চর (p. 769) śanaiścara বি. 1 শনিগ্রহ; 2 ধীরতা, ধীর গতি। [সং. শনৈঃ + চর্]।
57) শপ (p. 769) śapa বি. বড়ো মাদুরবিশেষ। [দেশি]।
58) শপতি (p. 769) śapati বি. (আঞ্চ.) প্রতিজ্ঞা, শপথ (‘শপতি করিয়া বলি’: চণ্ডী)। [< সং. শপথ]। 59) শপথ (p. 769) śapatha বি. প্রতিজ্ঞা, দিব্য (শপথ করে বলা)। [সং. √ শপ্ + অথ]। ̃ নামা বি. শপথপত্র, যে কাগজে প্রতিজ্ঞা লেখা হয়। [সং. শপথ + ফা. নামহ্]। 60) শপ্ত (p. 769) śapta বিণ. শাপগ্রস্ত, অভিশপ্ত। [সং. √ শপ্ + ত]। 61) শফ (p. 769) śapha বি. ঘোড়া গোরু প্রভৃতি জন্তুর খুর। [সং. √ শম্ + অ]। 62) শফর, শফরী (p. 769) śaphara, śapharī বি. পুঁটিমাছ। [সং. শফ + √ রা + অ, ঈ]। 63) শফেদ, সফেদ (p. 769) śaphēda, saphēda বিণ. সাদা, শ্বেত, শুভ্র। [ফা. শফেদ্]। 64) শব (p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 65) শবর (p. 769) śabara বি. ব্যাধ, কিরাত, ভারতের প্রাচীন শিকারি জাতিবিশেষ। [সং. শব + √ রা + অ]। স্ত্রী. শবরী। শবরীর প্রতীক্ষা 1 রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; 2 (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা। 66) শবল (p. 769) śabala বিণ. নানাবর্ণযুক্ত, চিত্রবিচিত্র। [সং. √ শব্ + অল]। শবলা, শবলী বিণ. শবল -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. 1 বহুবর্ণা গাভি; 2 বশিষ্ঠের কামধেনু। শবলিত বিণ. নানাবর্ণে শোভিত; নানা বর্ণের সমাবেশে বিচিত্র। 67) শবে-বরাত (p. 769) śabē-barāta বি. চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিনে পালনীয় মুসলমানি পর্ববিশেষ। [আ. শব্-ই-বরাত্]। 68) শব্দ (p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। ☐ বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 69) শম (p. 769) śama বি. 1 শান্তি, নিবৃত্তি, কামক্রোধাদির উপশম; 2 চিত্তের স্হিরতা বা সংযম; 3 বাসনার নিবৃত্তি। [সং. √ শম্ + অ]। শমী (-মিন্) বিণ. শমগুণযুক্ত; সংযমী; শান্ত। 70) শমন (p. 769) śamana বি. 1 মৃত্যুর দেবতা যম; 2 প্রশমন, শান্তি সম্পাদন, শান্ত বা সংযত করা; 3 শান্তি; 4 দমন; 5 যজ্ঞার্থ পশুবধ। [সং. √ শম্ + ণিচ্ + অন]। ̃ দ্বার, ̃ সদন, ̃ ভবন বি. যমালয়। শমনীয় বিণ. 1 প্রশমনযোগ্য; 2 নিবারণীয়; 3 দমনযোগ্য বা বিনাশযোগ্য। 71) শময়িতা (p. 769) śamaẏitā (-তৃ) বিণ. 1 উপশমকারী, নিবারক; 2 দমনকারী, বিনাশক। [সং. √ শম্ + ণিচ্ + তৃ]। 72) শমি (p. 769) śami বি. বাবলাজাতীয় গাছবিশেষ, শাঁই গাছ যার কাঠ দিয়ে যজ্ঞাগ্নি জ্বালানো হয়। [সং. √ শম্ + ই]। 73) শমিত (p. 769) śamita বিণ. 1 প্রশমিত, নিবারিত; 2 দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা। 74) শমী1 (p. 769) śamī1 দ্র শম। 75) শম্পা (p. 769) śampā বি. বিদ্যুত্, বিজলি। [সং. √ শম্ + পা]।

শম্ব

76) শম্ব (p. 769) śamba বি. 1 লোহা বা ইস্পাতে মুখ মোড়া মুদগর, যে মুদগরের মুখ লোহা দিয়ে মোড়া; 2 মুদগরের মুখের লৌহাবরণ, শামা; 3 বজ্র। [সং. শম্ + ব]।
77) শম্বর (p. 769) śambara বি. 1 বড়ো হরিণবিশেষ; 2 মাছবিশেষ; 3 পৌরাণিক অসূরবিশেষ; 4 জল। [সং. √ শম্ব্ + অর]। শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব।
78) শম্বুক (p. 769) śambuka বি. 1 খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; 2 শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। ̃ গতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। ☐ বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন।
79) শম্ভু (p. 769) śambhu বি. শিব (শিবশম্ভু)। [সং. শম্ + √ ভূ + উ]।
80) শয্যা (p. 769) śayyā বি. 1 বিছানা; 2 যার উপরে বা যেখানে শয়ন করা হয় (ধুলিশয্যা, শরশয্যা); 3 শয়ন (শয্যাগৃহ)। [সং. √ শী + য + আ]। ̃ কণ্টক, ̃ কণ্টকী বি. যে ব্যাধিতে বিছানায় শুলে গায়ো কাঁটা বেঁধে বলে মনে হয়। ̃ কীট বি. ছারপোকা। ̃ গত বিণ. 1 বিছানায় শুয়ে আছে এমন; 2 (পীড়াদির জন্য) বিছানা থেকে উঠতে অক্ষম। স্ত্রী. ̃ গতা। গার, ̃ গৃহ বি. ঘুমাবার জন্য নির্দিষ্ট কক্ষ। ̃ তল বি. 1 বিছানার তলদেশ; 2 বিছানার উপরিভাগ (শয্যাতলে লুটিয়ে পড়ল)। ̃ তুলুনি বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার বাবদ বরের কাছ থেকে কন্যাপক্ষীয় নারীদের প্রাপ্য অর্থ। ̃ তোলা বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার স্ত্রী-আচারবিশেষ। ̃ রচনা বি. বিছানা পাতা। ̃ শায়ী (-য়িন্) শয্যাগত -র অনুরূপ। স্ত্রী. ̃ শায়িনী। ̃ সঙ্গিনী বি. 1 স্ত্রী, পত্নী; 2 যে-স্ত্রীলোক রাতের শয্যায় সঙ্গিনী হয়। ̃ স্তরণ বি. বিছানার চাদর।
81) শয়-তান (p. 769) śaẏa-tāna বি. 1 ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; 2 পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; 3 (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়-তানি বি. 1 দুর্বৃত্ততা, বদমাশি; 2 (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো।
82) শয়ন (p. 769) śaẏana বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো (‘প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে’: রবীন্দ্র)। [সং. √ শী + অন]। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ মন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। ̃ কাল বি. ঘুমের সময়। ̃ ভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় (‘কণ্টকিত শয়নীয়ে শুয়ে’: সু. দ.)।
83) শয়ান, শয়িত (p. 769) śaẏāna, śaẏita বিণ. 1 শুয়ে আছে এমন (‘দুয়ারের কাছে কে ওই শয়ান’: রবীন্দ্র); 2 নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
84) শয়ে শয়ে (p. 772) śaẏē śaẏē বিণ. অনেক, বহুসংখ্যক (শয়ে শয়ে লোক)। ☐ ক্রি-বিণ. বহু সংখ্যায় (শয়ে শয়ে আসছে)। [বাং. শ < শত]। 85) শর (p. 772) śara বি. 1 বাণ, তির; 2 তৃণবিশেষ, খাগড়া গাছ। [সং. √ শৃ + অ]। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ, ̃ ত্যাগ, ̃ নিক্ষেপ, ̃ মোচন বি. লক্ষ্য বিদ্ধ করার উদ্দেশ্যে তির ছোড়া। ̃ জাল বি. 1 বাণসমূহ; 2 একসঙ্গে নিক্ষিপ্ত অসংখ্য তির। ̃ বন বি. শর গাছে ভরা ভূমি। ̃ বর্ষণ বি. একই সঙ্গে অসংখ্য তির নিক্ষেপ। ̃ বিদ্ধ বিণ. বাণদ্বারা বিদ্ধ। ̃ ব্য বি. বাণ নিক্ষেপের লক্ষ্য, যাতে তির ছোড়া হয়, নিশানা। ̃ শয্যা বি. বাণদ্বারা নির্মিত শয্যা; অর্জুনের অসংখ্য তিরে রচিত ভীষ্মের শয্যা। ̃ সন্ধান বি. 1 ধনুকে বাণ যোজনা; 2 বাণ নিক্ষেপ। ̃ স্তম্ভ বি. বাণের গতিরোধ। শরাঘাত বি. তির বা বাণের আঘাত (শরাঘাতে আহত রাজহংস)। শরাহত বিণ. তিরের আঘাতে আহত। 86) শরচ্চন্দ্র, (বাং. রূপ) শরত্-চন্দ্র (p. 772) śaraccandra, (bā. ṃrūpa) śarat-candra বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র]. 87) শরণ (p. 772) śaraṇa বি. 1 আশ্রয় ('তোমার চরণ করব শরণ': 'মরণ মাঝারে শরণ দাও হে': রবীন্দ্র); 2 গৃহ; 3 আশ্রয়দাতা, রক্ষক (দীনশরণ)। [সং. √ শৃ + অন]। শরণাগত, শরণাপন্ন, শরণার্থী বিণ. বি. আশ্রয়প্রার্থী। স্ত্রী. শরণাগতা, শরণাপন্না, শরণার্থিণী। শরণ্য বিণ. 1 রক্ষাকর্তা; 2 রক্ষণে সমর্থ। শরণ্যা বিণ. শরণ্য -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. দুর্গা। 88) শরত্ (p. 772) śarat (-দ্) বি. (চলিত মতে ভাদ্র-আশ্বিন মাসব্যাপী) বাংলার তৃতীয় ঋতু। [সং. √ শৃ + অদ্]। 89) শরদিন্দু (p. 772) śaradindu বি. শরত্কালের চাঁদ যা অতি সুন্দর ও উজ্জ্বল। [সং. শরদ্ + ইন্দু]। ̃ নিভাননা বিণ. (স্ত্রী.) শরত্কালের চাঁদের মতো (উজ্জ্বল ও সুন্দর) মূখবিশিষ্ট। 90) শর-বত (p. 772) śara-bata বি. চিনি ফলের রস প্রভৃতি মিশিয়ে প্রস্তুত পানীয়বিশেষ। [আ. শরবত্]। শর-বতি বি. বড়ো লেবুবিশেষ, মোসাম্বি। 91) শরভ (p. 772) śarabha বি. 1 মৃগবিশেষ; 2 পৌরাণিক অষ্টপদ ও সিংহের চেয়ে বলবান মৃগবিশেষ; 3 উট; 4 হস্তিশাবক; 5 পতঙ্গবিশেষ, শলভ। [সং. √ শৃ + অভ]। 92) শরম (p. 772) śarama বি. সংকোচ, লজ্জা (লজ্জাশরম)। [ফা. শর্ম্]। 93) শরা, সরা (p. 772) śarā, sarā বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]। 94) শরা-কত (p. 772) śarā-kata বি. 1 অংশীদারি, অংশের মালিকানা; 2 যোগাযোগ, সম্পর্ক। [আ. শিরকত্]। 95) শরা-ফত (p. 772) śarā-phata বি. 1 ঔদার্য, মহত্ত্ব; 2 কৌলীন্য, আভিজাত্য। [আ. শরাফত্]। 96) শরাব, শবারি (p. 772) śarāba, śabāri বি. মদ, সূরা। [আ. শরাব্]। 97) শরাসন (p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 98) শরাহত (p. 772) śarāhata দ্র শর। 99) শরিক (p. 772) śarika বি. অংশী, ভাগীদার (দুই শরিকের বিবাদ)। [ফা. শরীক্]। শরিকান বি. শরিকরা, শরিকগণ। শরিকানা বি. শরিকের প্রাপ্য অংশ। শরিকি, শরিকানি বিণ. 1 একাধিক অংশীদার বা শরিক আছে এমন, এজমালি (শরিকি সম্পত্তি); 2 শরিকসংক্রান্ত (শরিকি বিবাদ)। 100) শরিফ (p. 772) śaripha বিণ. 1 মহানুভব, উচ্চমনা (শরিফ আদমি); 2 অভিজাত, উচ্চবংশীয়; 3 খুশি, প্রফুল্ল (শরিফ মেজাজ)। ☐ বি. 1 উচ্চবংশীয় বা অভিজাত ব্যক্তি; 2 মক্কার শাসনকর্তার উপাধি। [আ. শরীফ্]।

শরিয়ত

101) শরিয়ত (p. 772) śariẏata বি. মুসলিম ধর্মশাস্ত্র। [আ. শরীয়ত্]। শরিয়তি বিণ. শরিয়তসংক্রান্ত (শরিয়তি রায়)।
102) শরীর (p. 772) śarīra বি. 1 দেহ; 2 মূর্তি, কায়া। [সং. √ শৃ + ঈর]। ̃ গত বিণ. 1 শরীরসম্বন্ধীয়. শারীরিক, দেহস্হ; 2 শরীরের অভ্যন্তরস্হ। ̃ চর্চা বি. শরীর সুস্হ ও সবল রাখার জন্য ব্যায়াম ইত্যাদি। ̃ জ বিণ. শরীর থেকে উত্পন্ন, দেহজাত। শরীর পাত করা ক্রি. বি. অত্যধিক পরিশ্রম করে শরীরকে দুর্বল ও ক্ষয় করা। শরীরী (-রিন্) বিণ. 1 দেহধারী, দেহবিশিষ্ট, মূর্ত (শরীরী রূপ); 2 দেহী; 3 প্রাণী; 4 মানুষ; 5 জীবাত্মা। তু. অশরীরী। স্ত্রী. শরীরিণী।
103) শর্করা (p. 772) śarkarā বি. 1 চিনি (দেহে শর্করার আধিক্য); 2 (সং.) কাঁকর; 3 দানা; 4 পাথরি। [সং. শর্কর + আ]। ̃ বত্ বিণ. দানাওয়ালা।
104) শর্ত (p. 772) śarta বি. চুক্তির নিয়ন্ত্রক নিয়ম, কড়ার (কোনো শর্তেই তাকে ছেড়ে দেওয়া হবে না, শর্তভঙ্গ)। [আ. শর্ত্]। ̃ ভঙ্গ বি. চুক্তির নিয়ম ভাঙা। শর্তাদি বি. শর্ত ও অন্যান্য, নানান শর্ত; শর্তাধীন বিণ. চুক্তির শর্তে আবদ্ধ।
105) শর্ব (p. 772) śarba বি. শিব। [সং. √ শর্ব্ + অ]। শর্বাণী বি. (স্ত্রী.) দুর্গা, শিবানী।
106) শর্বরী (p. 772) śarbarī বি. 1 রাত্রি, রজনী (‘দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী’: রবীন্দ্র); 2 নারী। [সং. √ শৃ + বর + ঈ]।
107) শর্ম (p. 772) śarma (-র্মন্) বি. 1 সুখ; 2 কল্যাণ, মঙ্গল। [সং. √ শৃ + মন্]।
108) শর্মা (p. 772) śarmā (-র্মন্) বি. 1 ব্রাহ্মণের উপাধি; 2 (বাংলায়) নিজের সম্বন্ধে আত্মগৌরবে (ওকথা এ শর্মা ভুলবে না)। [সং. √ শৃ + মন্]।
109) শলভ (p. 772) śalabha বি. 1 শস্যনাশক পতঙ্গবিশেষ, শরভ, পঙ্গপাল; 2 ফড়িং। [সং. √ শল্ + অভ]। শলভাসন বি. যে যোগাসনে শরীরকে পতঙ্গের মতো আকার দিতে হয়।
110) শলা2 (p. 772) śalā2 বি. 1 সরু কাঠি বা শিক, শলাকা; 2 চিকিত্সার অস্ত্রবিশেষ; 3 কাঁটা। [সং. শলাকা]।
111) শলাকা (p. 772) śalākā বি. সরু কাঠি, শলা (অঞ্জনশলাকা)। [সং. √ শল্ + আক + আ]।
112) শলি, (বর্জি.) শলী (p. 772) śali, (barji.) śalī বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]।
113) শল্ক (p. 772) śalka বি. 1 (প্রধানত মাছের) আঁশ; 2 বল্কল। [সং. √ শল্ + ক]।
114) শল্কল (p. 772) śalkala বি. শল্ক, মাছের আঁশ। [সং. √ শল্ + কল]।
115) শল্কলী (-লিন্), শল্কী (-ল্কিন্) (p. 773) śalkalī (-lin), śalkī (-lkin) বিণ. আঁশযুক্ত, শল্কময়। ☐ বি. মাছ। [সং. শল্কল + ইন্, √ শল্ + ক + ইন্]।
116) শল্য (p. 773) śalya বি. 1 শলাকা, শলা; 2 কাঁটা, কণ্টক; 3 পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল (শল্যের আঘাত); 4 বাণ, তির; 5 অস্হি; 6 শজারু। [সং. √ শল্ + য]। ̃ চিকিত্সা বি. অস্ত্রচিকিত্সা, দেহে অস্ত্রোপচার। ̃ বিদ বিণ. বি. অস্ত্রচিকিত্সক; অস্ত্রচিকিত্সায় দক্ষ ব্যক্তি। শল্যোদ্ধার বি. 1 (প্রধানত দেহে) বিদ্ধ বাণ কাঁটা প্রভৃতি তুলে ফেলা; 2 বাস্তুভূমি থেকে প্রোথিত অস্হি তুলে ফেলা।
117) শল্যক (p. 773) śalyaka বি. গণ্ডার। [সং. শল্য + অ + ক]।
118) শল্ল, শল্লক (p. 773) śalla, śallaka বি. 1 আঁশ; 2 বল্কল। [সং. √ শল্ল্ + অ, অক]। শল্লকী বি. 1 শজারু; 2 বাবলাগাছ।
119) শশ1, শশক (p. 773) śaśa1, śaśaka বি. খরগোশ। [সং. √ শশ্ + অ, ক]। ̃ বিষাণ, ̃ শৃঙ্গ বি. খরগোশের শিং অর্থাত্ অসম্ভব বস্তু। ̃ ব্যস্ত বিণ. (খরগোশের মতো) অতি চঞ্চল বা ব্যস্ত।
120) শশ2 (p. 773) śaśa2 বি. চাঁদের কলা বা অংশ, চন্দ্রের অংশ। [সং. √ শশ্ + অ]। ̃ ধর, ̃ ভৃত্, ̃ লক্ষণ, ̃ লাঞ্ছন শশাঙ্ক বি. চন্দ্র। ̃ বিন্দু বি. 1 চন্দ্র; 2 বিষ্ণু।
121) শশি-কর, শশী-কর (p. 773) śaśi-kara, śaśī-kara বি. চাঁদের কিরণ বা আলো, জ্যোত্স্না। [সং. শশিন্ + কর]।
122) শশি-কলা, শশী-কলা (p. 773) śaśi-kalā, śaśī-kalā বি. 1 চাঁদের অংশ বা কলা; 2 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. শশিন্ + কলা]।
123) শশি-কান্ত, শশী-কান্ত (p. 773) śaśi-kānta, śaśī-kānta বি. 1 কুমুদ, লাল বা শ্বেত পদ্ম; 2 চন্দ্রকান্ত মণি। [সং. শশিন্ + কান্ত]।
124) শশি-ভূষণ, শশি-শেখর, শশী-ভূষণ, শশী-শেখর (p. 773) śaśi-bhūṣaṇa, śaśi-śēkhara, śaśī-bhūṣaṇa, śaśī-śēkhara বি. শশী অর্থাত্ চাঁদ যাঁর ভূষণ বা শেখর বা শিরোভূষণ, শিব। [সং. শশিন্ + ভূষণ, শেখর]।
125) শশী (p. 773) śaśī (-শিন্) বি. চন্দ্র। [সং. শশ + ইন্]।

শশ্বৎ

126) শশ্বৎ (p. 773) śaśbat ক্রি-বিণ. অব্য. (বর্ত. বাং. অপ্র.) 1 সর্বদা; 2 বারংবার। [সং. শশ + বত্]। বিণ. শাশ্বত।
127) শষ্প (p. 773) śaṣpa বি. কচি ঘাস। [সং. √ শষ্ + প]। শষ্পাবৃত বিণ. কচি ঘাসে ঢাকা।
128) শসন (p. 773) śasana বি. 1 যজ্ঞার্থ পশুবধ; 2 বধ, নিধন। [সং. √ শস্ + অন]।
129) শসা (p. 773) śasā বি. সবজি হিসাবে ব্যবহৃত এবং কাঁচাও খাওয়া হয় এমন সবুজ খোসাযুক্ত আর্দ্র ফলবিশেষ, ক্ষীরিকা। [দেশি]।
130) শস্তা (p. 773) śastā দ্র সস্তা।
131) শস্ত্র (p. 773) śastra বি. 1 (মূলত) যে প্রহরণ হাতে ধরে অর্থাত্ নিক্ষেপ না করে আঘাত করা হয় (তু. অস্ত্র); প্রহরণ; 2 অস্ত্র; 3 কারিগরি কাজের জন্য প্রয়োজনীয় লৌহ তৈরি যন্ত্রপাতি; 4 শল্য চিকিত্সার অস্ত্র। [সং. √ শস্ + এ]। ̃ জীবী (-বিন্), শস্ত্রাজীব বিণ. বি. যুদ্ধব্যবসায়ী, যোদ্ধা, সৈনিক। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ পাণি, ̃ ভৃত্, শস্ত্রী (-স্ত্রিন্) বিণ. বি. অস্ত্রধারী; যোদ্ধা। ̃ বিদ্যা বি. অস্ত্রচালনা-বিদ্যা।
132) শস্প, শস্পাবৃত (p. 773) śaspa, śaspābṛta যথাক্রমে শষ্প ও শষ্পাবৃত -র বানানভেদ।
133) শস্য (p. 773) śasya বি. 1 ফসল, কৃষিজাত ফল বা বীজ; 2 ফলের ভক্ষণীয় অংশ বা সারভাগ। [সং. √ শস্ + য]। ̃ ক্ষেত্র বি. শস্য উত্পাদনের জমি, শস্যের খেত। ̃ ভাণ্ডার বি. শস্য যেখানে মজুত রাখা হয়। ̃ শ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. ̃ শ্যামলা। শস্যাগার বি. শস্যের ভাণ্ডার, গোলা।
134) শহর (p. 773) śahara বি. বহু পাকা বা়ড়ি ও পাকা রাস্তাসমন্বিত এবং অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু দোকানসমন্বিত লোকালয়, নগর। [ফা. শহ্র্]। ̃ তলি বি. শহরের উপকণ্ঠ বা পার্শ্ববর্তী স্হান। ̃ স্হ বিণ. শহরের (শহরস্হ গৃহাদি)। শহ্বরে বিণ. 1 শহরসুলভ; 2 শহরবাসী, শহরে বাস করে এমন (শহুরে মানুষ); 3 শহরে উত্পন্ন।
135) শহিদ (p. 773) śahida বি. ধর্মযুদ্ধে বা ন্যায়সংগত অধিকার লাভের জন্য আত্মোত্সর্গকারী বা নিহর ব্যক্তি। [আ. শহীদ্]।
136) শাঁ (p. 773) śā অব্য. বি. দ্রুত বেগসূচক (শাঁ করে উড়ে গেল)। [ধ্বন্যা.]।
137) শাংকর (p. 773) śāṅkara বিণ. 1 শংকরসম্বন্ধীয়; 2 শংকরাচার্যের রচিত (শাংকর ভাষ্য)। [সং. শংকর + অ]।
138) শাঁই1 (p. 773) śām̐i1 বি. শমিবৃক্ষ। [< সং. শমি]। 139) শাঁই2 (p. 773) śām̐i2 বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক। 140) শাঁখ, শাঁক (p. 773) śān̐kha, śān̐ka বি. 1 শক্ত খোলাযুক্ত সামুদ্রিক প্রাণীবিশেষ; 2 মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে ফুঁ দিয়ে বাজাবার জন্য ব্যবহৃত ওই প্রাণীর খোলা, শঙ্খ। [সং. শঙ্খ]। শাঁখের করাত 1 শাঁখ কাটবার জন্য বিশেষভাবে নির্মিত করাত; 2 (আল.) দুইদিকেই বিপদ, যে বিপদ থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; উভয়সংকট। ̃ চূর্ণী, ̃ চুন্নি, শাঁকিনি বি. প্রেতযোনিপ্রাপ্ত সধবা নারীর আত্মা। 141) শাঁকালু, শাঁখ আলু (p. 773) śān̐kālu, śān̐kha ālu বি. কাঁচা খাওয়ার কন্দবিশেষ। [দেশি]। 142) শাঁখা (p. 773) śān̐khā বি. শঙ্খ দিয়ে তৈরি বালা বা কঙ্কণবিশেষ। [বাং. শাঁখ + আ]। 143) শাঁখারি (p. 773) śān̐khāri বি. শঙ্খের গহনা বা দ্রব্যাদি নির্মাতা বা শঙ্খব্যবসায়ী; বংশানুক্রমে শাঁখের ব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [বাং. শাঁখ + আরি]। 144) শাঁপি (p. 773) śām̐pi দ্র শামা2। 145) শাঁস (p. 773) śām̐sa বি. 1 ফলাদির ভিতরের সারভাগ; 2 ফলের আঁটির বা বীজের ভিতরের নরম অংশ; 3 সারপদার্থ (মগজে শাঁস নেই)। [< সং. শস্য]। শাঁসালো বিণ. 1 শাঁসযুক্ত (শাঁসালো ফল); 2 সারবান, সারবস্তু আছে এমন; 3 (আল.) অর্থশালী (শাঁসালো লোক)। 146) শাক (p. 773) śāka বি. 1 রেঁধে খাবার যোগ্য লতাবৃক্ষপত্রাদি (নটে শাক, কলমি শাক); 2 পুরাণোক্ত দ্বীপবিশেষ; 3 সেগুন গাছ; 4 শকাব্দ। [সং. √ শক্ + অ]। শাক দিয়ে মাছ ঢাকা নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা। ̃ পাতা বি. বিভিন্ন শাক; (আল.) নিরামিষ ও অকিচিঞ্চিত্কর আহার্য। ̃ ভাত, শাকান্ন বি. উপকরণহীন বা ব্যঞ্জনাদি বর্জিত শাক ও ভাত; অত্যন্ত দরিদ্রের উপযোগী সামান্য খাদ্য। ̃ সবজি বি. তরিতরকারি। 147) শাকট (p. 773) śākaṭa বিণ. শকটসম্বন্ধীয়, গাড়িসম্বন্ধীয়; শকটের। [সং. শকট + অ]। 148) শাকটিক (p. 773) śākaṭika বিণ. শকটসম্বন্ধীয়, শাকট। [সং. শকট + ইক]। 149) শাকম্ভরী (p. 773) śākambharī বি. 1 দুর্গাদেবী; 2 হিন্দু তীর্থবিশেষ; 3 শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]। 150) শাকান্ন (p. 773) śākānna দ্র শাক।

শাকুন

151) শাকুন (p. 773) śākuna বি. পশুপক্ষীর রবদ্বারা মানুষের শুভাশুভ নির্ধারণের শাস্ত্র। ☐ বিণ. 1 শকুনজ্ঞ, উক্ত শাস্ত্রে পারদর্শী; 2 পক্ষীসম্বন্ধীয়। [সং. শকুন + অ]। শাকুনিক বি. 1 পাখিশিকারি ব্যাধ; 2 শকুনজ্ঞ ব্যক্তি; 3 শকুনিসমূহ।
152) শাক্ত (p. 773) śākta বিণ. বি. শক্তির উপাসক; তান্ত্রিক (শাক্ত ধর্ম, বামাচারী শাক্ত)। [সং. শক্তি + অ]। ̃ পদাবলি বি. শক্তি বা কালীর স্তুতিতে রচিত পদসমূহ।
153) শাক্য (p. 773) śākya বি. ক্ষত্রীয় বংশবিশেষ; শাক্যকূলচূড়ামণি বুদ্ধদেব। [সং. শাক + য]। ̃ মুনি, ̃ সিংহ বি. বুদ্ধদেব।
154) শাখা (p. 773) śākhā বি. 1 গাছের ডাল; 2 বাহু; 3 অংশ (রাজবংশের শাখা); 4 গ্রন্হাদির যে-কোনো অংশ; 5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী); 6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)। [সং. √ শাখ্ + অ + আ]। ̃ চ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)। ̃ ধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী। ̃ নদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী। ̃ প্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন। ̃ মৃগ বি. বাঁদর। ̃ স্তরাল বি. গাছের ডালের আড়াল। শাখী (-খিন্) বি. বৃক্ষ। ☐ বিণ. ডালবিশিষ্ট।
155) শাখোট, শাখোটক (p. 773) śākhōṭa, śākhōṭaka বি. শেওড়া গাছ। [দেশি]।
156) শাগ-রেদ, শাক-রেদ (p. 773) śāga-rēda, śāka-rēda বি. শিষ্য, ছাত্র, চেলা। [ফা. শাগির্দ]। শাগ-রেদি, শাক-রেদি বি. শিষ্যত্ব, চেলাগিরি।
157) শাঙন, শাওন (p. 773) śāṅana, śāōna বি. শ্রাবণ এর কোমল রূপ (‘শাঙন গগনে ঘোর ঘনঘটা’: রবীন্দ্র)। [< শ্রাবণ]। 158) শাষ্কর (p. 773) śāṣkara দ্র শাংকর। 159) শাজাদা, শাজাদি (p. 773) śājādā, śājādi যথাক্রমে শাহজাদা ও শাহজাদি -র রূপভেদ। 160) শাট (p. 773) śāṭa বি. পোশাক (লম্বশাটপটাবৃত)। [সং. √ শাট্ + অ]। স্ত্রী. শাটী, শাটিকা। 161) শাঠ্য (p. 773) śāṭhya বি. শঠতা, ধূর্ততা (শঠকে জব্দ করতে শাঠ্যই দরকার)। [সং. শঠ + য]। 162) শাড়ি, (বর্জি.) শাড়ী (p. 773) śāḍ়i, (barji.) śāḍ়ī বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]। 163) শাণ (p. 773) śāṇa বি. 1 কষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেওয়ার পাথর বা যন্ত্র; 3 ধার (ছুরিতে শাণ দেওয়া)। [সং. √ শো + ণ]। 164) শাণিত (p. 773) śāṇita বিণ. 1 তীক্ষ্ণীকৃত, তীক্ষ্ণ করা হয়েছে এমন (শাণিত তরোয়াল); 2 ধারালো, তীক্ষ্ণ (শাণিত ব্যঙ্গ)। [সং. শাণ + ইত]। 165) শাণ্ডিল্য (p. 773) śāṇḍilya বি. গোত্রপ্রবর্তক মুনিবিশেষ। [সং. শণ্ডিল + য]। 166) শাতন (p. 773) śātana বি. ছেদন ('পক্ষধরের পক্ষশাতন করি': স. দ.)। [সং. √ শদ্ + ণিচ্ + অন]। 167) শাদি (p. 773) śādi বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]। 168) শাদ্বল (p. 773) śādbala বি. কচি ঘাসে ঢাকা জমি। [সং. শাদ্ + বল]। 169) শান1 (p. 773) śāna1 বি. পাকা মেঝে, বাঁধানো মেঝে (শানে মাথা ঠোকা)। [দেশি]। ̃ বাঁধানো বিণ. ইট-পাথরে তৈরি, পাকা (শানবাঁধানো ঘাট)। 170) শান2 (p. 773) śāna2 বি. 1 কোষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেবার পাথর বা যন্ত্র; 3 তীক্ষ্ণ করা (শান দেওয়া)। [সং. √ শান্ + অ]। শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)। ̃ ওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে। ̃ পাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর। 171) শানা1 (p. 773) śānā1 বি. তাঁতযন্ত্রের চিরুনির মতো অংশবিশেষ। [দেশি]। 172) শানা2 (p. 773) śānā2 বি. বর্ম, সাঁজোয়া। [সং. শানী]। 173) শানা3, শানোনো (p. 773) śānā3, śānōnō ক্রি. বি. ক্ষুধা-আকাঙ্ক্ষাদি শান্ত বা পরিতৃপ্ত হওয়া, মেটা (এতটুকু খাবারে তার শানায় না)। [< সং. শম্ + বাং. আ]। 174) শানা4 (p. 773) śānā4 ক্রি. শান দেওয়া। [সং. √ শান্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তীক্ষ্ণ করা, শান দেওয়া (ছুরি শানাচ্ছে, আক্রমণ শানানো)। ☐ বিণ. উক্ত অর্থে (শানানো ছুরি)। 175) শান্ত (p. 773) śānta বিণ. 1 শান্তিযুক্ত; 2 অচঞ্চল (শান্ত মন, শান্ত নদী); 3 নিবৃত্ত (ক্ষুধা শান্ত); 4 ক্ষান্ত, থেমেছে এমন (ঝড় শান্ত হয়েছে); 5 ধীর, অনুদ্ধত, শিষ্ট (শান্ত মেয়ে, শান্ত স্বভাব); 6 নিরীহ (শান্ত গোরু, সরলশান্ত লোক)। ☐ বি. (অল.) বৈষ্ণবমতে শ্রীভগবানের চরণে আত্মনিবেদনমূলক রসবিশেষ। [সং. √ শম্ + ত]। ̃ ভাব বি. হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি সর্বপ্রকার অস্হিরতাবর্জিত মানসিক অবস্হা, উত্তেজনাহীন চিত্তবৃত্তি, প্রশান্তি। ̃ মূর্তি বি. শান্তভাবপূর্ণ চেহারা, সৌম্য আকৃতি। ☐ বিণ. সৌম্য-আকৃতিযুক্ত। ̃ শিষ্ট বিণ. নম্ন ও ভদ্র। ̃ স্বভাব বিণ. ধীর; অনুদ্ধত; নম্র ও বিনয়ী।

শান্তি

176) শান্তি (p. 773) śānti বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনাকামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। ☐ বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদবিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা।
177) শান্তি-পুরি (p. 773) śānti-puri বিণ. শান্তিপুরে প্রস্তুত। ☐ বি. শান্তিপুরে তৈরি উত্কৃষ্ট তাঁতের কাপড়। [শান্তিপুর + ই]। শান্তি-পুরে বিণ. শান্তিপুরে প্রচলিত বা উত্পন্ন; শান্তিপুরবাসী।
178) শাপ (p. 773) śāpa বি. অন্যের ক্ষতি বা অমঙ্গল কামনা বা তা উচ্চারণ, অভিসম্পাত, অভিশাপ। [সং. √ শপ্ + অ]। ̃ গ্রস্ত বিণ. শাপের ফলে দুর্দশাপন্ন; অভিশপ্ত। স্ত্রী. ̃ গ্রস্তা। ̃ ভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত। স্ত্রী. ̃ ভ্রষ্টা। ̃ মুক্তি বি. অভিশাপ থেকে মুক্তিলাভ। ̃ মোচন বি. অভিশাপ খণ্ডন। শাপা ক্রি. অভিশাপ দেওয়া। ̃ শাপান্ত বি. 1 শাপমোচন, শাপভঙ্গ; 2 (বাং.) সর্বরকম অভিশাপ (শাপশাপাস্ত করা)। শাপিত বিণ. শাপগ্রস্ত, শাপপ্রাপ্ত।
179) শাবক, শাব (p. 773) śābaka, śāba বি. বাচ্চা, ছানা। [√ সং. শব্ + অ, ক]।
180) শাবর (p. 773) śābara বিণ. শবরজাতি-সম্বন্ধীয়। [সং. শবর + অ]।
181) শাবল (p. 773) śābala বি. মাটি খোঁড়ার বা কপাট ইত্যাদি ভাঙার জন্য লোহার তৈরি খন্তাজাতীয় অস্ত্রবিশেষ। [সং. শর্বলা]।
182) শাবান (p. 773) śābāna বি. ইসলামি বত্সরের অষ্টম মাস। [আ. শাআবান্]।
183) শাবাশ (p. 773) śābāśa প্রশংসাসূচক উক্তিবিশেষ, ধন্য, বলিহারি (বাহবা, শাবাস, তোকে!)। [ফা.]। শাবাশা ক্রি. (কাব্যে) শাবাশ দেওয়া অর্থাত্ প্রশংসা করা।
184) শাব্দ (p. 773) śābda বিণ. শব্দ-সম্বন্ধীয় (শাব্দ-বোধ = শব্দার্থ-জ্ঞান)। [সং. শব্দ + অ]। শাব্দিক বিণ. 1 শব্দশাস্ত্রজ্ঞ; 2 বৈয়াকরণ; 3 শব্দ-সম্বন্ধীয়।
185) শামর (p. 773) śāmara বিণ. (ব্রজ.) শ্যামবর্ণ। [সং. শ্যামলা]। স্ত্রী. শামরী।
186) শামলা1 (p. 773) śāmalā1 বিণ. শ্যামবর্ণা, কালো (শামলা গাই)। [সং. শ্যামলা]।
187) শামলা2 (p. 773) śāmalā2 বি. শালের পাগড়িবিশেষ (উকিলের শামলা)। [আ.]।
188) শামা1 (p. 773) śāmā1 বি. প্রদীপ, বাতি। [আ.]। ̃ দান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2।
189) শামা2, শামি, শাঁপি (p. 773) śāmā2, śāmi, śām̐pi বি. মুদগরাদির লোহায় মোড়া মুখ, মুগুর গদা প্রভৃতির মুখে যে লোহার আবরণ থাকে। [সং. শম্ব]।
190) শামি কাবাব (p. 773) śāmi kābāba বি. মাংসের বড়াবিশেষ। [তুর. শামি + আ. কবাব়]।
191) শামিয়ানা (p. 773) śāmiẏānā বি. কাপড়ের তৈরি অস্হায়ী ছাদবিশেষ, চাঁদায়ো, চন্দ্রাতাপ। [ফা. শাম্-আনহ্]।
192) শামিল (p. 773) śāmila বিণ. 1 সদৃশ (মরার শামিল); 2 অন্তর্ভুক্ত (ধর্মকর্মে শামিল হওয়া, মিছিলে শামিল হওয়া)। [আ. শামিল্]।
193) শামুক (p. 773) śāmuka বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন।
194) শায়ক (p. 773) śāẏaka বি. তির, শর, বাণ। [সং. √ শো + অক]।
195) শায়া (p. 773) śāẏā বি. স্ত্রীলোকের শাড়ির নীচে পরিধেয় অন্তর্বাসবিশেষ, পেটিকোট। [পো. saia]।
196) শায়িত (p. 773) śāẏita বিণ. 1 শয়ন করানো হয়েছে এমন; 2 নিপাতিত। [স. √ শী + ণিচ্ + ত]। স্ত্রী. শায়িতা।
197) শায়ী (p. 773) śāẏī (-য়িন্) বিণ. শয়নকারী, শয়িত (ধরাশায়ী)। [সং. √ শী + ইন্]। স্ত্রী. শায়িনী।
198) শায়ের (p. 773) śāẏēra বি. 1 যে মুখে-মুখে পদ্য রচনা করতে পারে; 2 মুখে-মুখে রচিত পদ্য; 3 ছোটো পদ্য, দোহা। [আ. শাএর্]।
199) শায়েস্তা (p. 773) śāẏēstā বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]।
200) শারঙ্গী (p. 773) śāraṅgī বি. ছড়ি দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ, সারেঙ্গি। [সং. √ শৃ + অঙ্গ + ঈ]।

শারদ

201) শারদ (p. 773) śārada বিণ. শরত্কালীন (শারদোত্সব, ‘দেখেছি শারদপ্রাতে’: রবীন্দ্র)। [সং. শরদ্ + অ]। স্ত্রী. শারদী। শারদা বি. 1 দুর্গাদেবী; 2 সরস্বতী; 3 বীণাবিশেষ।
202) শারদীয় (p. 773) śāradīẏa বিণ. শরত্কালীন, শারদ (শারদীয় দুর্গোত্সব)। [সং. শারদ + ঈয়]। স্ত্রী. শারদীয়া।
203) শারি, শারিকা (p. 773) śāri, śārikā বি. 1 স্ত্রী-শালিক; 2 (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); 3 পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]।
204) শারীর (p. 773) śārīra বিণ. 1 শরীরসম্বন্ধীয়; 2 দেহ থেকে উত্পন্ন। [সং. শরীর + অ]। ̃ ক বি. শরীরধারী জীবাত্মার স্বরূপনির্ণয় (শারীরক ভাষ্য, শারীরক সূত্র)। ̃ বিদ্যা বি. শারীরস্হান ও শারীরবৃত্ত। ̃ বৃত্ত, ̃ বৃত্তি বি. দেহের বিভিন্ন অঙ্গের ক্রিয়াসম্বন্ধীয় শাস্ত্র, physiology, ̃ স্হান বি. দেহের বিভিন্ন অংশের গঠন ও পরিচয়জ্ঞাপক শাস্ত্র, anatomy.
205) শারীরিক (p. 773) śārīrika বিণ. শরীরসম্বন্ধীয় (শারীরিক অবস্হা)। [সং. শরীর + ইক]।
206) শার্কর (p. 773) śārkara বিণ. 1 শর্করাসম্বন্ধীয়; 2 শর্করামিশ্রিত; 3 দানাওয়ালা; 4 কাঁকুরে। [সং. শর্করা + অ]।
207) শার্ঙ্গ (p. 773) śārṅga বিণ. 1 শৃঙ্গসম্বন্ধীয়; 2 শৃঙ্গজাত; 3 শৃঙ্গনির্মিত। ☐ বি. 1 শৃঙ্গনির্মিত ধনুক; 2 বিষ্ণুর ধনুক। [সং. শৃঙ্গ + অ]। ̃ ধর, ̃ পাণি, শার্ঙ্গী (-র্ঙ্গিন্) বি. 1 বিষ্ণু; 2 ধনুর্ধর।
208) শার্ট (p. 773) śārṭa বি. (প্রধানত) পুরুষের জামাবিশেষ। [ইং. shirt]। ফুল-শার্ট বি. মণিবন্ধ পর্যন্ত হাতাওয়ালা শার্ট। হাওয়াই শার্ট বি. কনুই পর্যন্ত হাতাওয়ালা এবং কোটের মতো আকারের শার্টবিশেষ। চাইনিজ-শার্ট বি. হাওয়াই শার্ট-এর মতো জামাবিশেষ। হাফ-শার্ট বি. কনুই পর্যন্ত হাতওয়ালা খাটো ঝুলের জামাবিশেষ।
209) শার্দূল (p. 773) śārdūla বি. 1 বাঘ; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ (নরশার্দুল)। [সং. √ শৃ + ঊল, দ্ + আগম]। স্ত্রী. শার্দূলী। ̃ বিক্রীড়িত বি. সংস্কৃত ছন্দবিশেষ।
210) শার্শি, শার্সি (p. 776) śārśi, śārsi বি. কাচের কপাট, শাসি। [ইং. sash]।
211) শাল1 (p. 776) śāla1 বি. 1 বৃহত্ শূল (শালে চড়ানো); 2 শেল; 3 (আল.) মর্মান্তিক কষ্ট বা দুঃখ (‘হৃদয়ে রহিল শাল’: ক. ক.)। [সং. শল্য]।
212) শাল2 (p. 776) śāla2 বি. 1 গৃহ (ঘোড়াশাল, হাতিশাল); 2 কারখানা (কামারশাল)। [সং. শালা]।
213) শাল3 (p. 776) śāla3 বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ। [ফা. শাল]। ̃ ওয়ালা বি. শালবিক্রেতা। ̃ কর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়।
214) শাল4 (p. 776) śāla4 বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। ̃ তি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। ̃ নির্যাস বি. ধুনো। ̃ পাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)। ̃ প্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার। ̃ বন বি. যে বনে প্রচুর শালগাছ আছে। শালের কোঁড়া শালগাছের তেজি চারা।
215) শাল-গম (p. 776) śāla-gama বি. রেঁধে খাবার যোগ্য (সচ.) লালচে রঙের কন্দবিশেষ। [আ. শলগম]।
216) শাল-গ্রাম (p. 776) śāla-grāma বি. বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকী-নদীজাত শিলা। [সং. শালগ্রাম (দেশবিশেষ) + অ]। শালগ্রামের শোয়া-বসা (গোলাকার শালগ্রামের মতো) সব সময় একইভাবে অবস্হান।
217) শালা1 (p. 776) śālā1 বি. স্হান, আলয়, আগার (অতিথিশালা, পাঠশালা, ধর্মশালা); 2 ঘর, কক্ষ (ঢেঁকিশালা, গোশালা); 3 কারখানা (কামারশালা); 4 ভাণ্ডার (শস্যশালা)। [সং. √ শল্ + অ + আ]।
218) শালা2 (p. 776) śālā2 বি. 1 শ্যালক, পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, সম্বন্ধী (শালাবাবুর দোকান); 2 গালিবিশেষ। [সং. শ্যালক]। শালি, (বর্জি.) শালী বি. (স্ত্রী.) 1 শ্যালিকা, পত্নীর ভগিনী বা তত্স্হানীয় নারী; 2 গালিবিশেষ। ̃ জ, ̃ বউ বি. (স্ত্রী.) শ্যালকের পত্নী।
219) শালি1 (p. 776) śāli1 দ্র শালা2।
220) শালি2 (p. 776) śāli2 বি. হৈমন্তিক ধান (শালিধানের চিঁড়ে)। [সং. √ শাল্ + ই]।
221) শালিক, (অপ্র.) শালিখ (p. 776) śālika, (apra.) śālikha বি. ময়নাশ্রেণির সুপরিচিত পাখিবিশেষ। [< সং. শারিকা]। 222) শালিধান (p. 776) śālidhāna দ্র শালি2। 223) শালিনী (p. 776) śālinī দ্র শালী। 224) শালি-বাহন (p. 776) śāli-bāhana বি. বহুবিচিত্র কিংবদন্তির নায়ক নৃপতিবিশেষ। প্রাকৃ. সালবাহণ]। 225) শালী (p. 776) śālī (-লিন্) বিণ. যুক্ত, বিশিষ্ট, সম্পন্ন (অর্থশালী, সম্পদশালী)। [সং. √ শাল্ + ইন্]। স্ত্রী. শালিনী (গৌরবশালিনী)।