শ1 (p. 768) śa1 বাংলা ভাষার ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং তালব্য উষ্ম শ্ধ্বনির বর্ণরূপ।
2) শ2, শো (p. 768) śa2, śō বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)।
3) শংকর (p. 768) śaṅkara বিণ. মঙ্গলকারী। ☐ বি. 1 শিব (‘হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর’: রবীন্দ্র); 2 বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য; 3 সামুদ্রিক মাছবিশেষ। [সং. শম্ + √ কৃ + অ]। শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা।
4) শংকরা (p. 768) śaṅkarā বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শংকর]। শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।
5) শংসন, শংসা (p. 768) śaṃsana, śaṃsā বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ̃ .পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত।
6) শক (p. 768) śaka বি. 1 মধ্য এশিয়ার প্রাচীন জাতিবিশেষ (‘শক-হুনদল’: রবীন্দ্র); 2 শকরাজ কর্তৃক প্রবর্তিত অব্দ বা বত্সর, শকাব্দ; 3 দেশবিশেষ 4 শকদেশীয় লোক। [সং. √ শক্ + অ]। শকাব্দ বি. প্রাচীন ভারতে প্রচলিত অব্দবিশেষ। শকারি বি. শকদের শত্রু ও বিজেতা, রাজা বিক্রমাদিত্য।
7) শকট (p. 768) śakaṭa বি. 1 গাড়ি, যান; 2 দৈত্যবিশেষ। [সং. √ শক্ + অট]। ̃ .চালক বি. গাড়োয়ান, গাড়ির চালক। শকটারি বি. শকট-দৈত্যের বধকারী শ্রীকৃষ্ণ। শকটিকা বি. 1 ছোটো গাড়ি; 2 কাঠ প্রভৃতির দ্বারা নির্মিত খেলনা গাড়ি।
8) শকর-কন্দ (p. 768) śakara-kanda বি. মিষ্টি আলু, লাল আলু। [সং. শর্করা-কন্দ]।
9) শকল (p. 768) śakala বি. 1 খণ্ড, অংশ; 2 মাছের আঁশ, শল্ক; 3 চাঁদের অংশ; 4 বিন্দু। [সং. √ শক্ + অল]। শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। ☐ বি. মাছ।
10) শকাব্দ, শকারি (p. 768) śakābda, śakāri দ্র শক।
11) শকার-বকার (p. 768) śakāra-bakāra বি. শ-কারাদ্য ও ব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি।
12) শকুন (p. 768) śakuna বি. 1 মৃত জীবজন্তু ভোজনকারী বৃহদাকার পাখিবিশেষ, গৃধ্র; 2 শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ। [সং. √ শক্ + উন]। ̃ জ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী।
13) শকুনি (p. 768) śakuni বি. 1 শকুনপাখি গৃধ্র; 2 (মহাভারতে) দুর্যোধনের কূটবুদ্ধি মাতুল; 3 (আল.) কূটবুদ্ধি ব্যক্তি। [সং. √ শক্ + উনি]।
14) শকুন্ত (p. 768) śakunta বি. 1 পাখি 2 ভাসপাখি। [সং. √ শক্ + উন্ত]। ̃ .লা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী।
15) শকুল (p. 768) śakula বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]।
16) শক্কর (p. 768) śakkara বি. অপরিষ্কৃত চিনি। [ সং. শর্করা]।
17) শক্ত1 (p. 768) śakta1 বিণ. 1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে); 2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ); 3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)। [সং. √ শক্ + ত]।
18) শক্ত2 (p. 768) śakta2 বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য (‘জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত’: দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); ̃ কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)। [ফা. স্খ্ত্]। শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়। ̃ .পোক্ত বিণ. মজবুত ও টেকসই। শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি।
19) শক্তি (p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। ☐ বি. ‘শক্তি’-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের ‘শক্তি’-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া।
20) শক্তু (p. 768) śaktu বি. ছাতু। [সং. সক্তু]।
21) শক্য (p. 768) śakya বিণ. সাধ্য, করতে পারা যায় এমন। [সং. √ শক্ + য]। বি. ̃ তা।
22) শক্র (p. 768) śakra বি. দেবরাজ ইন্দ্র। [সং. √ শক্ + র]। ̃ .ধনু বি. ইন্দ্রের ধনুক। ̃ .ভবন বি. ইন্দ্রের আবাস বা গৃহ।

শক্ত ঘানি

শক্ত ঘানি

বিশেষ্য

  • যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না;
  • কঠিন পরিশ্রমের কাজ।

শখ

24) শখ (p. 769) śakha বি. 1 আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); 2 পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); 3 চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। ̃ শৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।
25) শঙ্কনীয় (p. 769) śaṅkanīẏa বিণ. ভয়ের যোগ্য, যাতে ভয়ের ব্যাপার আছে এমন। [সং. √ শঙ্ক্ + অনীয়]।
26) শঙ্কা (p. 769) śaṅkā বি. 1 ভয়, আশঙ্কা; 2 সংশয়। [সং. √ শঙ্ক্ + অ + আ]। ̃ হর, ̃ হরণ বিণ. শঙ্কাদূরকারী। স্ত্রী. ̃ হরা। ̃ হীন বিণ. নির্ভীক, ভয়হীন। শঙ্কিত বিণ. শঙ্কাপ্রাপ্ত, শঙ্কাযুক্ত, ভীত। স্ত্রী. শঙ্কিতা। শঙ্কিল বিণ. শঙ্কাপূর্ণ বা বিপজ্জনক (‘শঙ্কিল পঙ্কিল বাট’: গো. দা.; ‘মরণশঙ্কিল পথে’: রবীন্দ্র)। শঙ্কী (-ঙ্কিন্) বিণ. (সমাসের উত্তরপদে) শঙ্কাযুক্ত (পাপশঙ্কী, অমঙ্গলশঙ্কী)।
27) শঙ্কু (p. 769) śaṅku বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল; 2 শলাকা, শলা; 3 কীলক, গোঁজ; 4 (জ্যোতিষ.) সূর্যের ছায়া মাপবার জন্য ব্যবহৃত দ্বাদশাঙ্গুলি পরিমাণ কাঠিবিশেষ; 5 বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক রত্ন। [সং. √ শঙ্ক্ + উ]। ̃ পট্ট বি. সূর্যঘড়ি, sundial.
28) শঙ্খ (p. 769) śaṅkha বি. 1 বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ, শাঁখ, কম্বু; 2 মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে বাদিত শঙ্খের খোলা; 3 প্রাচীন রণবাদ্যবিশেষ; 4 শঙ্খনির্মিত বলয়বিশেষ, শাঁখা। ☐ বি. বিণ. লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক। [সং. √ শম্ + খ]। ̃ কার বি. শাঁখের গহনা ও জিনিসপত্র নির্মাতা, শাঁখারি, শঙ্খব্যবসায়ী। ̃ চক্র-গদা-পদ্ম-ধারী (-রিন্) বি. বিষ্ণু, নারায়ণ। ̃ চিল বি. সাদাবুক চিলবিশেষ। ̃ চূড় বি. অতি বিষধর ও বড়ো সাপবিশেষ, king cobra. ̃ চূর্ণী বি. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি। ̃ ধ্বনি, ̃ নাদ বি. শাঁখ বাজাবার শব্দ। ̃ বণিক বি. শাঁখারি, শঙ্খব্যবসায়ী সম্প্রদায়। ̃ বলয় বি. শাঁখের বালা, শাঁখা। ̃ বিষ বি. সেঁকোবিষ।
29) শঙ্খিনী (p. 769) śaṅkhinī বি. (স্ত্রী.) 1 নায়িকা বা স্ত্রীজাতির শ্রেণিবিশেষ; 2 সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি; 3 নাড়িবিশেষ। [সং. শঙ্খ + ইন্ + ঈ]।
30) শচি, শচী (p. 769) śaci, śacī বি. 1 দেবরাজ ইন্দ্রের পত্নী; 2 শ্রীচৈতন্যের মাতা। [সং. √ শচ্ + অ + ই, ঈ]। ̃ নন্দন বি. শ্রীচৈতন্য। ̃ পতি, ̃ বিলাস, শচীন্দ্র, শচীশ বি. ইন্দ্র। ̃ মাতা বি. শ্রীচৈতন্যের জননী।
31) শজনে (p. 769) śajanē দ্র শজিনা।
32) শজারু (p. 769) śajāru বি. বড়ো বড়ো কাঁটায় সর্বাঙ্গ আবৃত এমন জন্তুবিশেষ, শল্লকী। [সং. ছেদার > সেজার + রূপ > সজারু; তু. শল্লক রূপ]।
33) শজিনা, (কথ্য) শজনে (p. 769) śajinā, (kathya) śajanē বি. সরু ও লম্বা ফলযুক্ত বড়ো গাছবিশেষ, যার ফল ভোজ্য ডাঁটা হিসাবে ব্যবহৃত হয়। [সং. শোভাঞ্জন]। ̃ খাড়া বি. তরকারিরূপে ব্যবহৃত শজনে গাছের ফলরূপ ডাঁটা।
34) শটন (p. 769) śaṭana বি. পচে যাওয়া, পচন। [সং. √ শট্ + অন]। শটিত বিণ. পচা, শড়া (‘শটিত জঞ্জালকণা কুড়ায়েছি এতকাল ধরে’: সু. দ.)।
35) শট-পুট (p. 769) śaṭa-puṭa বি. ক্রীড়াপ্রতিযোগিতাদিতে ভারী লোহার বল দূরে নিক্ষেপ করা। [ইং. shotput]।
36) শটি, (বর্জি.) শটী (p. 769) śaṭi, (barji.) śaṭī বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। ̃ ফুড বি. শটি থেকে প্রস্তুত পালো।
37) শটিত (p. 769) śaṭita দ্র শটন।
38) শঠ (p. 769) śaṭha বিণ. 1 খল, ধূর্ত; 2 প্রবঞ্চক, প্রতারক; 3 গোপনে অনিষ্টকারী। [সং. √ শঠ্ + অ]। বি. ̃ তা, শাঠ্য। শঠে, শাঠ্যং শঠ লোকের সঙ্গে শঠতা করার নীতি।
39) শড়া (p. 769) śaḍ়ā ক্রি. পচে যাওয়া, শটিত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে।
40) শণ (p. 769) śaṇa বি. পাটজাতীয় ক্ষুদ্র ও সরু গাছবিশেষ বা তার আঁশ, hemp, flax. [সং. √ শণ্ + অ]। ̃ সূত্র বি. শণের আঁশে তৈরি সুতো। শণের দড়ি শণের আঁশ দিয়ে তৈরি দড়ি। শণের নুড়ি 1 সাদা শণের আঁশের গোছা; 2 (আল.) এক গোছা পাকা চুল।
41) শত (p. 769) śata বি. 1 সংখ্যা। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য (‘শতরূপে শতবার’: রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। ☐ বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। ☐ বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। ☐ বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা (‘শতরূপা এই কুসুমের মাসে’)। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্।
42) শত-রঞ্জ, শত-রঞ্চ (p. 769) śata-rañja, śata-rañca বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]।
43) শতরঞ্চি (p. 769) śatarañci বি. পেতে বসার উপযোগী মোটা সুতোয় তৈরি বড়ো রঙিন চাদরবিশেষ। [আ. শত্রঞ্জী]।
44) শতাংশ (p. 769) śatāṃśa বি. 1 একশত ভাগ; 2 একশত ভাগের একভাগ। [সং. শত + অংশ]।
45) শতাক্ষী (p. 769) śatākṣī বিণ. একশত চক্ষুবিশিষ্ট। ☐ বি. 1 শতপুষ্পা; 2 দুর্গা। [সং. শত + অক্ষী]।
46) শতাঙ্গ (p. 769) śatāṅga বিণ. শত অঙ্গবিশিষ্ট অর্থাত্ শতভাগবিশিষ্ট, বহুভাগে বিভক্ত। ☐ বি. রথ। [সং. শত + অঙ্গ]।
47) শতানীক (p. 769) śatānīka বিণ. 1 বৃদ্ধ; 2 শতসৈন্যবিশিষ্ট। ☐ বি. 1 পৌরাণিক মুনিবিশেষ; 2 নকুলের পুত্র। [সং. শত + অনীক]।
48) শতাব্দ, (অসং.) শতাব্দী (p. 769) śatābda, (asa.) ṃśatābdī বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।
49) শতায়ু (p. 769) śatāẏu (-য়ুস্) বিণ. 1 শতবর্ষজীবী; 2 (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]।
50) শতেক (p. 769) śatēka বিণ. 1 একশত; 2 বহু, অসংখ্য। [সং. শত + এক (বাং. সন্ধি)]। ̃ খোয়ারি, (বর্জি.) ̃ খোয়ারী বিণ. (স্ত্রী.) 1 যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; 2 যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)।

শত্রু

51) শত্রু, (কথ্য) শত্তুর (p. 769) śatru, (kathya) śattura বি. 1 মনে মনে বা প্রকাশ্যে ঘৃণা করে কিংবা ক্ষতিসাধন করে এমন ব্যক্তি; অরি, বৈরী; 2 প্রতিপক্ষ, বিপক্ষ। [সং. √ শদ্ + রু]। ̃ ঘ্ন বিণ. শত্রুধ্বংসকারী। ☐ বি. সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র। ̃ জয়ী (-য়িন্), ̃ জিত্, ̃ ঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী। ̃ তা বি. শত্রুর মতো আচরণ, বৈরিতা; তীব্র প্রতিকূলতা। ̃ নাশ বি. শত্রু ধ্বংস করা। ̃ পক্ষ বি. বিপক্ষ, প্রতিপক্ষ। ̃ বিনাশ – শত্রুনাশ এর অনুরূপ। ̃ মিত্র-ভেদ বি. কে বন্ধু কে শত্রু তা বিচার; আত্মপরবিচার। ̃ হীন, নিঃশত্রু বিণ. 1 শত্রু নেই এমন; 2 সমস্ত শত্রুকে বিনাশ করা হয়েছে এমন।
52) শন-শন (p. 769) śana-śana বি. বাতাস বাণ প্রভৃতির অতি দ্রুত বেগসূচক শব্দবিশেষ (শনশন করে হাওয়া বইছে, শনশন শব্দে তির ছুটে গেল)। [ধ্বন্যা.]।
53) শনাক্ত (p. 769) śanākta বি. পরিচিত বা জ্ঞাত বলে নির্দেশ (মৃতদেহ শনাক্ত করা)। [আ. শিনাখ্ত্]।
54) শনি (p. 769) śani বি. 1 সূর্যপুত্র; 2 অশুভ বলে পরিচিত গ্রহবিশেষ (শনির দশা); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (আল.) শত্রু. সর্বনাশকারী। [সং. √ শো + অনি]। শনির দশা শনিগ্রহের ভোগফল; দূরবস্হা। শনির দৃষ্টি (আল.) অতি দুঃসময় বা দুর্দশা। ̃ বার বি. সপ্তাহের সপ্তম বা শেষ দিন-শনিদেব এই দিনের অধিদেবতা বলে জ্ঞাত।
55) শনৈঃশনৈঃ (p. 769) śanaiḥśanaiḥ ক্রি-বিণ. ধীরে ধীরে, আস্তে আস্তে; অল্পে অল্পে (শনৈঃ শনৈঃ এগোতে লাগল)। [সং. শণ্ + ঐস্]।
56) শনৈশ্চর (p. 769) śanaiścara বি. 1 শনিগ্রহ; 2 ধীরতা, ধীর গতি। [সং. শনৈঃ + চর্]।
57) শপ (p. 769) śapa বি. বড়ো মাদুরবিশেষ। [দেশি]।
58) শপতি (p. 769) śapati বি. (আঞ্চ.) প্রতিজ্ঞা, শপথ (‘শপতি করিয়া বলি’: চণ্ডী)। [< সং. শপথ]। 59) শপথ (p. 769) śapatha বি. প্রতিজ্ঞা, দিব্য (শপথ করে বলা)। [সং. √ শপ্ + অথ]। ̃ নামা বি. শপথপত্র, যে কাগজে প্রতিজ্ঞা লেখা হয়। [সং. শপথ + ফা. নামহ্]। 60) শপ্ত (p. 769) śapta বিণ. শাপগ্রস্ত, অভিশপ্ত। [সং. √ শপ্ + ত]। 61) শফ (p. 769) śapha বি. ঘোড়া গোরু প্রভৃতি জন্তুর খুর। [সং. √ শম্ + অ]। 62) শফর, শফরী (p. 769) śaphara, śapharī বি. পুঁটিমাছ। [সং. শফ + √ রা + অ, ঈ]। 63) শফেদ, সফেদ (p. 769) śaphēda, saphēda বিণ. সাদা, শ্বেত, শুভ্র। [ফা. শফেদ্]। 64) শব (p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 65) শবর (p. 769) śabara বি. ব্যাধ, কিরাত, ভারতের প্রাচীন শিকারি জাতিবিশেষ। [সং. শব + √ রা + অ]। স্ত্রী. শবরী। শবরীর প্রতীক্ষা 1 রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; 2 (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা। 66) শবল (p. 769) śabala বিণ. নানাবর্ণযুক্ত, চিত্রবিচিত্র। [সং. √ শব্ + অল]। শবলা, শবলী বিণ. শবল -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. 1 বহুবর্ণা গাভি; 2 বশিষ্ঠের কামধেনু। শবলিত বিণ. নানাবর্ণে শোভিত; নানা বর্ণের সমাবেশে বিচিত্র। 67) শবে-বরাত (p. 769) śabē-barāta বি. চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিনে পালনীয় মুসলমানি পর্ববিশেষ। [আ. শব্-ই-বরাত্]। 68) শব্দ (p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। ☐ বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 69) শম (p. 769) śama বি. 1 শান্তি, নিবৃত্তি, কামক্রোধাদির উপশম; 2 চিত্তের স্হিরতা বা সংযম; 3 বাসনার নিবৃত্তি। [সং. √ শম্ + অ]। শমী (-মিন্) বিণ. শমগুণযুক্ত; সংযমী; শান্ত। 70) শমন (p. 769) śamana বি. 1 মৃত্যুর দেবতা যম; 2 প্রশমন, শান্তি সম্পাদন, শান্ত বা সংযত করা; 3 শান্তি; 4 দমন; 5 যজ্ঞার্থ পশুবধ। [সং. √ শম্ + ণিচ্ + অন]। ̃ দ্বার, ̃ সদন, ̃ ভবন বি. যমালয়। শমনীয় বিণ. 1 প্রশমনযোগ্য; 2 নিবারণীয়; 3 দমনযোগ্য বা বিনাশযোগ্য। 71) শময়িতা (p. 769) śamaẏitā (-তৃ) বিণ. 1 উপশমকারী, নিবারক; 2 দমনকারী, বিনাশক। [সং. √ শম্ + ণিচ্ + তৃ]। 72) শমি (p. 769) śami বি. বাবলাজাতীয় গাছবিশেষ, শাঁই গাছ যার কাঠ দিয়ে যজ্ঞাগ্নি জ্বালানো হয়। [সং. √ শম্ + ই]। 73) শমিত (p. 769) śamita বিণ. 1 প্রশমিত, নিবারিত; 2 দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা। 74) শমী1 (p. 769) śamī1 দ্র শম। 75) শম্পা (p. 769) śampā বি. বিদ্যুত্, বিজলি। [সং. √ শম্ + পা]।

শম্ব

76) শম্ব (p. 769) śamba বি. 1 লোহা বা ইস্পাতে মুখ মোড়া মুদগর, যে মুদগরের মুখ লোহা দিয়ে মোড়া; 2 মুদগরের মুখের লৌহাবরণ, শামা; 3 বজ্র। [সং. শম্ + ব]।
77) শম্বর (p. 769) śambara বি. 1 বড়ো হরিণবিশেষ; 2 মাছবিশেষ; 3 পৌরাণিক অসূরবিশেষ; 4 জল। [সং. √ শম্ব্ + অর]। শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব।
78) শম্বুক (p. 769) śambuka বি. 1 খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; 2 শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। ̃ গতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। ☐ বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন।
79) শম্ভু (p. 769) śambhu বি. শিব (শিবশম্ভু)। [সং. শম্ + √ ভূ + উ]।
80) শয্যা (p. 769) śayyā বি. 1 বিছানা; 2 যার উপরে বা যেখানে শয়ন করা হয় (ধুলিশয্যা, শরশয্যা); 3 শয়ন (শয্যাগৃহ)। [সং. √ শী + য + আ]। ̃ কণ্টক, ̃ কণ্টকী বি. যে ব্যাধিতে বিছানায় শুলে গায়ো কাঁটা বেঁধে বলে মনে হয়। ̃ কীট বি. ছারপোকা। ̃ গত বিণ. 1 বিছানায় শুয়ে আছে এমন; 2 (পীড়াদির জন্য) বিছানা থেকে উঠতে অক্ষম। স্ত্রী. ̃ গতা। গার, ̃ গৃহ বি. ঘুমাবার জন্য নির্দিষ্ট কক্ষ। ̃ তল বি. 1 বিছানার তলদেশ; 2 বিছানার উপরিভাগ (শয্যাতলে লুটিয়ে পড়ল)। ̃ তুলুনি বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার বাবদ বরের কাছ থেকে কন্যাপক্ষীয় নারীদের প্রাপ্য অর্থ। ̃ তোলা বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার স্ত্রী-আচারবিশেষ। ̃ রচনা বি. বিছানা পাতা। ̃ শায়ী (-য়িন্) শয্যাগত -র অনুরূপ। স্ত্রী. ̃ শায়িনী। ̃ সঙ্গিনী বি. 1 স্ত্রী, পত্নী; 2 যে-স্ত্রীলোক রাতের শয্যায় সঙ্গিনী হয়। ̃ স্তরণ বি. বিছানার চাদর।
81) শয়-তান (p. 769) śaẏa-tāna বি. 1 ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; 2 পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; 3 (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়-তানি বি. 1 দুর্বৃত্ততা, বদমাশি; 2 (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো।
82) শয়ন (p. 769) śaẏana বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো (‘প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে’: রবীন্দ্র)। [সং. √ শী + অন]। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ মন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। ̃ কাল বি. ঘুমের সময়। ̃ ভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় (‘কণ্টকিত শয়নীয়ে শুয়ে’: সু. দ.)।
83) শয়ান, শয়িত (p. 769) śaẏāna, śaẏita বিণ. 1 শুয়ে আছে এমন (‘দুয়ারের কাছে কে ওই শয়ান’: রবীন্দ্র); 2 নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
84) শয়ে শয়ে (p. 772) śaẏē śaẏē বিণ. অনেক, বহুসংখ্যক (শয়ে শয়ে লোক)। ☐ ক্রি-বিণ. বহু সংখ্যায় (শয়ে শয়ে আসছে)। [বাং. শ < শত]। 85) শর (p. 772) śara বি. 1 বাণ, তির; 2 তৃণবিশেষ, খাগড়া গাছ। [সং. √ শৃ + অ]। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ, ̃ ত্যাগ, ̃ নিক্ষেপ, ̃ মোচন বি. লক্ষ্য বিদ্ধ করার উদ্দেশ্যে তির ছোড়া। ̃ জাল বি. 1 বাণসমূহ; 2 একসঙ্গে নিক্ষিপ্ত অসংখ্য তির। ̃ বন বি. শর গাছে ভরা ভূমি। ̃ বর্ষণ বি. একই সঙ্গে অসংখ্য তির নিক্ষেপ। ̃ বিদ্ধ বিণ. বাণদ্বারা বিদ্ধ। ̃ ব্য বি. বাণ নিক্ষেপের লক্ষ্য, যাতে তির ছোড়া হয়, নিশানা। ̃ শয্যা বি. বাণদ্বারা নির্মিত শয্যা; অর্জুনের অসংখ্য তিরে রচিত ভীষ্মের শয্যা। ̃ সন্ধান বি. 1 ধনুকে বাণ যোজনা; 2 বাণ নিক্ষেপ। ̃ স্তম্ভ বি. বাণের গতিরোধ। শরাঘাত বি. তির বা বাণের আঘাত (শরাঘাতে আহত রাজহংস)। শরাহত বিণ. তিরের আঘাতে আহত। 86) শরচ্চন্দ্র, (বাং. রূপ) শরত্-চন্দ্র (p. 772) śaraccandra, (bā. ṃrūpa) śarat-candra বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র]. 87) শরণ (p. 772) śaraṇa বি. 1 আশ্রয় ('তোমার চরণ করব শরণ': 'মরণ মাঝারে শরণ দাও হে': রবীন্দ্র); 2 গৃহ; 3 আশ্রয়দাতা, রক্ষক (দীনশরণ)। [সং. √ শৃ + অন]। শরণাগত, শরণাপন্ন, শরণার্থী বিণ. বি. আশ্রয়প্রার্থী। স্ত্রী. শরণাগতা, শরণাপন্না, শরণার্থিণী। শরণ্য বিণ. 1 রক্ষাকর্তা; 2 রক্ষণে সমর্থ। শরণ্যা বিণ. শরণ্য -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. দুর্গা। 88) শরত্ (p. 772) śarat (-দ্) বি. (চলিত মতে ভাদ্র-আশ্বিন মাসব্যাপী) বাংলার তৃতীয় ঋতু। [সং. √ শৃ + অদ্]। 89) শরদিন্দু (p. 772) śaradindu বি. শরত্কালের চাঁদ যা অতি সুন্দর ও উজ্জ্বল। [সং. শরদ্ + ইন্দু]। ̃ নিভাননা বিণ. (স্ত্রী.) শরত্কালের চাঁদের মতো (উজ্জ্বল ও সুন্দর) মূখবিশিষ্ট। 90) শর-বত (p. 772) śara-bata বি. চিনি ফলের রস প্রভৃতি মিশিয়ে প্রস্তুত পানীয়বিশেষ। [আ. শরবত্]। শর-বতি বি. বড়ো লেবুবিশেষ, মোসাম্বি। 91) শরভ (p. 772) śarabha বি. 1 মৃগবিশেষ; 2 পৌরাণিক অষ্টপদ ও সিংহের চেয়ে বলবান মৃগবিশেষ; 3 উট; 4 হস্তিশাবক; 5 পতঙ্গবিশেষ, শলভ। [সং. √ শৃ + অভ]। 92) শরম (p. 772) śarama বি. সংকোচ, লজ্জা (লজ্জাশরম)। [ফা. শর্ম্]। 93) শরা, সরা (p. 772) śarā, sarā বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]। 94) শরা-কত (p. 772) śarā-kata বি. 1 অংশীদারি, অংশের মালিকানা; 2 যোগাযোগ, সম্পর্ক। [আ. শিরকত্]। 95) শরা-ফত (p. 772) śarā-phata বি. 1 ঔদার্য, মহত্ত্ব; 2 কৌলীন্য, আভিজাত্য। [আ. শরাফত্]। 96) শরাব, শবারি (p. 772) śarāba, śabāri বি. মদ, সূরা। [আ. শরাব্]। 97) শরাসন (p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 98) শরাহত (p. 772) śarāhata দ্র শর। 99) শরিক (p. 772) śarika বি. অংশী, ভাগীদার (দুই শরিকের বিবাদ)। [ফা. শরীক্]। শরিকান বি. শরিকরা, শরিকগণ। শরিকানা বি. শরিকের প্রাপ্য অংশ। শরিকি, শরিকানি বিণ. 1 একাধিক অংশীদার বা শরিক আছে এমন, এজমালি (শরিকি সম্পত্তি); 2 শরিকসংক্রান্ত (শরিকি বিবাদ)। 100) শরিফ (p. 772) śaripha বিণ. 1 মহানুভব, উচ্চমনা (শরিফ আদমি); 2 অভিজাত, উচ্চবংশীয়; 3 খুশি, প্রফুল্ল (শরিফ মেজাজ)। ☐ বি. 1 উচ্চবংশীয় বা অভিজাত ব্যক্তি; 2 মক্কার শাসনকর্তার উপাধি। [আ. শরীফ্]।

শরিয়ত

101) শরিয়ত (p. 772) śariẏata বি. মুসলিম ধর্মশাস্ত্র। [আ. শরীয়ত্]। শরিয়তি বিণ. শরিয়তসংক্রান্ত (শরিয়তি রায়)।
102) শরীর (p. 772) śarīra বি. 1 দেহ; 2 মূর্তি, কায়া। [সং. √ শৃ + ঈর]। ̃ গত বিণ. 1 শরীরসম্বন্ধীয়. শারীরিক, দেহস্হ; 2 শরীরের অভ্যন্তরস্হ। ̃ চর্চা বি. শরীর সুস্হ ও সবল রাখার জন্য ব্যায়াম ইত্যাদি। ̃ জ বিণ. শরীর থেকে উত্পন্ন, দেহজাত। শরীর পাত করা ক্রি. বি. অত্যধিক পরিশ্রম করে শরীরকে দুর্বল ও ক্ষয় করা। শরীরী (-রিন্) বিণ. 1 দেহধারী, দেহবিশিষ্ট, মূর্ত (শরীরী রূপ); 2 দেহী; 3 প্রাণী; 4 মানুষ; 5 জীবাত্মা। তু. অশরীরী। স্ত্রী. শরীরিণী।
103) শর্করা (p. 772) śarkarā বি. 1 চিনি (দেহে শর্করার আধিক্য); 2 (সং.) কাঁকর; 3 দানা; 4 পাথরি। [সং. শর্কর + আ]। ̃ বত্ বিণ. দানাওয়ালা।
104) শর্ত (p. 772) śarta বি. চুক্তির নিয়ন্ত্রক নিয়ম, কড়ার (কোনো শর্তেই তাকে ছেড়ে দেওয়া হবে না, শর্তভঙ্গ)। [আ. শর্ত্]। ̃ ভঙ্গ বি. চুক্তির নিয়ম ভাঙা। শর্তাদি বি. শর্ত ও অন্যান্য, নানান শর্ত; শর্তাধীন বিণ. চুক্তির শর্তে আবদ্ধ।
105) শর্ব (p. 772) śarba বি. শিব। [সং. √ শর্ব্ + অ]। শর্বাণী বি. (স্ত্রী.) দুর্গা, শিবানী।
106) শর্বরী (p. 772) śarbarī বি. 1 রাত্রি, রজনী (‘দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী’: রবীন্দ্র); 2 নারী। [সং. √ শৃ + বর + ঈ]।
107) শর্ম (p. 772) śarma (-র্মন্) বি. 1 সুখ; 2 কল্যাণ, মঙ্গল। [সং. √ শৃ + মন্]।
108) শর্মা (p. 772) śarmā (-র্মন্) বি. 1 ব্রাহ্মণের উপাধি; 2 (বাংলায়) নিজের সম্বন্ধে আত্মগৌরবে (ওকথা এ শর্মা ভুলবে না)। [সং. √ শৃ + মন্]।
109) শলভ (p. 772) śalabha বি. 1 শস্যনাশক পতঙ্গবিশেষ, শরভ, পঙ্গপাল; 2 ফড়িং। [সং. √ শল্ + অভ]। শলভাসন বি. যে যোগাসনে শরীরকে পতঙ্গের মতো আকার দিতে হয়।
110) শলা2 (p. 772) śalā2 বি. 1 সরু কাঠি বা শিক, শলাকা; 2 চিকিত্সার অস্ত্রবিশেষ; 3 কাঁটা। [সং. শলাকা]।
111) শলাকা (p. 772) śalākā বি. সরু কাঠি, শলা (অঞ্জনশলাকা)। [সং. √ শল্ + আক + আ]।
112) শলি, (বর্জি.) শলী (p. 772) śali, (barji.) śalī বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]।
113) শল্ক (p. 772) śalka বি. 1 (প্রধানত মাছের) আঁশ; 2 বল্কল। [সং. √ শল্ + ক]।
114) শল্কল (p. 772) śalkala বি. শল্ক, মাছের আঁশ। [সং. √ শল্ + কল]।
115) শল্কলী (-লিন্), শল্কী (-ল্কিন্) (p. 773) śalkalī (-lin), śalkī (-lkin) বিণ. আঁশযুক্ত, শল্কময়। ☐ বি. মাছ। [সং. শল্কল + ইন্, √ শল্ + ক + ইন্]।
116) শল্য (p. 773) śalya বি. 1 শলাকা, শলা; 2 কাঁটা, কণ্টক; 3 পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল (শল্যের আঘাত); 4 বাণ, তির; 5 অস্হি; 6 শজারু। [সং. √ শল্ + য]। ̃ চিকিত্সা বি. অস্ত্রচিকিত্সা, দেহে অস্ত্রোপচার। ̃ বিদ বিণ. বি. অস্ত্রচিকিত্সক; অস্ত্রচিকিত্সায় দক্ষ ব্যক্তি। শল্যোদ্ধার বি. 1 (প্রধানত দেহে) বিদ্ধ বাণ কাঁটা প্রভৃতি তুলে ফেলা; 2 বাস্তুভূমি থেকে প্রোথিত অস্হি তুলে ফেলা।
117) শল্যক (p. 773) śalyaka বি. গণ্ডার। [সং. শল্য + অ + ক]।
118) শল্ল, শল্লক (p. 773) śalla, śallaka বি. 1 আঁশ; 2 বল্কল। [সং. √ শল্ল্ + অ, অক]। শল্লকী বি. 1 শজারু; 2 বাবলাগাছ।
119) শশ1, শশক (p. 773) śaśa1, śaśaka বি. খরগোশ। [সং. √ শশ্ + অ, ক]। ̃ বিষাণ, ̃ শৃঙ্গ বি. খরগোশের শিং অর্থাত্ অসম্ভব বস্তু। ̃ ব্যস্ত বিণ. (খরগোশের মতো) অতি চঞ্চল বা ব্যস্ত।
120) শশ2 (p. 773) śaśa2 বি. চাঁদের কলা বা অংশ, চন্দ্রের অংশ। [সং. √ শশ্ + অ]। ̃ ধর, ̃ ভৃত্, ̃ লক্ষণ, ̃ লাঞ্ছন শশাঙ্ক বি. চন্দ্র। ̃ বিন্দু বি. 1 চন্দ্র; 2 বিষ্ণু।
121) শশি-কর, শশী-কর (p. 773) śaśi-kara, śaśī-kara বি. চাঁদের কিরণ বা আলো, জ্যোত্স্না। [সং. শশিন্ + কর]।
122) শশি-কলা, শশী-কলা (p. 773) śaśi-kalā, śaśī-kalā বি. 1 চাঁদের অংশ বা কলা; 2 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. শশিন্ + কলা]।
123) শশি-কান্ত, শশী-কান্ত (p. 773) śaśi-kānta, śaśī-kānta বি. 1 কুমুদ, লাল বা শ্বেত পদ্ম; 2 চন্দ্রকান্ত মণি। [সং. শশিন্ + কান্ত]।
124) শশি-ভূষণ, শশি-শেখর, শশী-ভূষণ, শশী-শেখর (p. 773) śaśi-bhūṣaṇa, śaśi-śēkhara, śaśī-bhūṣaṇa, śaśī-śēkhara বি. শশী অর্থাত্ চাঁদ যাঁর ভূষণ বা শেখর বা শিরোভূষণ, শিব। [সং. শশিন্ + ভূষণ, শেখর]।
125) শশী (p. 773) śaśī (-শিন্) বি. চন্দ্র। [সং. শশ + ইন্]।

শশ্বৎ

126) শশ্বৎ (p. 773) śaśbat ক্রি-বিণ. অব্য. (বর্ত. বাং. অপ্র.) 1 সর্বদা; 2 বারংবার। [সং. শশ + বত্]। বিণ. শাশ্বত।
127) শষ্প (p. 773) śaṣpa বি. কচি ঘাস। [সং. √ শষ্ + প]। শষ্পাবৃত বিণ. কচি ঘাসে ঢাকা।
128) শসন (p. 773) śasana বি. 1 যজ্ঞার্থ পশুবধ; 2 বধ, নিধন। [সং. √ শস্ + অন]।
129) শসা (p. 773) śasā বি. সবজি হিসাবে ব্যবহৃত এবং কাঁচাও খাওয়া হয় এমন সবুজ খোসাযুক্ত আর্দ্র ফলবিশেষ, ক্ষীরিকা। [দেশি]।
130) শস্তা (p. 773) śastā দ্র সস্তা।
131) শস্ত্র (p. 773) śastra বি. 1 (মূলত) যে প্রহরণ হাতে ধরে অর্থাত্ নিক্ষেপ না করে আঘাত করা হয় (তু. অস্ত্র); প্রহরণ; 2 অস্ত্র; 3 কারিগরি কাজের জন্য প্রয়োজনীয় লৌহ তৈরি যন্ত্রপাতি; 4 শল্য চিকিত্সার অস্ত্র। [সং. √ শস্ + এ]। ̃ জীবী (-বিন্), শস্ত্রাজীব বিণ. বি. যুদ্ধব্যবসায়ী, যোদ্ধা, সৈনিক। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ পাণি, ̃ ভৃত্, শস্ত্রী (-স্ত্রিন্) বিণ. বি. অস্ত্রধারী; যোদ্ধা। ̃ বিদ্যা বি. অস্ত্রচালনা-বিদ্যা।
132) শস্প, শস্পাবৃত (p. 773) śaspa, śaspābṛta যথাক্রমে শষ্প ও শষ্পাবৃত -র বানানভেদ।
133) শস্য (p. 773) śasya বি. 1 ফসল, কৃষিজাত ফল বা বীজ; 2 ফলের ভক্ষণীয় অংশ বা সারভাগ। [সং. √ শস্ + য]। ̃ ক্ষেত্র বি. শস্য উত্পাদনের জমি, শস্যের খেত। ̃ ভাণ্ডার বি. শস্য যেখানে মজুত রাখা হয়। ̃ শ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. ̃ শ্যামলা। শস্যাগার বি. শস্যের ভাণ্ডার, গোলা।
134) শহর (p. 773) śahara বি. বহু পাকা বা়ড়ি ও পাকা রাস্তাসমন্বিত এবং অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু দোকানসমন্বিত লোকালয়, নগর। [ফা. শহ্র্]। ̃ তলি বি. শহরের উপকণ্ঠ বা পার্শ্ববর্তী স্হান। ̃ স্হ বিণ. শহরের (শহরস্হ গৃহাদি)। শহ্বরে বিণ. 1 শহরসুলভ; 2 শহরবাসী, শহরে বাস করে এমন (শহুরে মানুষ); 3 শহরে উত্পন্ন।
135) শহিদ (p. 773) śahida বি. ধর্মযুদ্ধে বা ন্যায়সংগত অধিকার লাভের জন্য আত্মোত্সর্গকারী বা নিহর ব্যক্তি। [আ. শহীদ্]।
136) শাঁ (p. 773) śā অব্য. বি. দ্রুত বেগসূচক (শাঁ করে উড়ে গেল)। [ধ্বন্যা.]।
137) শাংকর (p. 773) śāṅkara বিণ. 1 শংকরসম্বন্ধীয়; 2 শংকরাচার্যের রচিত (শাংকর ভাষ্য)। [সং. শংকর + অ]।
138) শাঁই1 (p. 773) śām̐i1 বি. শমিবৃক্ষ। [< সং. শমি]। 139) শাঁই2 (p. 773) śām̐i2 বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক। 140) শাঁখ, শাঁক (p. 773) śān̐kha, śān̐ka বি. 1 শক্ত খোলাযুক্ত সামুদ্রিক প্রাণীবিশেষ; 2 মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে ফুঁ দিয়ে বাজাবার জন্য ব্যবহৃত ওই প্রাণীর খোলা, শঙ্খ। [সং. শঙ্খ]। শাঁখের করাত 1 শাঁখ কাটবার জন্য বিশেষভাবে নির্মিত করাত; 2 (আল.) দুইদিকেই বিপদ, যে বিপদ থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; উভয়সংকট। ̃ চূর্ণী, ̃ চুন্নি, শাঁকিনি বি. প্রেতযোনিপ্রাপ্ত সধবা নারীর আত্মা। 141) শাঁকালু, শাঁখ আলু (p. 773) śān̐kālu, śān̐kha ālu বি. কাঁচা খাওয়ার কন্দবিশেষ। [দেশি]। 142) শাঁখা (p. 773) śān̐khā বি. শঙ্খ দিয়ে তৈরি বালা বা কঙ্কণবিশেষ। [বাং. শাঁখ + আ]। 143) শাঁখারি (p. 773) śān̐khāri বি. শঙ্খের গহনা বা দ্রব্যাদি নির্মাতা বা শঙ্খব্যবসায়ী; বংশানুক্রমে শাঁখের ব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [বাং. শাঁখ + আরি]। 144) শাঁপি (p. 773) śām̐pi দ্র শামা2। 145) শাঁস (p. 773) śām̐sa বি. 1 ফলাদির ভিতরের সারভাগ; 2 ফলের আঁটির বা বীজের ভিতরের নরম অংশ; 3 সারপদার্থ (মগজে শাঁস নেই)। [< সং. শস্য]। শাঁসালো বিণ. 1 শাঁসযুক্ত (শাঁসালো ফল); 2 সারবান, সারবস্তু আছে এমন; 3 (আল.) অর্থশালী (শাঁসালো লোক)। 146) শাক (p. 773) śāka বি. 1 রেঁধে খাবার যোগ্য লতাবৃক্ষপত্রাদি (নটে শাক, কলমি শাক); 2 পুরাণোক্ত দ্বীপবিশেষ; 3 সেগুন গাছ; 4 শকাব্দ। [সং. √ শক্ + অ]। শাক দিয়ে মাছ ঢাকা নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা। ̃ পাতা বি. বিভিন্ন শাক; (আল.) নিরামিষ ও অকিচিঞ্চিত্কর আহার্য। ̃ ভাত, শাকান্ন বি. উপকরণহীন বা ব্যঞ্জনাদি বর্জিত শাক ও ভাত; অত্যন্ত দরিদ্রের উপযোগী সামান্য খাদ্য। ̃ সবজি বি. তরিতরকারি। 147) শাকট (p. 773) śākaṭa বিণ. শকটসম্বন্ধীয়, গাড়িসম্বন্ধীয়; শকটের। [সং. শকট + অ]। 148) শাকটিক (p. 773) śākaṭika বিণ. শকটসম্বন্ধীয়, শাকট। [সং. শকট + ইক]। 149) শাকম্ভরী (p. 773) śākambharī বি. 1 দুর্গাদেবী; 2 হিন্দু তীর্থবিশেষ; 3 শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]। 150) শাকান্ন (p. 773) śākānna দ্র শাক।

শাকুন

151) শাকুন (p. 773) śākuna বি. পশুপক্ষীর রবদ্বারা মানুষের শুভাশুভ নির্ধারণের শাস্ত্র। ☐ বিণ. 1 শকুনজ্ঞ, উক্ত শাস্ত্রে পারদর্শী; 2 পক্ষীসম্বন্ধীয়। [সং. শকুন + অ]। শাকুনিক বি. 1 পাখিশিকারি ব্যাধ; 2 শকুনজ্ঞ ব্যক্তি; 3 শকুনিসমূহ।
152) শাক্ত (p. 773) śākta বিণ. বি. শক্তির উপাসক; তান্ত্রিক (শাক্ত ধর্ম, বামাচারী শাক্ত)। [সং. শক্তি + অ]। ̃ পদাবলি বি. শক্তি বা কালীর স্তুতিতে রচিত পদসমূহ।
153) শাক্য (p. 773) śākya বি. ক্ষত্রীয় বংশবিশেষ; শাক্যকূলচূড়ামণি বুদ্ধদেব। [সং. শাক + য]। ̃ মুনি, ̃ সিংহ বি. বুদ্ধদেব।
154) শাখা (p. 773) śākhā বি. 1 গাছের ডাল; 2 বাহু; 3 অংশ (রাজবংশের শাখা); 4 গ্রন্হাদির যে-কোনো অংশ; 5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী); 6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)। [সং. √ শাখ্ + অ + আ]। ̃ চ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)। ̃ ধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী। ̃ নদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী। ̃ প্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন। ̃ মৃগ বি. বাঁদর। ̃ স্তরাল বি. গাছের ডালের আড়াল। শাখী (-খিন্) বি. বৃক্ষ। ☐ বিণ. ডালবিশিষ্ট।
155) শাখোট, শাখোটক (p. 773) śākhōṭa, śākhōṭaka বি. শেওড়া গাছ। [দেশি]।
156) শাগ-রেদ, শাক-রেদ (p. 773) śāga-rēda, śāka-rēda বি. শিষ্য, ছাত্র, চেলা। [ফা. শাগির্দ]। শাগ-রেদি, শাক-রেদি বি. শিষ্যত্ব, চেলাগিরি।
157) শাঙন, শাওন (p. 773) śāṅana, śāōna বি. শ্রাবণ এর কোমল রূপ (‘শাঙন গগনে ঘোর ঘনঘটা’: রবীন্দ্র)। [< শ্রাবণ]। 158) শাষ্কর (p. 773) śāṣkara দ্র শাংকর। 159) শাজাদা, শাজাদি (p. 773) śājādā, śājādi যথাক্রমে শাহজাদা ও শাহজাদি -র রূপভেদ। 160) শাট (p. 773) śāṭa বি. পোশাক (লম্বশাটপটাবৃত)। [সং. √ শাট্ + অ]। স্ত্রী. শাটী, শাটিকা। 161) শাঠ্য (p. 773) śāṭhya বি. শঠতা, ধূর্ততা (শঠকে জব্দ করতে শাঠ্যই দরকার)। [সং. শঠ + য]। 162) শাড়ি, (বর্জি.) শাড়ী (p. 773) śāḍ়i, (barji.) śāḍ়ī বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]। 163) শাণ (p. 773) śāṇa বি. 1 কষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেওয়ার পাথর বা যন্ত্র; 3 ধার (ছুরিতে শাণ দেওয়া)। [সং. √ শো + ণ]। 164) শাণিত (p. 773) śāṇita বিণ. 1 তীক্ষ্ণীকৃত, তীক্ষ্ণ করা হয়েছে এমন (শাণিত তরোয়াল); 2 ধারালো, তীক্ষ্ণ (শাণিত ব্যঙ্গ)। [সং. শাণ + ইত]। 165) শাণ্ডিল্য (p. 773) śāṇḍilya বি. গোত্রপ্রবর্তক মুনিবিশেষ। [সং. শণ্ডিল + য]। 166) শাতন (p. 773) śātana বি. ছেদন ('পক্ষধরের পক্ষশাতন করি': স. দ.)। [সং. √ শদ্ + ণিচ্ + অন]। 167) শাদি (p. 773) śādi বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]। 168) শাদ্বল (p. 773) śādbala বি. কচি ঘাসে ঢাকা জমি। [সং. শাদ্ + বল]। 169) শান1 (p. 773) śāna1 বি. পাকা মেঝে, বাঁধানো মেঝে (শানে মাথা ঠোকা)। [দেশি]। ̃ বাঁধানো বিণ. ইট-পাথরে তৈরি, পাকা (শানবাঁধানো ঘাট)। 170) শান2 (p. 773) śāna2 বি. 1 কোষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেবার পাথর বা যন্ত্র; 3 তীক্ষ্ণ করা (শান দেওয়া)। [সং. √ শান্ + অ]। শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)। ̃ ওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে। ̃ পাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর। 171) শানা1 (p. 773) śānā1 বি. তাঁতযন্ত্রের চিরুনির মতো অংশবিশেষ। [দেশি]। 172) শানা2 (p. 773) śānā2 বি. বর্ম, সাঁজোয়া। [সং. শানী]। 173) শানা3, শানোনো (p. 773) śānā3, śānōnō ক্রি. বি. ক্ষুধা-আকাঙ্ক্ষাদি শান্ত বা পরিতৃপ্ত হওয়া, মেটা (এতটুকু খাবারে তার শানায় না)। [< সং. শম্ + বাং. আ]। 174) শানা4 (p. 773) śānā4 ক্রি. শান দেওয়া। [সং. √ শান্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তীক্ষ্ণ করা, শান দেওয়া (ছুরি শানাচ্ছে, আক্রমণ শানানো)। ☐ বিণ. উক্ত অর্থে (শানানো ছুরি)। 175) শান্ত (p. 773) śānta বিণ. 1 শান্তিযুক্ত; 2 অচঞ্চল (শান্ত মন, শান্ত নদী); 3 নিবৃত্ত (ক্ষুধা শান্ত); 4 ক্ষান্ত, থেমেছে এমন (ঝড় শান্ত হয়েছে); 5 ধীর, অনুদ্ধত, শিষ্ট (শান্ত মেয়ে, শান্ত স্বভাব); 6 নিরীহ (শান্ত গোরু, সরলশান্ত লোক)। ☐ বি. (অল.) বৈষ্ণবমতে শ্রীভগবানের চরণে আত্মনিবেদনমূলক রসবিশেষ। [সং. √ শম্ + ত]। ̃ ভাব বি. হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি সর্বপ্রকার অস্হিরতাবর্জিত মানসিক অবস্হা, উত্তেজনাহীন চিত্তবৃত্তি, প্রশান্তি। ̃ মূর্তি বি. শান্তভাবপূর্ণ চেহারা, সৌম্য আকৃতি। ☐ বিণ. সৌম্য-আকৃতিযুক্ত। ̃ শিষ্ট বিণ. নম্ন ও ভদ্র। ̃ স্বভাব বিণ. ধীর; অনুদ্ধত; নম্র ও বিনয়ী।

শান্তি

176) শান্তি (p. 773) śānti বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনাকামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। ☐ বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদবিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা।
177) শান্তি-পুরি (p. 773) śānti-puri বিণ. শান্তিপুরে প্রস্তুত। ☐ বি. শান্তিপুরে তৈরি উত্কৃষ্ট তাঁতের কাপড়। [শান্তিপুর + ই]। শান্তি-পুরে বিণ. শান্তিপুরে প্রচলিত বা উত্পন্ন; শান্তিপুরবাসী।
178) শাপ (p. 773) śāpa বি. অন্যের ক্ষতি বা অমঙ্গল কামনা বা তা উচ্চারণ, অভিসম্পাত, অভিশাপ। [সং. √ শপ্ + অ]। ̃ গ্রস্ত বিণ. শাপের ফলে দুর্দশাপন্ন; অভিশপ্ত। স্ত্রী. ̃ গ্রস্তা। ̃ ভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত। স্ত্রী. ̃ ভ্রষ্টা। ̃ মুক্তি বি. অভিশাপ থেকে মুক্তিলাভ। ̃ মোচন বি. অভিশাপ খণ্ডন। শাপা ক্রি. অভিশাপ দেওয়া। ̃ শাপান্ত বি. 1 শাপমোচন, শাপভঙ্গ; 2 (বাং.) সর্বরকম অভিশাপ (শাপশাপাস্ত করা)। শাপিত বিণ. শাপগ্রস্ত, শাপপ্রাপ্ত।
179) শাবক, শাব (p. 773) śābaka, śāba বি. বাচ্চা, ছানা। [√ সং. শব্ + অ, ক]।
180) শাবর (p. 773) śābara বিণ. শবরজাতি-সম্বন্ধীয়। [সং. শবর + অ]।
181) শাবল (p. 773) śābala বি. মাটি খোঁড়ার বা কপাট ইত্যাদি ভাঙার জন্য লোহার তৈরি খন্তাজাতীয় অস্ত্রবিশেষ। [সং. শর্বলা]।
182) শাবান (p. 773) śābāna বি. ইসলামি বত্সরের অষ্টম মাস। [আ. শাআবান্]।
183) শাবাশ (p. 773) śābāśa প্রশংসাসূচক উক্তিবিশেষ, ধন্য, বলিহারি (বাহবা, শাবাস, তোকে!)। [ফা.]। শাবাশা ক্রি. (কাব্যে) শাবাশ দেওয়া অর্থাত্ প্রশংসা করা।
184) শাব্দ (p. 773) śābda বিণ. শব্দ-সম্বন্ধীয় (শাব্দ-বোধ = শব্দার্থ-জ্ঞান)। [সং. শব্দ + অ]। শাব্দিক বিণ. 1 শব্দশাস্ত্রজ্ঞ; 2 বৈয়াকরণ; 3 শব্দ-সম্বন্ধীয়।
185) শামর (p. 773) śāmara বিণ. (ব্রজ.) শ্যামবর্ণ। [সং. শ্যামলা]। স্ত্রী. শামরী।
186) শামলা1 (p. 773) śāmalā1 বিণ. শ্যামবর্ণা, কালো (শামলা গাই)। [সং. শ্যামলা]।
187) শামলা2 (p. 773) śāmalā2 বি. শালের পাগড়িবিশেষ (উকিলের শামলা)। [আ.]।
188) শামা1 (p. 773) śāmā1 বি. প্রদীপ, বাতি। [আ.]। ̃ দান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2।
189) শামা2, শামি, শাঁপি (p. 773) śāmā2, śāmi, śām̐pi বি. মুদগরাদির লোহায় মোড়া মুখ, মুগুর গদা প্রভৃতির মুখে যে লোহার আবরণ থাকে। [সং. শম্ব]।
190) শামি কাবাব (p. 773) śāmi kābāba বি. মাংসের বড়াবিশেষ। [তুর. শামি + আ. কবাব়]।
191) শামিয়ানা (p. 773) śāmiẏānā বি. কাপড়ের তৈরি অস্হায়ী ছাদবিশেষ, চাঁদায়ো, চন্দ্রাতাপ। [ফা. শাম্-আনহ্]।
192) শামিল (p. 773) śāmila বিণ. 1 সদৃশ (মরার শামিল); 2 অন্তর্ভুক্ত (ধর্মকর্মে শামিল হওয়া, মিছিলে শামিল হওয়া)। [আ. শামিল্]।
193) শামুক (p. 773) śāmuka বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন।
194) শায়ক (p. 773) śāẏaka বি. তির, শর, বাণ। [সং. √ শো + অক]।
195) শায়া (p. 773) śāẏā বি. স্ত্রীলোকের শাড়ির নীচে পরিধেয় অন্তর্বাসবিশেষ, পেটিকোট। [পো. saia]।
196) শায়িত (p. 773) śāẏita বিণ. 1 শয়ন করানো হয়েছে এমন; 2 নিপাতিত। [স. √ শী + ণিচ্ + ত]। স্ত্রী. শায়িতা।
197) শায়ী (p. 773) śāẏī (-য়িন্) বিণ. শয়নকারী, শয়িত (ধরাশায়ী)। [সং. √ শী + ইন্]। স্ত্রী. শায়িনী।
198) শায়ের (p. 773) śāẏēra বি. 1 যে মুখে-মুখে পদ্য রচনা করতে পারে; 2 মুখে-মুখে রচিত পদ্য; 3 ছোটো পদ্য, দোহা। [আ. শাএর্]।
199) শায়েস্তা (p. 773) śāẏēstā বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]।
200) শারঙ্গী (p. 773) śāraṅgī বি. ছড়ি দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ, সারেঙ্গি। [সং. √ শৃ + অঙ্গ + ঈ]।

শারদ

201) শারদ (p. 773) śārada বিণ. শরত্কালীন (শারদোত্সব, ‘দেখেছি শারদপ্রাতে’: রবীন্দ্র)। [সং. শরদ্ + অ]। স্ত্রী. শারদী। শারদা বি. 1 দুর্গাদেবী; 2 সরস্বতী; 3 বীণাবিশেষ।
202) শারদীয় (p. 773) śāradīẏa বিণ. শরত্কালীন, শারদ (শারদীয় দুর্গোত্সব)। [সং. শারদ + ঈয়]। স্ত্রী. শারদীয়া।
203) শারি, শারিকা (p. 773) śāri, śārikā বি. 1 স্ত্রী-শালিক; 2 (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); 3 পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]।
204) শারীর (p. 773) śārīra বিণ. 1 শরীরসম্বন্ধীয়; 2 দেহ থেকে উত্পন্ন। [সং. শরীর + অ]। ̃ ক বি. শরীরধারী জীবাত্মার স্বরূপনির্ণয় (শারীরক ভাষ্য, শারীরক সূত্র)। ̃ বিদ্যা বি. শারীরস্হান ও শারীরবৃত্ত। ̃ বৃত্ত, ̃ বৃত্তি বি. দেহের বিভিন্ন অঙ্গের ক্রিয়াসম্বন্ধীয় শাস্ত্র, physiology, ̃ স্হান বি. দেহের বিভিন্ন অংশের গঠন ও পরিচয়জ্ঞাপক শাস্ত্র, anatomy.
205) শারীরিক (p. 773) śārīrika বিণ. শরীরসম্বন্ধীয় (শারীরিক অবস্হা)। [সং. শরীর + ইক]।
206) শার্কর (p. 773) śārkara বিণ. 1 শর্করাসম্বন্ধীয়; 2 শর্করামিশ্রিত; 3 দানাওয়ালা; 4 কাঁকুরে। [সং. শর্করা + অ]।
207) শার্ঙ্গ (p. 773) śārṅga বিণ. 1 শৃঙ্গসম্বন্ধীয়; 2 শৃঙ্গজাত; 3 শৃঙ্গনির্মিত। ☐ বি. 1 শৃঙ্গনির্মিত ধনুক; 2 বিষ্ণুর ধনুক। [সং. শৃঙ্গ + অ]। ̃ ধর, ̃ পাণি, শার্ঙ্গী (-র্ঙ্গিন্) বি. 1 বিষ্ণু; 2 ধনুর্ধর।
208) শার্ট (p. 773) śārṭa বি. (প্রধানত) পুরুষের জামাবিশেষ। [ইং. shirt]। ফুল-শার্ট বি. মণিবন্ধ পর্যন্ত হাতাওয়ালা শার্ট। হাওয়াই শার্ট বি. কনুই পর্যন্ত হাতাওয়ালা এবং কোটের মতো আকারের শার্টবিশেষ। চাইনিজ-শার্ট বি. হাওয়াই শার্ট-এর মতো জামাবিশেষ। হাফ-শার্ট বি. কনুই পর্যন্ত হাতওয়ালা খাটো ঝুলের জামাবিশেষ।
209) শার্দূল (p. 773) śārdūla বি. 1 বাঘ; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ (নরশার্দুল)। [সং. √ শৃ + ঊল, দ্ + আগম]। স্ত্রী. শার্দূলী। ̃ বিক্রীড়িত বি. সংস্কৃত ছন্দবিশেষ।
210) শার্শি, শার্সি (p. 776) śārśi, śārsi বি. কাচের কপাট, শাসি। [ইং. sash]।
211) শাল1 (p. 776) śāla1 বি. 1 বৃহত্ শূল (শালে চড়ানো); 2 শেল; 3 (আল.) মর্মান্তিক কষ্ট বা দুঃখ (‘হৃদয়ে রহিল শাল’: ক. ক.)। [সং. শল্য]।
212) শাল2 (p. 776) śāla2 বি. 1 গৃহ (ঘোড়াশাল, হাতিশাল); 2 কারখানা (কামারশাল)। [সং. শালা]।
213) শাল3 (p. 776) śāla3 বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ। [ফা. শাল]। ̃ ওয়ালা বি. শালবিক্রেতা। ̃ কর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়।
214) শাল4 (p. 776) śāla4 বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। ̃ তি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। ̃ নির্যাস বি. ধুনো। ̃ পাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)। ̃ প্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার। ̃ বন বি. যে বনে প্রচুর শালগাছ আছে। শালের কোঁড়া শালগাছের তেজি চারা।
215) শাল-গম (p. 776) śāla-gama বি. রেঁধে খাবার যোগ্য (সচ.) লালচে রঙের কন্দবিশেষ। [আ. শলগম]।
216) শাল-গ্রাম (p. 776) śāla-grāma বি. বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকী-নদীজাত শিলা। [সং. শালগ্রাম (দেশবিশেষ) + অ]। শালগ্রামের শোয়া-বসা (গোলাকার শালগ্রামের মতো) সব সময় একইভাবে অবস্হান।
217) শালা1 (p. 776) śālā1 বি. স্হান, আলয়, আগার (অতিথিশালা, পাঠশালা, ধর্মশালা); 2 ঘর, কক্ষ (ঢেঁকিশালা, গোশালা); 3 কারখানা (কামারশালা); 4 ভাণ্ডার (শস্যশালা)। [সং. √ শল্ + অ + আ]।
218) শালা2 (p. 776) śālā2 বি. 1 শ্যালক, পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, সম্বন্ধী (শালাবাবুর দোকান); 2 গালিবিশেষ। [সং. শ্যালক]। শালি, (বর্জি.) শালী বি. (স্ত্রী.) 1 শ্যালিকা, পত্নীর ভগিনী বা তত্স্হানীয় নারী; 2 গালিবিশেষ। ̃ জ, ̃ বউ বি. (স্ত্রী.) শ্যালকের পত্নী।
219) শালি1 (p. 776) śāli1 দ্র শালা2।
220) শালি2 (p. 776) śāli2 বি. হৈমন্তিক ধান (শালিধানের চিঁড়ে)। [সং. √ শাল্ + ই]।
221) শালিক, (অপ্র.) শালিখ (p. 776) śālika, (apra.) śālikha বি. ময়নাশ্রেণির সুপরিচিত পাখিবিশেষ। [< সং. শারিকা]। 222) শালিধান (p. 776) śālidhāna দ্র শালি2। 223) শালিনী (p. 776) śālinī দ্র শালী। 224) শালি-বাহন (p. 776) śāli-bāhana বি. বহুবিচিত্র কিংবদন্তির নায়ক নৃপতিবিশেষ। প্রাকৃ. সালবাহণ]। 225) শালী (p. 776) śālī (-লিন্) বিণ. যুক্ত, বিশিষ্ট, সম্পন্ন (অর্থশালী, সম্পদশালী)। [সং. √ শাল্ + ইন্]। স্ত্রী. শালিনী (গৌরবশালিনী)।

শালীন

226) শালীন (p. 776) śālīna বিণ. লজ্জাশীল, নম্র, বিনয়ী, ভদ্র। [সং. শালা + ঈন]। ̃ তা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপেব্যবাহারে শালীনতা)।
227) শালু (p. 776) śālu বি. লালরঙের (সচ. লেপ তৈরির জন্য এবং পূজায় ব্যবহৃত) সূতিবস্ত্রবিশেষ। [হি. সাল + বাং. উ]।
228) শালুক, (বর্জি.) শালূক (p. 776) śāluka, (barji.) śālūka বি. 1 পদ্মাদির মূল; 2 (বাং.) কুমুদ, পদ্মের নাল। [সং. √ শাল্ + উক, ঊক]।
229) শাল্মলি, শাল্মলী (p. 776) śālmali, śālmalī বি. 1 শিমুলগাছ; 2 পুরাণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। [সং. √ শাল্ + মল, ই, ঈ]।
230) শাশুড়ি (p. 776) śāśuḍ়i বি. পতি বা পত্নীর জননী বা তত্স্হানীয়া নারী, শ্বশ্রূ। [< বাং. শ্বশুরী]। 231) শাশ্বত (p. 776) śāśbata বিণ. নিত্য, অবিনশ্বর; চিরন্তন (শাশ্বতকাল, শাশ্বত ধর্ম)। [সং. শশ্বত্ + অ]। স্ত্রী. শাশ্বতী। 232) শাশ্বতিক (p. 776) śāśbatika বিণ. নিত্য, চিরন্তন, শাশ্বত (শাশ্বতিক ধর্ম, শাশ্বতিক বিরোধ)। [সং. শশ্বত্ + ইক]। স্ত্রী. শাশ্বতিকী। 233) শাসক (p. 776) śāsaka বিণ. বি. যে শাসন দমন বা পরিচালনা করে। [সং. √ শাস্ + অক]। 234) শাসন (p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 235) শাসা (p. 776) śāsā ক্রি. শাসন করা, ভয় দেখানো (আমাকে শাসিয়ে গেল)। [সং. √ শাস্ + বাং. আ]। 236) শাসানো (p. 776) śāsānō ক্রি. প্রতিশোধ নেবার বা শাস্তি দেবার ভয় দেখানো। ☐ বি. উক্ত অর্থে। [শাসা দ্র]। শাসানি বি. প্রতিশোধগ্রহণের বা শাস্তিদানের ভয়প্রদর্শন। 237) শাসি (p. 776) śāsi বি. (সচ. জানালার) কাচের কপাট, শার্সি। [ইং. sash]। 238) শাসিতা1 (p. 776) śāsitā1 দ্র শাসন। 239) শাসিতা2 (p. 776) śāsitā2 (-তৃ) বি. 1 শাসনকর্তা; 2 উপদেষ্টা, শিক্ষক। [সং. √ শাস্ (+ই) + তৃ]। 240) শাস্তা (p. 776) śāstā (-তৃ) বি. 1 শাসনকর্তা, নৃপতি; 2 উপদেষ্টা, গুরু, শিক্ষক; 3 বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]। 241) শাস্তি (p. 776) śāsti বি. সাজা, দণ্ড, নিগ্রহ। [সং. √ শাস্ + তি]। ̃ বিধান বি. শাস্তি দেওয়া। 242) শাস্ত্র (p. 776) śāstra বি. 1 অপ্রত্যক্ষ জ্ঞানের ভাণ্ডার; 2 বেদ স্মৃতি পুরাণ ইত্যাদি বিধিনিষেধসমন্বিত সংস্কৃত গ্রন্হ (শাস্ত্রবিদ, শাস্ত্র মেনে চলা); 3 ধর্মগ্রন্হ (হিন্দুশাস্ত্র, ধর্মশাস্ত্র, ইসলামশাস্ত্র); 4 বিদ্যাবিজ্ঞানাদি-বিষয়ক গ্রন্হ (গণিতশাস্ত্র, নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র, চিকিত্সাশাস্ত্র); 5 বিদ্যা বা বিজ্ঞান (নানা শাস্ত্রে অভিজ্ঞ)। [সং. √ শাস্ + ত্র]। ̃ কার বিণ. শাস্ত্ররচনাকারী। ̃ চর্চা, শাস্ত্রানু-শীলন, শাস্ত্রালোচনা বি. শাস্ত্রপাঠ ও আলোচনা। ̃ জ্ঞ, ̃ জ্ঞানী (-নিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্র জানে এমন। ̃ বিধি বি. শাস্ত্রের নির্দেশ বা অনুশাসন। ̃ বিহিত, ̃ সংগত, ̃ সম্মত, শাস্ত্রানু-মত, শাস্ত্রানু-মোদিত বিণ. শাস্ত্রনির্দিষ্ট। ̃ ব্যাখ্যা বি. শাস্ত্রীয় বিধিনির্দেশের অর্থ বা তাত্পর্য বর্ণনা। শাস্ত্রার্থ বি. শাস্ত্রের তাত্পর্য। শাস্ত্রী (-স্ত্রিন্) বিণ. শাস্ত্রজ্ঞ। ☐ বি. শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ। শাস্ত্রীয় বিণ. শাস্ত্রসম্বন্ধীয় (শাস্ত্রীয় আলোচনা); শাস্ত্রোক্ত, শাস্ত্রানুমত (শাস্ত্রীয় বিধি, অশাস্ত্রীয় অনুষ্ঠান)। শাস্ত্রীয় সংগীত বি. উচ্চাঙ্গ সংগীত। শাস্ত্রোক্ত বিণ. শাস্ত্রে উল্লিখিত। 243) শাহ (p. 776) śāha বি. বাহশাহ, নৃপতি; পারস্যরাজের উপাধি। [ফা.]। ̃ জাদা বি. রাজকুমার। ̃ জাদি বি. (স্ত্রী.) রাজকুমারী। শাহান-শাহ বি. রাজাধিরাজ। শাহি বিণ. রাজকীয়, বড়োমানুষি, নবাবি (শাহি চালচলন)। 244) শাহানা (p. 776) śāhānā বি. সংগীতের রাতের রাগিণীবিশেষ। [ফা.]। 245) শাহি (p. 776) śāhi দ্র শাহ। 246) শাহেনশা, শাহেনশাহ (p. 776) śāhēnaśā, śāhēnaśāha বি. শাহানশাহ, রাজাধিরাজ। [দ্র শাহ্]। 247) শিউরা, শিউরানো (p. 776) śiurā, śiurānō যথাক্রমে শিহরা ও শিহরানো -র কথ্যরূপ ('তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে': রবীন্দ্র; শিউরে ওঠা)। 248) শিউলি1, (বর্জি.) শিউলী (p. 776) śiuli1, (barji.) śiulī বি. খেজুর গাছ কেটে রস সংগ্রহকারী হিন্দু জাতিবিশেষ। [দেশি]। 249) শিউলি2 (p. 776) śiuli2 বি. শেফালিকা ফুল বা তার গাছ। [সং. শেফালি-তু. প্রাকৃ. সেহালী]। ̃ তলা বি. শিউলি গাছের তলদেশ। 250) শিং (p. 776) śi বি. পশুর মাথার দীর্ঘ কঠিন ও ছুঁচলো হাড়বিশেষ, শৃঙ্গ। [সং. শৃঙ্গ]।

শিবের অসাধ্য

শিবের অসাধ্য

অলঙ্কার

  • একেবারেই অসম্ভব কাজ;
  • এমন কাজ যা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না।

শিরনি

301) শিরনি (p. 779) śirani বি. পির সত্যনারায়ণ প্রভৃতিকে নিবেদনীয় আটাময়দা চিনি-কলা প্রভৃতির মিশ্রিত ভোগ। [ফা. শীরীনী]।
302) শির-পেচ (p. 779) śira-pēca বি. পাগড়িবিশেষ। [ফা. সর্পেচ্]।
303) শির-শির (p. 779) śira-śira বি. শিহরণের ভাব (গা শিরশির করা)। [ধ্বন্যা]।
304) শিরা (p. 779) śirā বি. 1 রক্তবাহী নাড়ি, ধমনী; 2 উঁচু রেখা। [সং. √ শৃ অ + আ]। শিরায়-শিরায় ক্রি-বিণ. রক্তের প্রতিটি কোণে, রক্তের মধ্যে। ̃ ল বিণ. শিরাবহুল, শিরাবিশিষ্ট।
305) শিরিন (p. 779) śirina বিণ. 1 সুন্দর; 2 মধুর; 3 কোমল। [ফা. শীরীন্]।
306) শিরীষ1, শিরিস (p. 779) śirīṣa1, śirisa বি. আঠা। সিরিশ দ্র।
307) শিরীষ2 (p. 779) śirīṣa2 বি. বৃক্ষবিশেষ বা তার অতি কোমল ফুল। [সং. √ শৃ + ঈষ]।
308) শিরোজ (p. 779) śirōja দ্র শির2।
309) শিরো-দেশ (p. 779) śirō-dēśa বি. 1 মাথা, মস্তক; 2 শীর্ষ (পর্বতের শিরোদেশ)। [সং. শিরস্ + দেশ]।
310) শিরো-ধার্য (p. 779) śirō-dhārya বিণ. 1 মস্তকে ধারণীয়; 2 শ্রদ্ধার সঙ্গে গ্রহণীয়; 3 অবশ্য পালনীয় (জ্যেষ্ঠের উপদেশ শিরোধার্য)। [সং. শিরস্ + ধার্য]।
311) শিরো-নাম, (অসং.) শিরো-নাম (p. 779) śirō-nāma, (asa.) ṃśirō-nāma বি. 1 পত্রাদির উপরে লিখিত নাম-ঠিকানা; 2 রচনা-প্রবন্ধাদির নাম, heading. [ফা. সর্নামহ্-তু. সং. শিরস্ + নামন্]।
312) শিরোপা (p. 779) śirōpā বি. 1 পারিতোষিকরূপে প্রদত্ত উষ্ণীষ; 2 পাগড়ি; 3 পারিতোষিক। [ফা. সর-ও-পা]।
313) শিরো-ভূষণ (p. 779) śirō-bhūṣaṇa বি. 1 মাথায় পরবার অলংকার; 2 কিরীট, মুকুট, টোপর ইত্যাদি। [সং. শিরস্ + ভূষণ]।
314) শিরো-মণি, শিরো-রত্ন (p. 779) śirō-maṇi, śirō-ratna বি. 1 মাথায় ধারণীয় রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ; 3 শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি (চতুরশিরোমণি)। [সং. শিরস্ + মণি, রত্ন]।
315) শিরোরূহ (p. 779) śirōrūha বি. মাথার চুল। [সং. শিরস্ + √ রুহ্ + অ]।
316) শিরো-রোগ (p. 779) śirō-rōga বি. মাথার যন্ত্রণা, শিরঃপীড়া। [সং. শিরস্ + রোগ]।
317) শিল1 (p. 779) śila1 বি. কৃষিক্ষেত্রে পড়ে-থাকা ধান ইত্যাদি শস্য সংগ্রহ; উঞ্ছবৃত্তি। [সং. √ শিল্ + অ]। দ্র শিলোঞ্ছ।
318) শিল2 (p. 779) śila2 বি. 1 মশলাদি বাটবার শিলাপট্ট বা প্রস্তরফলক (শিলনোড়া); 2 হিমশিলা, করকা (শিল পড়া); 3 শানপাথর। [সং. শিলা]।
319) শিলা (p. 779) śilā বি. 1 প্রস্তর, পাথর (শিলান্যাস); 2 ছোটো পাথর, করকা (শিলাবৃষ্টি)। [সং. √ শিল্ + অ + আ]। ̃ জতু বি. শিলীভূত জান্তব পদার্থবিশেষ; 2 পার্বত্য উপধাতুবিশেষ, bitumen. ̃ পট্ট বি. পাথরের পাটা; মশলা বাটবার শিল। ̃ বৃষ্টি বি. বৃষ্টির সঙ্গে করকাপাত, শিলসহ বৃষ্টিপাত। ̃ রস বি. বৃক্ষবিশেষের সুগন্ধি নির্যাস, শৈলেয়। ̃ লিপি বি. পাথরে খোদিত লেখন। ̃ ময় বিণ. পাথরে গড়া, পাষাণনির্মিত।
320) শিলিং (p. 779) śili বি. গ্রেটবৃটেনের মুদ্রাবিশেষ বা মুদ্রার এককবিশেষ। [ইং. shilling]।
321) শিলীন্ধ্র (p. 779) śilīndhra বি. 1 কলাগাছ; 2 কলার মোচা; 3 ব্যাঙের ছাতা, ছত্রাক; 4 মাছবিশেষ। [সং. শিলী + √ ধৃ + অ]। শিলীন্ধ্রা বি. (স্ত্রী.) 1 কলা; 2 মাটি; 3 পক্ষিণীবিশেষ। শিলীন্ধ্রী বি. (স্ত্রী.) 1 কেঁচো; 2 মাটি; 3 স্ত্রী-ব্যাং, ভেকী; 4 পক্ষিণীবিশেষ।
322) শিলী-পদ (p. 779) śilī-pada বি. পা-ফোলা রোগ, গোদ, শ্লীপদ। [সং. শিলী (=স্তম্ভশীর্ষ) + পদ]।
323) শিলী-ভূত (p. 779) śilī-bhūta বিণ. শিলায় বা প্রস্তরে পরিণত হয়েছে এমন, প্রস্তরীভূত। [সং. শিলা + ঈ + √ ভূ + ত]।
324) শিলী-মুখ (p. 779) śilī-mukha বি. 1 বাণ, তির; 2 ভ্রমর; 3 মৌমাছি। [সং. শিলী (শল্য) + মুখ]।
325) শিলোঞ্ছ (p. 779) śilōñcha বি. কৃষকেরা ফসল কেটে নিয়ে যাবার পর খেতে যে শস্যকণা পড়ে থাকে তা সংগ্রহপূর্বক জীবনধারণ, উঞ্ছবৃত্তি। [সং. শিল + উঞ্ছ]।
326) শিল্প (p. 779) śilpa বি. 1 কারুকর্ম, কারিগরি; 2 ক্রিয়াকৌশল; 3 বিবিধ দ্রব্য নির্মাণের কাজ (চর্মশিল্প, তাঁতশিল্প), industry. [সং. √ শিল্ + প]। ̃ কলা দ্র কলা 1। ̃ কার বি. শিল্পকর্মকারী, শিল্পী, কারিগর। ̃ কৌশল বি. শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। ̃ জাত বিণ. কলকারখানায় তৈরি হয়েছে এমন (শিল্পজাত দ্রব্যের রপ্তানি)। ̃ নির্দেশক বিণ. বি. (প্রধানত সিনেমায় বা নাটকাভিনয়ে) যে ব্যক্তি শিল্প অর্থাত্ সংগীত সাজসজ্জা ইত্যাদি পরিচালনা করে, art director. ̃ বিদ্যালয় বি. শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়, আর্ট স্কুল; ইণ্ডাস্ট্রিয়াল স্কুল। ̃ শালা বি. 1 কারখানা; 2 কারিগরি কর্মশালা, workshop; 3 স্টুডিয়ো। শিল্পায়ন বি. শিল্প-রূপায়ণ, শিল্পসুলভ রূপদান। শিল্পিক, শৈল্পিক বিণ. শিল্পী-সম্বন্ধীয়; শিল্পগত (শৈল্পিক উত্কর্ষ)। শিল্পিত বিণ. শিল্পে পরিণত (‘গদ্যকে শিল্পিত করা যায়’: রবীন্দ্র)। শিল্পী (-ল্পিন্) বি. বিণ. 1 কারিগর; 2 আর্টিস্ট, সংগীত চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা।
327) শিশ-মহল (p. 779) śiśa-mahala বি. কাচনির্মিত বাড়ি। [ফা. শীশমহল]।
328) শিশা (p. 779) śiśā বি. কাচ। [ফা. শীসহ্]।
329) শিশি (p. 779) śiśi বি. কাচের তৈরি ছোটো বোতল। [ফা. শীসহ্ + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।
330) শিশিক্ষু (p. 779) śiśikṣu বি. (অপ্র.) শিক্ষার্থী; ছাত্র। [সং. √ শিক্ষ্ + সন্ + উ]।
331) শিশির (p. 779) śiśira বি. 1 নীহার, হিম, নিশাজল (শিশিরধৌত, শিশিরবিন্দু); 2 তুষার; 3 শীতকাল। [সং. √ শশ্ + ইর]।̃ ধৌত, ̃ স্নাত বিণ. শিশিরে ভেজা।
332) শিশু1 (p. 779) śiśu1 বি. শিংশপা গাছ বা তার কাঠ। [সং. শিংশপা]।
333) শিশু2 (p. 779) śiśu2 বি. 1 অতি অল্পবয়স্ক বা আট বত্সরের অনধিকরস্ক বালক বা বালিকা; 2 শাবক (ছাগশিশু)। ☐ বিণ. (বাং.) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)। [সং. √ শো + উ]। ̃ কাল বি. বাল্য, শৈশব। ̃ পালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। ☐ বি. শিশুর স্বভাব। ̃ রোগ বি. শিশুদের অসুখ। ̃ সাহিত্য বি. শিশুদের জন্য রচিত সাহিত্য। ̃ সুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি। ̃ হৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়। ☐ বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট।
334) শিশুক (p. 779) śiśuka বি. জলজন্তুবিশেষ, শুশুক। [সং. শিশু + ক]।
335) শিশু-পাল (p. 779) śiśu-pāla বি. কৃষ্ণ কর্তৃক নিহত চেদিবংশীয় নৃপতি। [সং. শিশু + √ পালি + অ]।
336) শিশু-মার (p. 779) śiśu-māra বি. শুশুক। [সং. শিশু + √ মারি + অ, তু. ফা. সূস্মার]।
337) শিশুরোগ, শিশুসাহিত্য (p. 779) śiśurōga, śiśusāhitya দ্র শিশু।
338) শিশ্ন (p. 779) śiśna বি. পুংজননেন্দ্রিয়, লিঙ্গ। [সং. √ শশ্ + ন]। শিশ্নোদর-পরায়ণ বিণ. কামপ্রবৃত্তি ও উদরের তৃপ্তিই যার একমাত্র লক্ষ্য।
339) শিষ (p. 779) śiṣa বি. 1 শস্যমঞ্জরি, ধান্যাদির শীর্ষ (ধানের শিষ, যবের শিষ); 2 প্রদীপের শিখা (হারিকেনের শিষ উঠছে); 3 পেনসিলের ডগার লেড। [সং. শীর্ষ]।
340) শিষ্ট (p. 779) śiṣṭa বিণ. 1 ভদ্র (শিষ্ট সমাজ, শান্তশিষ্ট, শিষ্ট ব্যবহার); 2 সুশীল, সুবোধ; 3 নীতিমান; 4 শিক্ষিত; 5 মার্জিত (শিষ্ট ভাষা)। [সং. √ শাস্ + ত]। স্ত্রী. শিষ্টা। ব. ̃ তা। শিষ্টাচার বি. ভদ্র ব্যবহার; লৌকিকতা।
341) শিষ্য (p. 779) śiṣya বি. 1 ছাত্র; 2 চেলা; 3 নির্দিষ্ট কারও মতাবলম্বী ব্যক্তি বা ভক্ত (গান্ধির শিষ্য)। [সং. √ শাস্ + য]। স্ত্রী. শিষ্যা। ̃ ত্ব বি. শিষ্যের ভাব বা পদ।
342) শিস (p. 779) śisa বি. ঠোঁট ও জিভের সাহায্যে উত্পন্ন বাঁশির মতো শব্দ। [ধ্বন্যা]।
343) শিহর (p. 779) śihara বি. (মূলত কাব্যে) রোমাঞ্চ বা কম্পন, শিহরন। [শিহরন দ্র]।
344) শিহরন, (বর্জি.) শিহরণ (p. 779) śiharana, (barji.) śiharaṇa বি. 1 রোমাঞ্চ; 2 কম্পন (‘দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন’: জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]।
345) শিহরা (p. 779) śiharā ক্রি. রোমাঞ্চিত হওয়া; কাঁপা। [শিহরন দ্র]। ̃ নো ক্রি. বি. রোমাঞ্চিত হওয়া বা করা; কাঁপা বা কাঁপানো।
346) শীকর (p. 779) śīkara বি. 1 বাতাসে চালিত জলকণা; 2 জলকণা বা জলবিন্দু (শীকরবর্ষণ)। [সং. √ শীক্ + অর]।
347) শীঘ্র (p. 779) śīghra ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে (শীঘ্র এসো)। ☐ বিণ. দ্রুত, ত্বরিত (শীঘ্রগতি, শীঘ্রগামী)। [সং. √ শিঘ্ + র]। বি. ̃ তা। ̃ তা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী।
348) শীত (p. 779) śīta বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। ☐ বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত (‘শীত চন্দনপঙ্কে’: রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ̃ কাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ̃ কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ̃ তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ̃ তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ̃ প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)। ̃ বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ – শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম।
349) শীতক (p. 779) śītaka বি. রেফ্রিজারেটার। [সং. শীত + ক]।
350) শীৎকার (p. 779) śīt-kāra বি. 1 নারীর যৌন সংগমকালীন ধ্বনি, ইস্ এই শব্দ; 2 শিহরন। [সং. শীত্ (ধ্বন্যা.) + √ কৃ + অ]।

শিংশপা

251) শিংশপা (p. 776) śiṃśapā বি. শিশুগাছ। [সং. শিশ্ + পা + অ]।
252) শিক (p. 776) śika বি. 1 ছড়, লোহা বা কাঠের সরু দীর্ঘ দণ্ড (ছাদ ঢালাইয়ের জন্য লোহার শিক); 2 গরাদ (জানালার শিক); 3 শলাকা, শূল (শিককাবাব)। [ফা. সীখ্]। ̃ কাবাব বি. লোহার সরু শলাকায় বিদ্ধ করে ঝলসে প্রস্তুত মাংসের খাবারবিশেষ।
253) শিককাবাব (p. 776) śikakābāba দ্র শিক।
254) শিকড় (p. 776) śikaḍ় বি. বৃক্ষাদির মূল। [দেশি]। শিকড় গাড়া ক্রি. বি. (আল.) অনড়ভাবে প্রতিষ্ঠিত হওয়া, কোথাও পাকাপাকিভাবে অবস্হান করা।
255) শিকনি (p. 776) śikani বি. নাসারন্ধ্র থেকে নির্গত শ্লেষ্মা, নাকের পোঁটা, পোঁটা। [< সং. শিঙঘাণ]। 256) শিকল, (কথ্য ও কাব্যে) শিকলি (p. 776) śikala, (kathya ō kābyē) śikali বি. শৃঙ্খল; নিগড় (শিকলে বাঁধা)। [সং. শৃঙ্খল]। 257) শিকস্ত (p. 776) śikasta বি. পাকা হাতের টানা লেখা। [ফা. শিকস্ত্]। 258) শিকা, (কথ্য) শিকে (p. 776) śikā, (kathya) śikē বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)। 259) শিকায়ত, শিকায়েত (p. 776) śikāẏata, śikāẏēta বি. 1 দোষারোপ; 2 নিন্দা; 3 অভিযোগ, নালিশ। [আ. শিকায়ত্]। 260) শিকার (p. 776) śikāra বি. 1 অস্ত্রাদির সাহায্যে স্বাধীনভাবে বিচরণকারী জীবজন্তু হত্যা, মৃগয়া; 2 মৃগয়ালব্ধ প্রাণী (সারাদিনে একটিও শিকার জুটল না); 3 (আল.) হত্যা লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য, নিরীহ ব্যক্তি, victim (গুণ্ডামির শিকার)। [ফা. শিকার্]। শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে। 261) শিক্ষক (p. 776) śikṣaka বিণ. বি. শিক্ষাদাতা, অধ্যাপক, গুরু, উপদেষ্টা, মাস্টার। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অক]। স্ত্রী. শিক্ষিকা। ̃ তা বি. শিক্ষকের বৃত্তি বা পদ। 262) শিক্ষণ (p. 776) śikṣaṇa বি. 1 শিক্ষাগ্রহণ, অধ্যয়ন; [সং. √ শিক্ষ্ + অন]; 2 শিক্ষাদান, হাতে-কলমে শিক্ষার ব্যবস্হা (শিক্ষকশিক্ষণ, শারিরশিক্ষণ)। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অন]। শিক্ষণীয় বিণ. শেখবার বা শিখাবার যোগ্য, শিখিতব্য। 263) শিক্ষয়িতা (p. 776) śikṣaẏitā (-তৃ) বিণ. শিক্ষাদাতা, শিক্ষক। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. শিক্ষয়িত্রী। 264) শিক্ষা (p. 776) śikṣā বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ। [সং. √ শিক্ষ্ + অ + আ]। ̃ কর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা। ̃ কেন্দ্র বি. শিক্ষাদান ও গ্রহণের স্হান। ̃ গুরু, ̃ দাতা (-তৃঃ বি. শিক্ষক। ̃ দীক্ষা বি. 1 শাস্ত্রাদি অধ্যয়ন ও মন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়া ও স্বভাব। ̃ ধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন। ̃ নবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে। ̃ প্রণালী বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি। ̃ বিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন। ̃ ব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন। ̃ মূলক বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ। ̃ য়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি। শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন। স্ত্রী. শিক্ষিতা। 265) শিখ (p. 776) śikha বি. গুরু নানক-প্রবর্তিত ধর্ম অবলম্বনকারী জাতি বা সম্প্রদায়বিশেষ। [গুরু. শিখ < সং. শিষ্য]। 266) শিখণ্ড, শিখণ্ডক (p. 776) śikhaṇḍa, śikhaṇḍaka বি. 1 ময়ূরপুচ্ছ; 2 শিখা, চূড়া; 3 কাকপক্ষ, জুলপি। [সং. শিখিন্ + √ অম্ + ড, + ক]। শিখণ্ডিক বি. মোরগ। শিখণ্ডী (-ণ্ডিন্) বি. 1 ময়ূর; 2 (মহাভারতে) দ্রুপদরাজের পুত্র; 3 (আল.) যার আড়ালে থেকে অন্যায় কাজ করা হয়। ☐ বিণ. শিখণ্ডযুক্ত। স্ত্রী. শিখণ্ডিনী। 267) শিখর (p. 776) śikhara বি. 1 চূড়া, শীর্ষদেশ, উপরিভাগ; 2 পর্বতশৃঙ্গ। [সং. শিখা + অর]। শিখরিণী বিণ. (স্ত্রী.) শিখরযুক্তা। ☐ বি. 1 উত্তমা স্ত্রী; 2 সংস্কৃত ছন্দবিশেষ। শিখরী (-রিন্) বিণ. শিখরযুক্ত, তীক্ষ্ণ অগ্রবিশিষ্ট, pointed. ☐ বি. 1 পর্বত; 2 পার্বত্য দুর্গ; 3 বৃক্ষ। 268) শিখা1 (p. 776) śikhā1 বি. 1 চূড়া, শীর্ষদেশ; 2 টিকি (শিখাবন্ধন); 3 আগুনের শিষ (অগ্নিশিখা, দীপশিখা)। [সং. √ শী + খ + আ]। 269) শিখা2 (p. 776) śikhā2 দ্র শেখা। 270) শিখিধ্বজ, শিখিবাহন (p. 776) śikhidhbaja, śikhibāhana দ্র শিখী। 271) শিখী (p. 776) śikhī (-খিন্) বি. ময়ূর। [সং. শিখা1 + ইন্]। স্ত্রী. শিখিনী। শিখি-ধ্বজ, শিখি-বাহন বি. দেবসেনাপতি কার্তিকেয়। 272) শিঙা, (বর্জি.) শিঙ্গা, (কথ্য) শিঙে (p. 776) śiṅā, (barji.) śiṅgā, (kathya) śiṅē বি. ফুঁ দিয়ে বাজাবার জন্য শিং-এর তৈরি বা শিং-এর আকারবিশিষ্ট ধাতুনির্মিত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. শৃঙ্গ]। ̃ দার বি. যে শিঙা বাজায়। শিঙা ফোঁকা ক্রি. বি. (আল.) মরে যাওয়া। 273) শিঙাড়া (p. 776) śiṅāḍ়ā বি. 1 পানিফল; 2 মশলামিশ্রিত আলু কপি প্রভৃতির পুর দেওয়া এবং তেল-ঘি প্রভৃতিতে ভাজা তেকোনা খাবারবিশেষ। [সং. শৃঙ্গাটক]। 274) শিঙি, (বর্জি.) শিঙ্গি (p. 776) śiṅi, (barji.) śiṅgi বি. মাথায় সরু দাঁড়াওয়ালা মাগুরজাতীয় জিয়লমাছবিশেষ। [সং. শৃঙ্গী]। 275) শিঙ্গার (p. 776) śiṅgāra বি. নায়ক-নায়িকার বেশবিন্যাস বা মিলনসজ্জা। [সং. শৃঙ্গার]। 276) শিঞ্জন, শিঞ্জিত1 (p. 776) śiñjana, śiñjita1 বি. নূপুর ইত্যাদির শব্দ, ভূষণধ্বনি। [সং. √ শিঞ্জ্ + অন, ত]। 277) শিঞ্জা (p. 776) śiñjā বি. নূপুর বা অনুরূপ অলংকারের ধ্বনি। [সং. √ শিঞ্জ্ + অ + আ]। 278) শিঞ্জিত2 (p. 776) śiñjita2 বিণ. মুখর, শব্দকারী ('নূপরশিঞ্জিত পদ': রবীন্দ্র)। [সং. শিঞ্জা + ইত]। 279) শিঞ্জিনী (p. 776) śiñjinī বি. 1 নূপুর; 2 ধনুর্গুণ। [সং. √শিঞ্জ্ + ইন্ + ঈ]। 280) শিটা, (কথ্য) শিটে (p. 776) śiṭā, (kathya) śiṭē বি. গাদ, কাইট, গাঁজ, গ্যাঁজলা, ফেনা। [দেশি-তু. সং. শিষ্ট (অবশিষ্ট)]। 281) শিতি (p. 776) śiti বি. 1 শুক্ল বর্ণ, সাদা; 2 কৃষ্ণ বা নীল বর্ণ। ☐ বিণ. 1 শুক্ল; 2 নীল বা কৃষ্ণ (শিতিকণ্ঠ)। [সং. √ শি + তি]। ̃ কণ্ঠ বি. 1 শিব; 2 ময়ূর। 282) শিথান (p. 776) śithāna বি. 1 শিখরদেশ ('কেশরাশি শিথান ঢাকি পড়েছে ভারে ভারে': রবীন্দ্র); 2 মাথার বালিশ ('পিরীতি শিথান সাথে': চণ্ডী)। [< সং. শিরঃস্হান]। 283) শিথিল (p. 776) śithila বিণ. 1 শ্লথ, লোল (শিথিল চর্ম); 2 আলুলায়িত (শিথিল কবরী); 3 বিস্রস্ত, আলুথালু, এলোমেলো ('শিথিল বেশবাস'); 4 আলগা, ঢিলা, প্রায় বিচ্যুত (বিশ্বাস শিথিল হওয়া, ভক্তি শিথিল হওয়া); 5 অবসন্ন, ক্লান্ত (শিথিলদেহ); 6 মন্হর, অলস (শিথিল গতি)। [সং. √ শ্লথ্ + ইল অথবা √ শ্রথ্ + ইর, র = ল]। বি. ̃ তা। 284) শিপ্রা (p. 776) śiprā বি. উজ্জয়িনীতে প্রবাহিত চম্বল নদীর শাখাবিশেষ। [সং. √ শি + রক্ + আ (নি.)]। 285) শিফন (p. 776) śiphana বি. মিহি বস্ত্রবিশেষ। [ইং. chiffon]। 286) শিব (p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। ☐ বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 287) শিবিকা (p. 776) śibikā বি. পালকি। [সং. শিবি (√ শিব্ + ই) + অক + আ]। 288) শিবির (p. 776) śibira বি. 1 ছাউনি, তাঁবু; 2 সেনানিবাস। [সং. √ শী + ইর]। 289) শিবেতর (p. 776) śibētara দ্র শিব। 290) শিম (p. 776) śima বি. বিন ও কড়াইশুঁটিজাতীয় সবজিফলবিশেষ। [সং. শিম্ব]। 291) শিমূল (p. 776) śimūla বি. একরকম তুলোর গাছ বা তার ফুল, শাল্মলী। [সং. শিম্বলী]। 292) শিম্পাঞ্জি (p. 776) śimpāñji বি. গরিলার চেয়ে ছোটো কালো লোমশ আফ্রিকার বানরবিশেষ। [ইং. chimpanzee]। 293) শিম্ব, শিম্বি, শিম্বিকা, শিম্বী (p. 776) śimba, śimbi, śimbikā, śimbī বি. শিম; শিমগাছ। [সং. √ শিম্ + ব. +ই, ক + আ, +ঈ]। 294) শিয়র (p. 776) śiẏara বি. 1 শয়নকারীর শীর্ষদেশ বা মাথার দিক ('শয়নশিয়রে প্রদীপ নিবেছে': রবীন্দ্র); 2 (আল.) সন্নিকট, খুবই নিকট (শিয়রে শমন)। [সং. শয্যা > শিয > শিয়র]। শিয়রে শমন মরণ ঘনিয়ে এসেছে এমন অবস্হা।
295) শিয়া (p. 776) śiẏā বি. চতুর্থ খলিফা আলির অনুগামী মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শিআহ্]।
296) শিয়া-কুল (p. 776) śiẏā-kula বি. বুনো কাঁটাগাছবিশেষ। [সং. শৃগালকোলি]।
297) শিয়াল (p. 779) śiẏāla বি. ছুঁচলো মুখ এবং মোটা ও লোমশ লেজযুক্ত ভীরু নিশাচর মাংসাশী প্রাণীবিশেষ। [সং. শৃগাল]। ̃ কাঁটা বি. বুনো কাঁটাগাছবিশেষ, শিয়াকুল। ̃ পণ্ডিত বি. (রূপকথা থেকে) যে ব্যক্তি মূর্খ কিন্তু অতি চতুর।
298) শির1 (p. 779) śira1 বি. 1 রগ, রক্তবহা নাড়ি (হাত-পায়ের শির); 2 উঁচু রেখা (পাতার শির)। [সং. শিরা]। ̃ তোলা বিণ. উঁচু উঁচু রেখা জেগে আছে এমন (শিরতোলা হাত-পা, শিরতোলা পাতা)।
299) শির2, শিরঃ (p. 779) śira2, śirḥ (-রস্) বি. 1 মস্তক, মাথা (‘উন্নত কর শির’); 2 শীর্ষ, চূড়া, উপরিভাগ। [সং. √ শ্রি + অস্]। শিরঃপীড়া, শিরঃশূল বি. 1 মাথার যন্ত্রণা, মাথা-ধরা; 2 (আল.) দুশ্চিন্তা বা উদ্বেগের বিষয়। শিরদাঁড়া দ্র শিরদাঁড়া। শিরশ্ছেদ, শিরশ্ছেদন বি. মাথা কেটে ফেলা। শিরশিজ বি. মাথার চূল। শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ বি. 1 মাথাকে বাঁচাবার জন্য বর্ম, helmet; 2 পাগড়ি, উষ্ণীষ, টুপি। শিরোজ বি. চুল, কেশ।
300) শির-দাঁড়া (p. 779) śira-dān̐ḍ়ā বি. মেরুদণ্ড। [সং. শিরস্ + দণ়্ড]।

শীতল

351) শীতল (p. 779) śītala বিণ. 1 ঠাণ্ডা, হিমযুক্ত (শীতল জল, শীতল বায়ু); 2 শান্তিপ্রাপ্ত, উদ্বেগরহিত, উত্তেজনাহীন, তৃপ্ত (‘তৃষিত এ প্রাণ করবি শীতল’ র. সে.); 3 ঠাণ্ডা ও বাসি (শীতলষষ্ঠী)। ☐ বি. (বাং.) গৃহস্হের শান্তিকামনায় দেবতাকে প্রদেয় সায়ংকালীন ভোগ (দেবীর শীতল)। [সং. শীত + ল]। বি. ̃ তা। ̃ পাটি বি. ঠাণ্ডা মসৃণ এবং সেইজন্য আরামদায়ক মাদুরবিশেষ।
352) শীতলা (p. 779) śītalā বি. বসন্তরোগের অধিষ্ঠাত্রী দেবী। ☐ বিণ. শীতযুক্তা (শীতলা ধরিত্রী)। [সং. শীতল + আ]। ̃ খোলা, ̃ তলা বি. বারোয়ারি শীতলাপূজার স্হান।
353) শীতাংশু (p. 779) śītāṃśu বি. চাঁদ, চন্দ্র। [সং. শীত + অংশু]।
354) শীতাগম, শীতাতপ, শীতাধিক্য, শীতার্ত, শীতোষ্ণ (p. 781) śītāgama, śītātapa, śītādhikya, śītārta, śītōṣṇa দ্র শীত।
355) শীধু (p. 781) śīdhu বি. 1 মধু; 2 আখের রস দিয়ে প্রস্তুত মদ। [সং. √ শী + ধু]।
356) শীর্ণ (p. 781) śīrṇa বিণ. কৃশ, রোগা, ক্ষীণ (শীর্ণ দেহ, শীর্ণ দুটি হাত; শীর্ণচন্দ্র)। [সং. √ শৃ + ত]। স্ত্রী. শীর্ণা। বি. ̃ তা।
357) শীর্ষ (p. 781) śīrṣa বি. 1 মস্তক (শীর্ষচ্ছেদ); 2 চূড়া (পর্বতশীর্ষ); 3 উপরিভাগ (শীর্ষদেশ); 4 উপরে লিখিত নাম; 5 অগ্রভাব, আগা; 6 সর্বোচ্চ বা প্রধান স্হান (তার নাম সবার শীর্ষে); 7 (গণি.) ত্রিভুজের কোণের প্রান্তবিন্দু। [সং. √ শ্রি + অস্ = শিরঃ > শীর্ষ]। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদে শীর্ষ -শব্দের রূপ (শিক্ষাসংস্কারশীর্ষক প্রবন্ধ)। ̃ নাম বি. শিরোনাম, heading. ̃ স্হান বি. 1 মস্তক; 2 উপরিভাগ; 3 প্রথম বা প্রধান স্হান। ̃ স্হানীয় বিণ. 1 মস্তকোপরি বা শীর্ষে অবস্হিত বা অবস্হানের যোগ্য; 2 প্রধান (শীর্ষস্হানীয় নেতা)। স্ত্রী. ̃ স্হানীয়া। শীর্ষাসন বি. মাথা নীচের দিকে এবং পা উপরের দিকে থাকে এমন অবস্হানযুক্ত যোগাসনবিশেষ।
358) শীল (p. 781) śīla বি. 1 স্বভাব, চরিত্র, আচার-আচরণ, রীতিনীতি (কুলশীল); 2 কৌলীন্য, মর্ষাদা (শীল-মান); 3 সত্ স্বভাব (শীলযুক্ত)। ☐ বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদে) স্বভাববিশিষ্ট; নিরত; উন্মুখ (দানশীল, উন্নয়নশীল, বিকাশশীল)। [সং. √ শীল্ + অ]। বি. ̃ তা (দানশীলতা, উন্নয়নশীলতা)। পৃথক শব্দ হিসাবে শীলতা স্বল্পব্যবহৃত।
359) শীলন (p. 781) śīlana বি. চর্চা, অনুশীলন, অভ্যাস। [সং. √ শীল্ + অন]।
360) শীলিত (p. 781) śīlita বিণ. অনুশীলন বা চর্চা করা হয়েছে এমন। [সং. √ শীল্ + ত]।
361) শুঁকা, শোঁকা (p. 781) śun̐kā, śōn̐kā ক্রি. ঘ্রাণ নেওয়া, গন্ধ নেওয়া (গন্ধ শুঁকছে)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ শিঙঘ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ঘ্রাণ বা গন্ধ নেওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে।
362) শুঁটকি (p. 781) śun̐ṭaki দ্র শুঁটকা।
363) শুঁটকো (p. 781) śun̐ṭakō বিণ. শুষ্ক ও শীর্ণ। [< সং. শুষ্ক]। শুঁটকি বিণ. 1 শুঁটকো; 2 শুকানো হয়েছে এমন (শুঁটকি মাছ)। ☐ বি. শুকানো মাছ। 364) শুঁটি (p. 781) śun̐ṭi বি. লম্বা বীজপুট বা বীজকোষ (কলাইশুঁটি)। [দেশি]। 365) শুঁঠ (p. 781) śun̐ṭha বি. শুকানো আদা। [সং. শুণ্ঠি]। 366) শুঁড় (p. 781) śun̐ḍ় বি. পশুবিশেষের লম্বা ও গোলাকার মুখ বা নাক (হাতির শুঁড়, কচ্ছপের শুঁড়)। [সং. শুণ্ড]। 367) শুঁড়ি1 (p. 781) śun̐ḍ়i1 বিণ. শুঁড়ের মতো লম্বা ও সরু (শুঁড়ি পথ)। [বাং. শুঁড় + ই]। 368) শুঁড়ি2 (p. 781) śun̐ḍ়i2 বি. মদ্য বিক্রেতা, শৌণ্ডিক; হিন্দু সম্প্রদায়বিশেষ। [সং. শৌণ্ডিক]। শুঁড়ির সাক্ষী মাতাল (আল.) অসত্ ব্যক্তি কেবল অসত্ ব্যক্তিকেই সমর্থন করে। 369) শুঁয়া, (কথ্য) শুঁয়ো (p. 781) śum̐ẏā, (kathya) śum̐ẏō বি. অতি সূক্ষ্ম লোমের মতো পদার্থ বা অঙ্গবিশেষ, শুক (যবের শুঁয়া)। [সং. শুঙ্গ]। ̃ পোকা বি. শুয়াঁযুক্ত কীটবিশেষ, শূককীট, প্রজাপতির প্রথম রূপ। 370) শুক1 (p. 781) śuka1 বি. 1 টিয়াপাখি; 2 রূপকথায় বর্ণিত পাখিবিশেষ (শুকশারি); ময়নাপাখি। [সং. √ শুভ্ + ক]। 371) শুক2 (p. 781) śuka2 বি. শুক্র, শুক্রগ্রহ। [সং. শুক]। ̃ তারা বি. সূর্যোদয়ের পূর্বে পূর্বাকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যে জ্যোতিষ্ক দীপ্তি পায়, শুক্রগ্রহ। 372) শুকদেব (p. 781) śukadēba বি. ব্যাসদেবের ব্রহ্মচারী পুত্র। 373) শুক-নাস (p. 781) śuka-nāsa বিণ. টিয়া পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণ ও বাঁকানো নাকবিশিষ্ট। [সং. শুক + নাস]। 374) শুকনো (p. 781) śukanō বিণ. 1 শুষ্ক (শুকনো জামা); 2 রসহীন, মাধুর্যহীন (শুকনো চেহারা); 3 মলিন, বিষণ্ণ (শুকনো মুখ); 4 অসার, ফাঁকা (শুকনো কথা)। [সং. শুষ্ক]। শুকনো কথায় চিঁড়ে ভেজে না (আল.) কেবল মুখের কথায় কাজ উদ্ধার হয় না। 375) শুক-শিমা (p. 781) śuka-śimā বি. আলকুশি গাছ। [সং. শূকশিম্বা]। 376) শুকা2 (p. 781) śukā2 ক্রি. শুকানো। [সং. শুষ্ক + বাং. আ]। ̃ নো, শুকোনো ক্রি. বি. 1 শুষ্ক করা বা হওয়া; 2 শীর্ণ হওয়া (ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে); 3 (ক্ষতাদি সম্পর্কে) আরোগ্য হওয়া (ঘা শুকানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। 377) শুক্ত, শুক্তো, (আঞ্চ.) শুক্তনি (p. 781) śukta, śuktō, (āñca.) śuktani বি. কাঁচা কলা পেঁপে উচ্ছে প্রভৃতি সহযোগে প্রস্তুত তিক্তাস্বাদ ব্যঞ্জনবিশেষ। [সং. শুক্ত]। 378) শুক্তি, শুক্তিকা (p. 781) śukti, śuktikā বি. ঝিনুক। [সং. √ শুচ্ + তি, ক + অ]। শুক্তিজ, শুক্তি-বীজ বি. মুক্তো। 379) শুক্র (p. 781) śukra বি. 1 গ্রহবিশেষ, শুকতারা; 2 দৈত্যগুরু শুক্রাচার্য; 3 সপ্তাহের বারবিশেষ; 4 রেতঃ, বীর্য। [সং. √ শুচ্ + র]। ̃ বার বি. সপ্তাহের ষষ্ঠ দিন, শুক্রাচার্য এই দিনের অধিদেবতা। শুক্রাচার্য বি. দৈত্যগুরু। 380) শুক্ল (p. 781) śukla বি. শ্বেত বর্ণ। ☐ বিণ. 1 শ্বেতবর্ণবিশিষ্ট, শুভ্র, ধবল, সাদা; 2 পবিত্র, নির্মল। [সং. √ শুক্ + ল (নি.)]। ☐ বি. ̃ তা, ̃ ত্ব। ̃ পক্ষ বি. পূর্ণিমা তিথিতে যে-পক্ষের অবসান হয়। 381) শুখা, (কথ্য) শুখো (p. 781) śukhā, (kathya) śukhō বিণ. 1 শুষ্ক, নীরস (শুখা ফল); 2 খোরপোষ-বর্জিত (শুখা মাইনের কাজ)। ☐ বি. 1 অনাবৃষ্টি; 2 যে-রোগে শিশু ক্রমেই শুকোতে থাকে; 3 চুন-মাখানো শুকনো তামাক-পাতা, খইনি। ☐ ক্রি. শুষ্ক হওয়া, শুকনো ('একে একে শুখাইছে ফল এবে': মধু.)। [সং. শুষ্ক]। ̃ রুখা বিণ. শুষ্ক ও নীরস। শুখারুখার সময় গরমের দিন, গ্রীষ্মকাল। 382) শুঙ্গ, শুঙ্গা (p. 781) śuṅga, śuṅgā বি. শুঁয়া, শূক। [সং. শৃঙ্গ, শৃ=শূ, ঙ্গা]। 383) শুচি (p. 781) śuci বিণ. 1 পবিত্র (শুচি বস্ত্র, শুচি মন); 2 শুদ্ধ; 3 নির্মল, পরিষ্কার; 4 নির্দোষ; 5 শুভ্র। [সং. √ শুচ্ + ই]। বি. ̃ তা ('শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে': স. দ.)। ̃ বাই, ̃ বায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ। ̃ স্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত ('শুচিস্মিত তার গান': বিষ্ণু.)। স্ত্রী. ̃ স্মিতা। 384) শুজনি (p. 781) śujani বি. চিত্রবিচিত্র ও মোটা বিছানার চাদরবিশেষ। [সং. শয্যা + বাং. নি]। 385) শুটকি (p. 781) śuṭaki বিণ. বি. অত্যন্ত কৃশকায় ও লাবণ্যহীনা (শুটকি চেহারার মেয়ে)। [দেশি]। 386) শুটকো (p. 781) śuṭakō বিণ. বাসি শুকনো ও মিয়নো (শুটকো ফল)। [দেশি-তু. সং. শুণ্ঠ]। দ্র শুঁটকো। 387) শুণ্ঠি (p. 781) śuṇṭhi বি. শুকনো আদা, শুঁঠ। [সং. √ শুণ্ঠ্ + ই]। 388) শুণ্ড (p. 781) śuṇḍa বি. শুঁড়। [সং. √ শুণ্ড্ + অ]। শুণ্ডা বি. (স্ত্রী.) 1 হাতির শুঁড়; 2 জলহস্তিনী; 3 মদ। মুণ্ডী (-ণ্ডিন্) বি. 1 হাতি; 2 শুঁড়ি, শৌণ্ডিক। 389) শুদ্ধ (p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। ☐ বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। ☐ বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 390) শুধরানো (p. 781) śudharānō ক্রি. বি. সংশোধন করা, দোষ মুক্ত করা বা হওয়া (লেখাটা শুধরে দাও, ছেলেটার স্বভাবটা শোধরাল না, সে নিজেকে অনেকটা শুধরে নিয়েছে)। [< সং. √ শুধ্]। 391) শুধা1 (p. 781) śudhā1 ক্রি. (ঋণাদি) পরিশোধ করা ('শুধেছি কঠিন ঋণ': রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শুধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. পরিশোধ করানো। 392) শুধা2, সুধা (p. 781) śudhā2, sudhā ক্রি. জিজ্ঞাসা করা ('শুধাইলা তারে')। [> হি. √ সুধা]। ̃ নো ক্রি. বি. জিজ্ঞাসা করা (এ প্রশ্ন আমাকে শুধিয়ো না)।
393) শুধু (p. 781) śudhu বিণ. শূন্য, খালি (শুধু-চোখে দেখা, শুধু-হাতে লড়াই)। ☐ বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. কেবল (শুধু জল আর জল, শুধু বসব)। [সং. শুদ্ধ]। ̃ শুধু, শুধা-শুধি ক্রি-বিণ. অকারণে, বৃথা।
394) শুন, শুনক (p. 781) śuna, śunaka বি. কুকুর। [সং. √ শুন্ + অ, ক]। স্ত্রী. শুনী।
395) শুন-শান (p. 781) śuna-śāna বিণ. 1 ফাঁকা, নির্জন; 2 নিঃশব্দ, নীরব, আওয়াজহীন (চারদিক শুনশান হয়ে গেছে)। [হি. সুনসান]।
396) শুনা, শোনা (p. 781) śunā, śōnā ক্রি. বি. 1 শ্রবণ করা, কর্ণগোচর হওয়া (শুনতে পায়নি, গান শুনছিল); 2 (আদেশ-নির্দেশাদি) পালন করা বা মান্য করা (আমার কথা শোনে না)। ☐ বিণ. শ্রুত (শোনা গল্প)। [সং. √ শ্রু > বাং. শুন্]। শোনা কথা 1 শ্রুত কথা; 2 যে-ঘটনাদি কেবল লোকমুখে শ্রুত হয়েছে কিন্তু তা সত্য কি না জানা যায়নি। কথা শোনা ক্রি. বি. 1 আদেশাদি পালন বা মান্য করা; 2 ভর্ত্ সনাবাক্য শোনা বা তিরস্কৃত হওয়া (এর জন্যে উপরওয়ালার কাছে আমাকে কথা শুনতে হবে)। ̃ নো ক্রি. বি. 1 শ্রবণ করানো; 2 পালন করানো বা মান্য করানো; 3 অপ্রিয় কথা বলা (তাকে সেদিন খুব শুনিয়ে এসেছি)। কথা শোনানো ক্রি. বি. 1 আদেশাদি পালন করানো; 2 ভর্ত্ সনা করা।
397) শুনানি (p. 781) śunāni বি. বিচারক কর্তৃক বাদী ও প্রতিবাদীর বক্তব্য শোনা, hearing. [বাং. শুনা + আনি]।
398) শুনী (p. 781) śunī দ্র শুন।
399) শুবা, শুবে (p. 781) śubā, śubē বি. সন্দেহ, সংশয়। [আ. শুবহ্]।
400) শুভ (p. 781) śubha বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। ☐ বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। ☐ বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকররচিত গণিতশাস্ত্র। ̃ দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ – শুভকাল ও শুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে ‘রাত্রি মঙ্গলজনক হোক’ এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী। শুভানন বিণ. সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা। শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গল ও অমঙ্গল।

শুভ্র

401) শুভ্র (p. 781) śubhra বিণ. সাদা, শ্বেত, শুল্ক, ধবল। [সং. √ শুভ্ + র]। স্ত্রী. শুভ্রা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কেশ বিণ. পাকাচুলওয়ালা (শুভ্রকেশ বৃদ্ধ)। ☐ বি. পাকা চুল। শুভ্রাংশু বি. চন্দ্র।
402) শুমার (p. 781) śumāra বি. গণনা (আদমশুমার)। [ফা. শুমার্]।
403) শুম্ভ-নিশুম্ভ (p. 783) śumbha-niśumbha বি. শুম্ভ ও নিশুম্ভ নামে দুর্গার সঙ্গে যুদ্ধে নিহত অসুর-ভ্রাতৃদ্বয়।
404) শুয়া, শোয়া (p. 783) śuẏā, śōẏā ক্রি. শয়ন করা (এখন শুয়েছ কেন?)। ☐ বি. উক্ত অর্থে (শোয়া-বসার জায়গা)। ☐ বিণ. শুয়ে আছে এমন (শোয়া লোকটি)। [সং. √ শী + বাং. আ]। ̃ নো ক্রি. শয়ন করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। শোয়া-বসা বি. 1 শোয়া এবং বসা; 2 (আল.) বসবাস।
405) শুয়ার, (কথ্য) শুয়োর (p. 783) śuẏāra, (kathya) śuẏōra বি. শূকর। [প্রাকৃ. সূঅর < সং. শূকর]। 406) শুরু (p. 783) śuru বি. আরম্ভ, সূচনা, গো়ড়া (কাজ শুরু করা, শুরুতেই গোলমাল)। [আ. শুরু]। 407) শুরুয়া (p. 783) śuruẏā বি. মাংসাদির ঝোল বা ক্বাথ। [ফা. শোর্ওয়া]। 408) শুলফা, (কথ্য) শুলফো (p. 783) śulaphā, (kathya) śulaphō বি. মৌরিজাতীয় সুগন্ধি শাক বা তার বীজ। [সং. শতপুষ্পা-তু. হি. সৌঁফ্]। 409) শুলানো (p. 783) śulānō ক্রি. বি. 1 বেদনা করা; 2 কটকট করা; 3 সুড়সুড় করা, চুলকানো। [সং. শূল + বাং. আনো]। শুলানি বি. বেদনা; কটকটানি। 410) শুল্ক (p. 783) śulka বি. 1 পণ্যদ্রব্যের আমদানি-রপ্তানির উপর ধার্য কর বা মাশুল, duty; 2 কর, tax; 3 বিবাহের পণ (কন্যাশুল্ক); 4 মূল্য। [সং. √ শুল্ক্ + অ]। 411) শুশুক (p. 783) śuśuka বি. ডলফিন জাতীয় স্তন্যপায়ী জলজন্তুবিশেষ। [< সং. শিশুক]। 412) শুশ্রূষা (p. 783) śuśrūṣā বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক। 413) শুষনি (p. 783) śuṣani বি. জলজ শাকবিশেষ। [সং. সুনিষণ্ণক]। 414) শুষা, শোষা (p. 783) śuṣā, śōṣā ক্রি. বি. 1 রস টেনে নিয়ে শুকনো করা (শুষে নেওয়া, জল শোষে); 2 শুষ্ক হওয়া (ভিজে কাপড় হাওয়ায় শুষবে)। ☐ বিণ. উক্ত অর্থে। [শোষণ দ্র]। ̃ নো ক্রি. বি. (তরল পদার্থ) টেনে নেওয়ানো বা টেনে শুষ্ক করানো। ☐ বিণ. উক্ত অর্থে। 415) শুষির (p. 783) śuṣira বিণ. ছিদ্র বা রন্ধ্রআছে এমন, ছিদ্রযুক্ত (শুষির বাদ্য)। [সং. √ শুষি (শুষ্ + ই) + র]। শুষির বাদ্য যে বাদ্যযন্ত্রে ছিদ্র থাকে অর্থাত্ বাঁশি। 416) শুষ্ক (p. 783) śuṣka বিণ. 1 শুকনো (শুষ্ক কাষ্ঠ); 2 নীরস, আকর্ষণহীন (শুষ্ক তর্ক, শুষ্ক বক্তৃতা); 3 রোগাদির জন্য মলিন বা বিরস (শুষ্ক মুখ); 4 পিপাসায় রুদ্ধ (শুষ্ক কণ্ঠ); 5 কর্কশ (শুষ্ক স্বর)। [সং. √ শুষ্ + ক]। বি. ̃ তা। 417) শূক (p. 783) śūka বি. 1 শুঁয়া, শস্যাদির সূক্ষ্ম লোমের মতো অগ্রভাগ; 2 প্রজাপতির অপরিণত অবস্হা। [সং. √ শো + ঊক]। ̃ কীট বি. শুঁয়াপোকা। ̃ ধান্য বি. যব গম প্রভৃতি শুঁয়াবিশিষ্ট শস্য। 418) শূকর (p. 783) śūkara বি. (প্রধানত) কন্দ তৃণমূল ইত্যাদি ভোজনকারী বেঁটে ও হৃষ্ঠপৃষ্ট জন্তুবিশেষ, শুয়োর, বরাহ। [সং. শূক + √ রা + অ]। স্ত্রী. শূকরী। 419) শূদ্র, (কথ্য) শুদ্দুর (p. 783) śūdra, (kathya) śuddura বি. হিন্দু চতুর্বর্ণের চতুর্থটি। [সং. √ শুচ্ (=দ্) + র]। শূদ্রা বি. (স্ত্রী.) শূদ্রজাতীয় রমণী। শূদ্রাণী বি. স্ত্রী. (বাং.) শূদ্রজাতীয় রমণী বা শূদ্রের পত্নী। শূদ্রী বি. স্ত্রী. শূদ্রের পত্নী। 420) শূন (p. 783) śūna বিণ. (ব্রজ.) শূন্য, খালি ('শূন হৃদয়ক')। [সং. শূন্য]। 421) শূন্য (p. 783) śūnya বি. 1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া); 2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন; 3 আকাশ ('অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়': বুদ্ধ; অসীম শূন্য); 4 অভাব। ☐ বিণ. 1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য); 2 খালি, ফাঁকা ('শূন্য এ বুকে পাখে মোর আয়': নজরুল; 'আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ': রবীন্দ্র; শূন্য খাঁচা); 3 উদাস (শূন্য হৃদয়)। [সং. √ শূন্ + য]। বি. ̃ তা। ̃ কুম্ভ বি. জলহীন কলসি, ফাঁকা কলসি। ̃ গর্ভ বিণ. ভিতরে বা অভ্যন্তরে কিছুই নেই এমন, অসার, সারহীন (শূন্যগর্ভ কথাবার্তা)। ̃ তা. পূরণ বি. ফাঁকা জায়গা পূর্ণ করা। ̃ দৃষ্টি বি. উদাস চাহনি। ̃ পথ বি. আকাশপথ। ̃ বাদ বি. শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উত্পত্তি ও বিনাশ-এই মত; নাস্তিক্য; বৌদ্ধমতবিশেষ। ̃ ময় বিণ. ফাঁকা, খালি। 422) শূর (p. 783) śūra বিণ. বি. বীর, শক্তিশালী, শৌর্যশালী। [সং. √ শূর্ + অ]। স্ত্রী. শূরা। ̃ সেন বি. মথুরা ও তার সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম। 423) শূরোচিত (p. 783) śūrōcita বিণ. বীরোচিত, বীরের মতো। [সং. শূর + উচিত]। 424) শূর্প (p. 783) śūrpa বি. কুলো, শস্যাদি ঝাড়বার পাত্রবিশেষ। [সং. √ শূর্প্ + অ]। ̃ ণখা বি. রাবণের ভগিনী। শূর্পী বি. ছোটো কুলো। 425) শূল (p. 783) śūla বি. 1 তীক্ষ্ণাগ্র অস্ত্রবিশেষ (শূলে চড়ানো); 2 ত্রিশূল (শূলপাণি); 3 শলাকা, সিক; 4 পেটের ব্যথাবিশেষ; 5 বেদনা (দন্তশূল)। [সং. √ শূল্ + অ]। ̃ ঘ্ন বিণ. শূলবেদনানাশক। ̃ পক্ব বিণ. শলাকাবিদ্ধ করে রাঁধা বা পোড়ানো হয়েছে এমন। ̃ পাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব। শূলাগ্র বি. শূলের ডগা। শূলিনী বি. দুর্গা। শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা। শূল্য বিণ. শূলপক্ব। শূল্য-মাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব। 426) শূলাগ্র, শূলিনী, শূলী, শূল্য (p. 783) śūlāgra, śūlinī, śūlī, śūlya দ্র শূল। 427) শৃগাল (p. 783) śṛgāla বি. কুকুরজাতীয় রাত্রিচর মাংসাশী বন্য জন্তুবিশেষ, শিয়াল। [সং. √ সৃজ্ + আল-তু. ফা. শগাল্]। স্ত্রী. শৃগালী। 428) শৃঙ্খল (p. 783) śṛṅkhala বি. 1 শিকল, নিগড় (শৃঙ্খলবদ্ধ হস্ত); 2 বন্ধন। [সং. শৃঙ্গ + √ স্খল্ + অ]। 429) শৃঙ্খলা (p. 783) śṛṅkhalā বি. 1 রীতি, নিয়ম (শৃঙ্খলা মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা); 2 নিয়মানুবর্তিতা, সুব্যবস্হা (কাজের শৃঙ্খলা, আইনশৃঙ্খলা); 3 বন্দোবস্ত; 4 শৃঙ্খল। [সং. শৃঙ্খল + আ]। ̃ বদ্ধ, শৃঙ্খলিত বিণ. 1 শিকলদ্বারা বাঁধা রয়েছে এমন; 2 সুশৃঙ্খলাযুক্ত; সুবিন্যস্ত। 430) শৃঙ্গ (p. 783) śṛṅga বি. 1 পশুর শিং; 2 পর্বতের চূড়া; 3 পশুর শিংদ্বারা নির্মিত বাদ্যযন্ত্রবিশেষ, শিঙা; 4 পিচকারি। [সং. √ শৃ + গ]। ̃ ধর বি. পর্বত। 431) শৃঙ্গ-বান (p. 784) śṛṅga-bāna বিণ. শৃঙ্গযুক্ত, শিখরযুক্ত। ☐ বি. পর্বত। [সং. শৃঙ্গ + বতুপ্]। 432) শৃঙ্গ-বের (p. 784) śṛṅga-bēra বি. 1 আদা; 2 রামায়ণোক্ত গুহকচণ্ডালের নগর। [সং. শৃঙ্গ + বের]। 433) শৃঙ্গাটক, শৃঙ্গাটিকা (p. 784) śṛṅgāṭaka, śṛṅgāṭikā বি. 1 শিঙাড়া; 2 পানিফল। [সং. শৃঙ্গ + √ অট্ + অ + ক, আ]। 434) শৃঙ্গার (p. 784) śṛṅgāra বি. 1 (অল.) আদিরস, নায়ক-নায়িকার সম্ভোগমূলক রস; 2 রতিক্রিয়া; 3 হাতির কপালে বা মাথায় যে সিঁদুর দেওয়া হয়; 4 প্রসাধনবিশেষ। [সং. শৃঙ্গ + √ রা + অ]। ̃ ভূষণ বি. প্রসাধনবিশেষ, চন্দরাদি দ্বারা অঙ্গরাগ। 435) শৃঙ্গি, শৃঙ্গী1 (p. 784) śṛṅgi, śṛṅgī1 বি. শিঙি মাছ। [সং. শৃঙ্গ + অ + ই, ঈ]। 436) শৃঙ্গী2 (p. 784) śṛṅgī2 (-ঙ্গিন্) বিণ. শৃঙ্গযুক্ত। ☐ বি. 1 পর্বত; 2 বৃক্ষ। [সং. শৃঙ্গ + ইন্]। 437) শেওড়া, শ্যাওড়া (p. 784) śēōḍ়ā, śyāōḍ়ā বি. বুনো গুল্মজাতীয় গাছবিশেষ। [সং. শাখোটক]। 438) শেওলা, শেয়ালা (p. 784) śēōlā, śēẏālā বি. 1 শৈবাল, moss; 2 পানা, জলজ তৃণবিশেষ। [সং. শৈবাল]। 439) শেকড়, শেকল (p. 784) śēkaḍ়, śēkala যথাক্রমে শিকড় ও শিকল -এর কথ্য রূপ। 440) শেখ (p. 784) śēkha বি. 1 স্বয়ং হজরত মোহাম্মদ কর্তৃক যে-ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা তার বংশধর; 2 সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শইখ্]। 441) শেখর (p. 784) śēkhara বি. 1 কিরীট, মুকুট; 2 শিরোমাল্য; 3 চূড়া (তু. চন্দ্রশেখর)। [সং. শিখি + অর]। 442) শেখা (p. 784) śēkhā ক্রি. বি. 1 শিক্ষা করা বা জ্ঞান লাভ করা (লেখাপড়া শেখা, ভদ্রতা শেখা); 2 চর্চা করা (তবলা শেখে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে (শেখা বিদ্যে)। শিখানো, শেখানো ক্রি. বি. শিক্ষা দেওয়া (সাক্ষীকে শেখানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (শেখানো বুলি)। [< সং. √ শিক্ষ্]। 443) শেজ1 (p. 784) śēja1 বি. শয্যা, বিছানা (শেজতুলুনি)। [সং. শয্যা]। 444) শেজ2 (p. 784) śēja2 বি. কাচের আবরণীযুক্ত দীপ, শামাদান। [দেশি]। 445) শেঠ (p. 784) śēṭha বি. 1 বণিক, সওদাগর; 2 হিন্দু সম্প্রদায়বিশেষের পদবি। [সং. শ্রেষ্ঠী]। 446) শেতল, শেতলা (p. 784) śētala, śētalā যথাক্রমে শীতল ও শীতলা -র গ্রা. রূপ (শেতলষষ্ঠী)। 447) শেফালি, শেফালিকা, শেফালী (p. 784) śēphāli, śēphālikā, śēphālī বি. লাল বোঁটাযুক্ত ছোটো সুগন্ধি সাদা ফুলবিশেষ বা তার গাছ, শিউলি ('ওগো শেফালিবনের মনের কামনা': রবীন্দ্র)। [সং. শেফ + অলি, ক + আ, ঈ]। 448) শেবধি, সেবধি (p. 784) śēbadhi, sēbadhi বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]। 449) শেমিজ (p. 784) śēmija স্ত্রীলোকের পা-পর্যন্ত ঝুলবিশিষ্ট ঢিলে জামাবিশেষ। [ইং. chemise]। 450) শেয়াকুল (p. 784) śēẏākula বি. কুলজাতীয় বন্য কাঁটাগাছবিশেষ। [সং. শৃগালকোলি]।

শেয়ার

451) শেয়ার (p. 784) śēẏāra বি. 1 অংশ, ভাগ (সম্পত্তিতে তারও শেয়ার আছে); 2 ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বা লগ্নির অংশ। [ইং. share]। ̃ মার্কেট বি. ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বিক্রয়ের বাজার; ফাটকা-বাজার।
452) শের (p. 784) śēra বি. 1 বাঘ; 2 সিংহ। [ফা. শের্]।
453) শের-ওয়ানি (p. 784) śēra-ōẏāni বি. লম্বা কুর্তা বা জামাবিশেষ। [হি.]।
454) শেরপা (p. 784) śērapā বি. হিমালয় পর্বতের পাদদেশে বসবাসকারী এবং পর্বতারোহণে দক্ষ তিব্বতি বা নেপালি সম্প্রদায়বিশেষ। [তি.]।
455) শেরি (p. 784) śēri বি. স্পেনদেশীয় মদবিশেষ। [ইং. sherry]।
456) শেরিফ (p. 784) śēripha বি. সরকারি বা বিশেষ অনুষ্ঠানাদির তত্ত্বাবধানের জন্য সরকার-কর্তৃক মনোনীত বিশিষ্ট নাগরিক। [ইং. sheriff]।
457) শেল1 (p. 784) śēla1 বি. 1 প্রাচীন অস্ত্রবিশেষ, শূল (শক্তিশেল); 2 শেলতুল্য যন্ত্রণাদায়ক বস্তু। [সং. শল্য]।
458) শেল2 (p. 784) śēla2 বি. কামানের গোলা। [ইং. shell]।
459) শেষ (p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। ☐ বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত।
460) শৈত্য (p. 784) śaitya বি. 1 শীতলতা (শৈত্যপ্রবাহ); 2 শীতভাব। [সং. শীত + য]। শৈত্যাধিক্য বি. অত্যধিক শীতভাব।
461) শৈথিল্য (p. 784) śaithilya বি. 1 শিথিলতা, আলগা বা ঢিলে ভাব; 2 ঢিলেমি, কুঁড়েমি, আলস্য (কাজে শৈথিল্য); 3 অমনোযোগ; 4 বিশৃঙ্খলা। [সং. শিথিল + য]।
462) শৈব (p. 784) śaiba বিণ. শিবসম্বন্ধীয় (শৈবপুরাণ)। ☐ বি. শিবের উপাসক। [সং. শিব + অ]।
463) শৈবলিনী (p. 784) śaibalinī বি. (স্ত্রী.) নদী। [সং. শেবল + অ + ইন্ + ঈ]।
464) শৈবাল (p. 784) śaibāla বি. শ্যাওলা। [সং. শেবাল + অ]।
465) শৈল (p. 784) śaila বি. পর্বত। ☐ বিণ. 1 শিলাসম্বন্ধীয়; 2 শিলাজাত; 3 পর্বতসম্বন্ধীয়। [সং. শিলা + অ]। ̃ জ বিণ. পর্বতজাত, পর্বতীয়। ̃ জা বিণ. (স্ত্রী.) পর্বতে জাতা। ☐ বি. পার্বতী, উমা, গৌরী। ̃ জা-পতি বি. শিব। ̃ জায়া বি. হিমালয়-পত্নী মেনকা। ̃ ময় বিণ. পর্বতময়। ̃ রাজ, শৈলেন্দ্র, শৈলেশ বি. হিমালয়। ̃ সুতা বি. (স্ত্রী.) পার্বতী, উমা, গৌরী। শৈলেয় বিণ. পর্বতজাত, পার্বত্য। ☐ বি. 1 সিংহ; 2 ভ্রমর; 3 শিলাজতু; 4 সৈন্ধব-লবণ, rock-salt. শৈলেয়ী বি. দুর্গা, পার্বতী।
466) শৈলী (p. 784) śailī বি. রীতি, প্রণালী, style (রচনাশৈলী)। [সং. শীল + অ + ঈ]।
467) শৈলেন্দ্র, শৈলেয়, শৈলেশ (p. 784) śailēndra, śailēẏa, śailēśa দ্র শৈল।
468) শৈল্পিক (p. 784) śailpika বিণ. শিল্প-সম্বন্ধীয় (শৈল্পিক চেতনা)। [সং. শিল্প + ইক]।
469) শৈশব (p. 784) śaiśaba বি. 1 শিশুত্ব; 2 শিশুকাল, ছেলেবেলা, বাল্যকাল। [সং. শিশু + অ]। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. ছেলেবেলার সহচর। ̃ স্মৃতি বি. ছেলেবেলার যেসব কাহিনি মনে আছে। শৈশবাবস্হা বি. শৈশব, ছেলেবেলা।
470) শোঁকা (p. 784) śōn̐kā দ্র শুঁকা।
471) শোঁ-শোঁ (p. 784) śō-m̐śō বি. অব্য. বাতাসের প্রবল বেগের ভাব। [ধ্বন্যা.]।
472) শোক (p. 784) śōka বি. প্রিয় ব্যক্তি বস্তু প্রভৃতিকে হারাবার ফলে মানসিক যন্ত্রণা বা দুঃখ। [সং. √ শুচ্ + অ]। ̃ গাথা, ̃ সংগীত বি. শোকপ্রকাশক গান, elegy. ̃ গ্রস্ত বিণ. শোক ভোগ করছে এমন। স্ত্রী. ̃ গ্রস্তা। ̃ চ্ছবি বি. 1 যে-ছবিতে শোক প্রকাশিত হচ্ছে; 2 শোকের প্রতিমূর্তি। ̃ জর্জর, ̃ জীর্ণ, ̃ তপ্ত বিণ. শোকে কাতর। ̃ ব্যঞ্জক বিণ. শোক প্রকাশ করে এমন। শোকাকুল, শোকাতুর, শোকার্ত বিণ. শোকে কাতর। শোকানল, শোকাগ্নি বি. শোকের যন্ত্রণা; তীব্র শোক। শোকাবহ বিণ. শোকজনক (শোকাবহ পরিণাম)। শোকাবেগ, শোকোচ্ছ্বাস বি. শোকের প্রাবল্য।
473) শোচন, শোচনা (p. 784) śōcana, śōcanā বি. শোক করা, বিলাপ, অনুতাপ (তু. অনুশোচনা)। [সং. √ শুচ্ + অন, + আ]। শোচনীয়, শোচ্য বিণ. দুঃখজনক, শোকের যোগ্য বা বিষয়ীভূত।
474) শোচিত (p. 784) śōcita বিণ. যার জন্য শোক করা হচ্ছে এমন। [সং. √ শুচ্ + ণিচ্ + ত]।
475) শোণ (p. 784) śōṇa বি. 1 রক্তের বর্ণ; 2 রক্ত; 3 নদবিশেষ। ☐ বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ শোণ্ + অ]। শোণিমা বি. রক্তিমা, লাল আভা।
476) শোণিত (p. 784) śōṇita বি. রক্ত, রুধির (শোণিতধারা)। [সং. শোণ + ইত]। ̃ ধারা, ̃ প্রবাহ বি. রক্তের স্রোত। ̃ মোক্ষণ বি. (প্রধানত রোগ নিরাময়ের জন্য) অস্ত্রোপচারাদির দ্বারা দেহের রক্ত বার করে দেওয়া। ̃ রঞ্জিত, শোণিতাক্ত বিণ. রক্তাক্ত, রক্তমাখা। ̃ শোষণ বি. 1 রক্ত শুষে নেওয়া; 2 (আল.) অন্যায় দাবি আদায়পূর্বক শক্তিহীন বা নির্জীব করা।
477) শোথ (p. 784) śōtha বি. জল সঞ্চয়হেতু দেহের ফোলা রোগ, dropsy. [সং. √ শু + থ]।
478) শোধ (p. 784) śōdha বি. 1 (ঋণাদি) পরিশোধ, প্রত্যর্পণ (ধার শোধ করা); 2 প্রতিশোধ, প্রতিহিংসা গ্রহণ (এর শোধ নেবই, শোধ তুলতে হবে); 3 শোধন, শুদ্ধি। [সং. √ শুধ্ + অ]। শোধ করা, শোধ দেওয়া ক্রি. বি. পরিশোধ হওয়া। জন্মের শোধ ক্রি-বিণ. জন্মের মতো, শেষবার বা শেষবারের মতো (জন্মের শোধ খেয়ে নাও)। ̃ বোধ বি হিংসা ও প্রতিহিংসা বা হারজিত সমান-সমান হওয়া, মিটমাট। শোধা ক্রি. শোধ করা (‘শুধেছি কঠিন ঋণ’: রবীন্দ্র)।
479) শোধক (p. 784) śōdhaka বিণ. 1 শোধনকারী; 2 সংশোধনকারী, সংস্কারক। [সং. √ শুধ্ + অক]।
480) শোধন (p. 784) śōdhana বি. 1 পবিত্র বা নির্মল করা; 2 সংস্কার; 3 ভুল দূরীকরণ, সংশোধন; 4 (ঋণাদি) পরিশোধ। [সং. √ শুধ্ + অন]। শোধনি বি. (স্ত্রী.) সম্মার্জনী, ঝাঁটা। শোধনীয়, শোধ্য বিণ. শোধনযোগ্য; শোধন বা শোধ করতে হবে এমন। শোধিত বিণ. শোধন বা শোধ করা হয়েছে এমন।
481) শোধরানো, শোধা, শোধানো (p. 784) śōdharānō, śōdhā, śōdhānō যথাক্রমে দ্র শুধরানো, শুধা1 ও শুধানো।
482) শোনা, শোনানো (p. 784) śōnā, śōnānō দ্র শুনা।
483) শোভন (p. 784) śōbhana বিণ. 1 সুন্দর, সুদৃশ্য, উপযুক্ত (শোভন আকৃতি, উক্তি বা আচরণ); 2 মানায় বা ভালো দেখায় এমন, শোভাজনক। [সং. √ শুভ্ + অন]। স্ত্রী. শোভনা। বি. ̃ তা যোগ্যতা, রমণীয়তা (শোভনতা রক্ষা করা)।
484) শোভ-নীয় (p. 784) śōbha-nīẏa বিণ. (অসং.) শোভন।
485) শোভ-মান (p. 784) śōbha-māna বিণ. শোভা পাচ্ছে বা শোভিত হচ্ছে এমন (কণ্ঠে মুক্তাহার শোভমান)। [সং.√ শুভ্ + মান (শানচ্)]। স্ত্রী. শোভ-মানা।
486) শোভা (p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ। [সং. √ শুভ্ + অ + আ]। শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)। ̃ কর বিণ. শোভাদায়ক। ̃ ঞ্জন বি. শজনেগাছ। ̃ ন্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ। ̃ ময় বিণ. শোভাপূর্ণ। স্ত্রী. ̃ ময়ী। ̃ যাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল। ̃ যাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী। ̃ শূন্য, ̃ হীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য। শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত। স্ত্রী. শোভিতা। শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর। স্ত্রী. শোভিনী। শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া (‘লঙ্কাপুরী শোভিল সম্মুখে’: মধু.)।
487) শোয়া, শোয়ানো (p. 784) śōẏā, śōẏānō দ্র শুয়া।
488) শোয়া-বসা (p. 784) śōẏā-basā বি. একসঙ্গে সময় কাটানো; বসবাস (যাদের সঙ্গে শোয়াবসা করি তাদের সঙ্গে ঝগড়া করা যায় না)। [বাং. শুয়া + বসা]।
489) শোর (p. 784) śōra বি. উচ্চ রব, চিত্কার। [ফা.]। ̃ গোল বি. হইচই, তীব্র গোলমাল, গণ্ডগোল।
490) শোরা (p. 784) śōrā বি. লবণজাতীয় পদার্থবিশেষ, যবক্ষার, nitre. [ফা.]।
491) শোল (p. 786) śōla বি. আঁশযুক্ত কালো লম্বাটে মাছবিশেষ। [সং. শকুল]।
492) শোলা (p. 786) śōlā বি. 1 জলজ উদ্ভিদবিশেষ; 2 উক্ত উদ্ভিদের পলকা ও নরম কাঠ (শোলা শিল্প)। [হি. সোলা]।
493) শোষ (p. 786) śōṣa বি. 1 শুষ্কতা, নীরসতা; 2 ক্ষয়রোগ; 3 (বাং.) নালি-ঘা, sinus. [সং. √ শুষ্ + অ]। ̃ কাগজ বি. যেকাগজ জল কালি ইত্যাদি তরল দ্রব্য দ্রুত শুষে নেয়, blotting paper.
494) শোষক (p. 786) śōṣaka দ্র শোষণ।
495) শোষণ (p. 786) śōṣaṇa বি. 1 তরল পদার্থের রস টেনে নেওয়া (রক্তশোষণ); 2 নীরস বা শুষ্ক করা; 3 (গৌণ অর্থে) পরকে ক্রমাগত বঞ্চনা করে তার ধনসম্পদ নিজে ভোগ করা (ধনীর দ্বারা দরিদ্রকে শোষণ, ইংরেজ কর্তৃক ভারত শোষণ); 4 শুষ্কীকরণ। [সং. √ শুষ্ + ণিচ্ + অন]। শোষক বিণ. বি. শোষণকারী, যে শোষণ করে। শোষিত বিণ. শোষণ করা হয়েছে এমন; নীরসীকৃত।
496) শোষা, শোষানো (p. 786) śōṣā, śōṣānō দ্র শুষা।
497) শোহরত (p. 786) śōharata বি. ঘোষণা বা প্রচার (ঢোল-শোহরত)। [আ. শুহ্রত্]।
498) শোহিনি (p. 786) śōhini বি. সংগীতে রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শোভিনী]।
499) শৌকর (p. 786) śaukara বিণ. শূকর-সম্বন্ধীয়। [সং. শূকর + অ]। শৌকর্য বি. শূকরত্ব।
500) শৌক্তিক, শৌক্তিকেয়, শৌক্তেয় (p. 786) śauktika, śauktikēẏa, śauktēẏa বিণ. ঝিনুকজাত, শুক্তিজাত, শুক্তি থেকে উত্পন্ন। ☐ বি. মুক্তা। [সং. শুক্তি + ইক, শুক্তিক + এয়, শুক্তি + এয়]।

শেষ কথা

শেষ কথা

বিশেষ্য

  • যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না;
  • মরণকালের কথা।

শৌক্ল্য

501) শৌক্ল্য (p. 786) śauklya বি. শুক্লতা, শুভ্রতা। [সং. শুল্ক + য]।
502) শৌখিন, (বর্জি.) শৌখীন (p. 786) śaukhina, (barji.) śaukhīna বিণ. 1 শখযুক্ত, বিলাসী; 2 রুচিসম্পন্ন (শৌখিন বেশভূষা); 3 মনোরম, শখ মেটায় বা তৃপ্ত করে এমন (শৌখিন দ্রব্য); 4 শখের (শৌখিন বৈরাগ্য)। [আ. শৌকীন্]।
503) শৌচ (p. 786) śauca বি. 1 শুচিতা; 2 শাস্ত্রানুসারে অন্তর ও দেহের শোধন; 3 মলত্যাগের পর মলদ্বার ইত্যাদি পরিষ্কার করা। [সং. শুচি + অ]। শৌচাগার বি. মলমূত্রাদি ত্যাগের জন্য ঘর, lavatory .
504) শৌণ্ড (p. 786) śauṇḍa বিণ. 1 মাতাল, মত্ত; 2 অত্যন্ত আসক্ত বা দক্ষ (অক্ষশৌণ্ড); 3 বিখ্যাত (দানশৌণ্ড)। [সং. শুণ্ডা (=মদ) + অ]। শৌণ্ডিক, শৌণ্ডী (-ণ্ডিন্) বি. মদ্যব্যবসায়ী, শুঁড়ি। শৌণ্ডিকালয় বি. শুঁড়িখানা, মদের দোকান।
505) শৌদ্ধোদনি (p. 786) śauddhōdani বি. শুদ্ধোদনের পুত্র অর্থাত্ বুদ্ধদেব। [সং. শুদ্ধোদন + ই]।
506) শৌদ্র (p. 786) śaudra বিণ. 1 শূদ্র-সম্বন্ধীয়; 2 শূদ্রের পক্ষে বিহিত বা উচিত এমন; 3 শূদ্রসুলভ। [সং. শূদ্র + অ]।
507) শৌনিক (p. 786) śaunika বি. 1 কসাই, মাংসবিক্রেতা; 2 মৃগয়া। [সং. শূনা + ইক]।
508) শৌভিক (p. 786) śaubhika বি. জাদুকর, ঐন্দ্রজালিক। [সং. শোভা + ইক]।
509) শৌর-সেনী (p. 786) śaura-sēnī বি. 1 প্রাচীন ভারতের মৌখিক ভাষাবিশেষ। [সং. শূরসেন + অ + ঈ]।
510) শৌরি (p. 786) śauri বি. 1 শূর নৃপতির পৌত্র; 2 শূর বংশের সন্তান; 3 শ্রীকৃষ্ণ; 4 শনিগ্রহ। [সং. শূর + ই]।
511) শৌর্য (p. 786) śaurya বি. 1 বীরত্ব, বীর্য; 2 শক্তি ও সাহস। [সং. শূর + য]। ̃ শালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; শৌর্যযুক্ত। ̃ শালিনী। বি. ̃ শালিতা।
512) শৌল্ক, শৌল্কিক (p. 786) śaulka, śaulkika বিণ. শুল্ক-সম্বন্ধীয়। ☐ বি. শুল্কাধ্যক্ষ, শুল্ক-আদায়কারী। [সং. শুল্ক + অ, ইক]।
513) শৌহর (p. 786) śauhara বি. (বিরল) স্বামী, পতি। [ফা. শৌহর]।
514) শ্ব1 (p. 786) śba1 অব্য. আগামী দিবস, কাল (পরশ্ব)। [সং. শ্বস্]।
515) শ্ব2 (p. 786) śba2 বি. কুকুর (শ্বদন্ত)। [সং. শ্বন্]।
516) শ্বদন্ত (p. 786) śbadanta বি. কুকুরের দাঁতের মতো তীক্ষ্ণ দাঁত, canine tooth. [সং. শ্বন্ (=কুকুর) + দন্ত]।
517) শ্ববৃত্তি (p. 786) śbabṛtti বি. 1 কুকুরতুল্য আচরণ; 2 সেবা; 3 চাকরি; 4 পরনির্ভরতা; 5 খোশামোদ বা খোশামোদের দ্বারা জীবিকার্জন। [সং. শ্বন্ + বৃত্তি]।
518) শ্বশুর (p. 786) śbaśura বি. পতির বা পত্নীর পিতা বা পিতৃস্হানীয় ব্যক্তি। [সং. শু + √ অশ্ + উর]। শ্বশ্রূ বি. (স্ত্রী.) শ্বশুরের পত্নী, শাশুড়ি। ̃ ঘর বি. পতিগৃহ। শ্বশুরঘর করা ক্রি. বি. পতিগৃহে গিয়ে সংসার করা। ̃ বাড়ি, শ্বশুরালয় বি. শ্বশুরের বাসভবন।
519) শ্বশুর্য (p. 786) śbaśurya বি. শ্বশুরের পুত্র, শ্যালক। [সং. শ্বশুর + য]।
520) শ্বশ্রু (p. 786) śbaśru দ্র শ্বশুর।
521) শ্বসন (p. 786) śbasana বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ (শ্বসনকার্য)। [সং. শ্বস্ + অন]। শ্বস-মান বিণ. শ্বাসগ্রহণ ও ত্যাগ করছে এমন। শ্বসিত বিণ. শ্বাসরূপে গ্রহণ ও ত্যাগ করা হচ্ছে বা হয়েছে এমন; নিশ্বাস-প্রশ্বাসযুক্ত।
522) শ্বাপদ (p. 786) śbāpada বি. 1 (মূলত) যার পা কুকুরের পায়ের মতো; 2 শিকারি বা মাংসাশী হিংস্র পশু (শ্বাপদসংকুল অরণ্য)। [সং. শ্বন্ + পদ]। ̃ সংকুল, ̃ সমাকীর্ণ বিণ. হিংস্র জন্তুতে পূর্ণ।
523) শ্বাপুচ্ছ (p. 786) śbāpuccha বি. কুকুরের লেজ। [সং. শ্বন্ + পুচ্ছ]।
524) শ্বাস (p. 786) śbāsa বি. 1 নিশ্বাস-প্রশ্বাস; 2 হাঁপানি-রোগ; 3 মৃত্যুর পূর্বের শ্বাস। [সং. √ শ্বস্ + অ]। শ্বাস ওঠা ক্রি. বি. আসন্ন মৃত্যুসূচক শ্বাসকষ্ট হওয়া। ̃ কর্ম, ̃ কার্য, ̃ ক্রিয়া বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ। ̃ কষ্ট বি. 1 শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে কষ্ট হয় যে রোগে; 2 মুমূর্ষু অবস্হায় শ্বাস গ্রহণ ও ত্যাগে কষ্টবোধ। ̃ নালি বি. যে নালি দিয়ে শ্বাস গৃহীত ও পরিত্যক্ত হয়, ক্লোমনালিকা, wind-pipe. ̃ প্রশ্বাস বি. 1 গৃহীত ও পরিত্যক্ত শ্বাস; 2 শ্বাস গ্রহণ ও ত্যাগ। ̃ রোগ বি. হাঁপানি ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ যাতে শ্বাসকষ্ট হয়। ̃ রোধ বি. 1 শ্বাস গ্রহণ ও ত্যাগে বাধা বা অক্ষমতা; 2 শ্বাসবন্ধ। শ্বাসারি বি. শ্বাসরোগ দূরকারী ওষুধ।
525) শ্বিত্র (p. 786) śbitra বি. শ্বেতি বা ধবল রোগ; (তথাকথিত) শ্বেতকুষ্ঠ। [সং. √ শ্বিত্ + র]।
526) শ্বেত (p. 786) śbēta বি. সাদা রং। ☐ বিণ. সাদা, শুভ্র, ধবল (শ্বেতকায়)। [সং. √ শ্বিত্ + অ]। স্ত্রী. শ্বেতা। ̃ কুষ্ঠ বি. যে-রোগে গায়ের চামড়া সাদা হয়ে যায়, ধবলরোগ। ̃ চন্দন বি. সাদা চন্দন। ̃চর্ম বি. 1 সাদা চামড়া; 2 ইংরেজ-আদি ইয়োরোপীয় যাদের গায়ের রং সাদা। ☐ বিণ. সাদা চামড়াবিশিষ্ট। ̃দ্বীপ বি. 1 পৌরাণিক দ্বীপবিশেষ, চন্দ্রদ্বীপ; 2 (ব্যঙ্গে) গ্রেট ব্রিটেন, বিলাত। ̃পদ্ম বি. সাদা রঙের পদ্মফুল। ̃প্রস্তর, ̃পাথর বি. সাদা রঙের মর্মর পাথর। ̃প্রদর বি. স্ত্রীজননেন্দ্রিয়ের ব্যাধিবিশেষ, স্ত্রীলোকের জননেন্দ্রিয় থেকে শ্বেতস্রাব। ̃ভুজা বি. সরস্বতী। ̃সার বি. খাদ্যশস্য বা ফলমূলাদির শ্বেতাংশ, পালো, starch. শ্বেতাভ বিণ. সাদা আভাযুক্ত, ঈষত্ সাদা। শ্বেতাম্বর বি. শুভ্রবসনধারী জৈনসম্প্রদায়বিশেষ। শ্বেতি বি. মূলত যকৃতের বৈকল্যের জন্য দেহচর্মের অস্বাভাবিক শুভ্রতারোগ, ধবলরোগ।
527) শ্বৈত্য (p. 786) śbaitya বি. শ্বেতভাব, শুক্লতা। [সং. শ্বেত + য]।
528) শ্মশান (p. 786) śmaśāna বি. শবদাহের স্হান, মশান। [সং. শ্মন্ + শান]। ̃কালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি। ̃চারী (-রিন্), ̃বাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। ☐ বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত। ̃চারিণী, ̃বাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। ☐ বি. কালিকাদেবী। ̃পুরী, ̃ভূমি বি. 1 শবদাহস্হান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্হান। ̃বন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়। ̃বৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে।
529) শ্মশ্রু (p. 786) śmaśru বি. 1 দাড়িগোঁফ; 2 (বাং.) দাড়ি। [সং. শ্মন্ + √ শ্রি + উ]। ̃মণ্ডিত, ̃ল, ̃শোভিত বিণ. শ্মশ্রুময়, দাড়িগোঁফে ঢাকা (শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল)।
530) শ্যাওড়া, শ্যাওলা (p. 786) śyāōḍ়ā, śyāōlā যথাক্রক্ শেওড়া ও শেওলা-র বানানভেদ।
531) শ্যাম (p. 786) śyāma বিণ. 1 মেঘবর্ণ, কৃষ্ণবর্ণ; 2 ঘন নীলবর্ণ; 3 ফরসা নয় এমন (শ্যামাঙ্গী); 4 সবুজবর্ণ (শ্যাম দূর্বাদল)। ☐ বি. 1 শ্রীকৃষ্ণ; 2 প্রয়াগের সুপ্রাচীন বটগাছবিশেষ। [সং √ শৈ +ম]। ̃চাঁদ বি. 2 শ্রীকৃষ্ণ; 2 (কৌতু.) প্রজাপীড়নার্থ নীলকর সাহেবদের বেত বা চাবুক। শ্যাম রাখি কি কুল রাখি 1 একদিকে পরপুরুষ শ্যামের প্রতি গভীর আসক্তি অন্যদিকে সতীত্বধর্ম ও কুলমর্যাদা এই দোটানায় পড়ে রাধার মানসিক দ্বন্দ্ব; 2 (আল.) উভয়সংকট। ̃রায় বি. শ্রীকৃষ্ণ। ̃সুন্দর বি. শ্রীকৃষ্ণ। শ্যামাঙ্গ বিণ. কৃষ্ণবর্ণ দেহযুক্ত। স্ত্রী. শ্যামাঙ্গী, (বাং.) শ্যামাঙ্গিনী। শ্যামায়-মান বি. শ্যামবর্ণ ধারণ করেছে এমন। স্ত্রী. শ্যামায়-মানা।
532) শ্যামক, শ্যামাক (p. 786) śyāmaka, śyāmāka বি. ধানবিশেষ। [সং. শ্যাম + ক, শ্যামা + ক]।
533) শ্যামল, (প্রা. কা.) শ্যামর (p. 786) śyāmala, (prā. kā.) śyāmara বিণ. শ্যামবর্ণযুক্ত (শ্যামল বনানী)। [সং. শ্যাম + ল]। স্ত্রী. শ্যামলা (শস্যশ্যামলা)। বি. ̃তা ̃ত্ব, শ্যামালিমা (-মন্)। শ্যামলী বি. শ্যামবর্ণা গাভীর নাম।
534) শ্যামা1 (p. 786) śyāmā1 বি. ক্ষুদ্র বন্য ধানবিশেষ। [সং. শ্যামক]।
535) শ্যামা2 (p. 786) śyāmā2 বি. 1 শীতকালে সুখোষ্ণ গ্রীষ্মকালে সুখশীতলা তপ্তকাঞ্চনবর্ণা সুন্দরী যুবতী; 2 কৃষ্ণবর্ণা স্ত্রী; 3 কালিকাদেবী (শ্যামাপূজা); 4 দোয়েলজাতীয় লেজঝোলা পাখিবিশেষ; 5 যমুনা নদী; 6 প্রিয়ঙ্গুলতা। ̃পোকা বি. সবুজ পোকাবিশেষ, দেওয়ালি পোকা, শ্যামাপোকা ̃লতা বি. প্রিয়ঙ্গুলতা।
536) শ্যাম্পু (p. 786) śyāmpu বি. চুল পরিষ্কার করার তরলীকৃত ও সুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]।
537) শ্যালক (p. 786) śyālaka বি. পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, শালা। [সং. শ্যল + ক]। শ্যালী, শ্যালিকা বি. (স্ত্রী.) পত্নীর ভগিনী বা তত্স্হানীয়া নারী। শ্যালী-পতি বি. ভায়রাভাই।
538) শ্যেন (p. 786) śyēna বি. বাজপাখি। [সং. √শ্যৈ + ইন + অ]। স্ত্রী. শ্যেনী। ̃চক্ষু, (বর্জি.) ̃চক্ষুঃ, &tildeদৃষ্টি বি. বাজপাখির মতো তীক্ষ্ণ নজর।
539) শ্রথন (p. 786) śrathana বি. 1 বন্ধন; 2 হত্যা, বধ। [সং. √শ্রথ্ + অন]।
540) শ্রথিত (p. 786) śrathita বিণ. 1 বন্ধন করা বা বাঁধা হয়েছে এমন; 2 নিহত; বধ করা হয়েছে এমন।
541) শ্রদ্দ-ধান (p. 786) śradda-dhāna বিণ. শ্রদ্ধার ভাবযুক্ত, শ্রদ্ধাপূর্ণ, সশ্রদ্ধ। [সং. শ্রত্ + √ ধা + আন]।
542) শ্রদ্ধা (p. 786) śraddhā বি. 1 সম্মান, ভক্তি (গুরুজনকে শ্রদ্ধা করা); 2 দৃঢ়প্রত্যয়, আস্হা, বিশ্বাস (কবিরাজিতে তাঁর মোটেই শ্রদ্ধা নেই); 3 নিষ্ঠা (শ্রদ্ধাহীন পূজা); 4 স্পৃহা, রুচি (আহারে শ্রদ্ধা নেই)। [সং. শ্রত্ √ ধা + অ + আ]। ̃ন্বিত, ̃বান, ̃লু বিণ. শ্রদ্ধাযুক্ত (শ্রদ্ধান্বিত দৃষ্টি)। ̃ভাজন, ̃স্পদ বিণ. শ্রদ্ধার পাত্র (‘শ্রদ্ধাভাজন সত্যি যে জন তারেই মানুষ শ্রদ্ধা দেবে’: স. দ.)। ̃ভাজনেষু, ̃স্পদেষু শ্রদ্ধাভাজন ব্যক্তিকে পত্র লেখায় সম্বোধন বিশেষ। শ্রদ্ধেয় বিণ. শ্রদ্ধার যোগ্য, সমাদরণীয়। স্ত্রী. শ্রদ্ধেয়া।
543) শ্রবণ (p. 786) śrabaṇa বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, ‘বরিষ শ্রবণে তব জলকলরব’: দ্বি. রা.)। [সং. √ শ্রু + অন]। ̃পথ বি. কান। ̃বিবর বি. কানের ছিদ্র। ̃বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে। ̃মধুর বিণ. শ্রুতিমধুর। ̃সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর। শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)। শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)।
544) শ্রবণা (p. 786) śrabaṇā বি. (জ্যোতিষ.) দ্বাবিংশ নক্ষত্র। [সং. √ শ্রু + অন + আ]।
545) শ্রম (p. 786) śrama বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি। [সং. √ শ্রম্ + অ]। শ্রম আদালত বি. শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal. ̃কাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন। ̃জল, ̃বারি বি. ঘাম। ̃জীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর। ̃দপ্তর, ̃দফ-তর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর। ̃ বণ্টন, ̃ বিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্হা, division of labour, ̃ বিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস। ̃ লব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত। ̃ শীল বিণ. পরিশ্রমী। ̃ সাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়।
546) শ্রমণ (p. 786) śramaṇa বি. বৌদ্ধ সন্ন্যাসী, ভিক্ষু। [সং. √ শ্রম্ + অন]। স্ত্রী. শ্রমণা।
547) শ্রমিক (p. 786) śramika বি. শ্রমজীবী, মজুর (শ্রমিক-মালিক সংঘর্ষ)। [সং. √ শ্রম্ + ইক]। শ্রমিক সংগঠন, ̃ সংঘ বি. শ্রমিকদের স্বার্থরক্ষায় নিয়োজিত বা স্বার্থরক্ষার জন্য সৃষ্ট সংস্হা, labour organisation, trade union.
548) শ্রমী (p. 786) śramī (-মিন্) বিণ. পরিশ্রমী, শ্রমশীল। [সং. √ শ্রম্ + ইন্]। স্ত্রী. শ্রমিণী।
549) শ্রমোপ-জীবী (p. 786) śramōpa-jībī (-বিন্) বিণ. দৈহিক পরিশ্রমের দ্বারা জীবিকার্জনকারী, মেহনতি। [সং. শ্রম + উপ + √ জীব্ + ইন্]।
550) শ্রয়, শ্রয়ণ (p. 786) śraẏa, śraẏaṇa বিণ. আশ্রয়, অবলম্বন, সহায়। [সং. √ শ্রি + অ, অন]। শ্রিত বিণ. আশ্রয়রূপে গৃহীত, অবলম্বিত। তু. আশ্রিত।