আলয়ইষ্ট

ইষ্ট

ইষ্ট/ ইষ্ট [ইষ্ (বাঞ্ছা করা) + ত (কর্মবাচ্য)] বিশেষণ, বাঞ্ছিত; অভিলষিত। ২ প্রিয়। ৩ প্রশংসিত। ৪ প্রার্থিত। ৫ অভিপ্রেত। ইষ্ট বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম। [সং. √ যজ্ + ত]। ইষ্ট [বৈদিক। যজ্ (পূজা করা) + ত (ভাববাচ্য) যজ্ = ইষ্। ত = ট] বিশেষ্য, শ্রৌতকর্ম; যজ্ঞাদিকর্ম। ২ বর। ৩ এরণ্ড বৃক্ষ। বিশেষণ, শ্রৌত। ইষ্ট বিণ. ১ বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); ২ কল্যাণকর (ইষ্টচিন্তা); ৩ গুরুদত্ত (ইষ্টমন্ত্র); ৪ উপাস্য (ইষ্টদেবতা); ৫ আত্মীয় (ইষ্টকুটুম্ব); ৬ প্রিয় (ইষ্টজন)। ☐ বি. ১ অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); ২ প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র