আলয়অঙ্ক

অঙ্ক

অঙ্ক aṅka [অন্ক্ (লক্ষ্য করা) + অ (ণে, ভা৽) —যদ্বারা লক্ষ্য করা যায়] বি, চিহ্ন। “জয় শিবেশ শঙ্কর বৃষধ্বজেশ্বর মৃগাঙ্কশেখর দিগম্বর।”—অ৽ ম৽। ২ কলঙ্ক। “তুমি যে ধর্ম্ম— শীল অকপট ললিতমোহনের চরিত্রে অঙ্কদান করে, এতে আমার অন্তঃকরণ বিদীর্ণ হয়ে যাচ্ছে।”—লীলাবতী। ৩ উৎসঙ্গ; ক্রোড়; কোল। “সাঙ্গ এবে ধূলাখেলা, অঙ্গ পড়ে ঢুলে, শঙ্কাহরা কোথা তুমি অঙ্কে লহ তুলে!”— সুধীন্দ্র ঠাকুর। “শৈশবকালে বীণার ন্যায় এক অ৽ হইতে অঙ্কান্তরে যাইতাম।”—কাদ৽। ৪ রেখা। “রুদ্রকান্তের হৃদয়ে মালতীর রোদন জন্য অ৽ পাত হইল না।”—বিমলা৽ (দামোদর)। ৫ ভূষণ; অলঙ্কার। প্র—বৃষাঙ্ক। ৬ সংখ্যা— জ্ঞাপক চিহ্ন; আঁক (১/২/৩/৪ ই৽)। ৭ [গ৽— পরিঃ] বীজ গণিতে কোন্ রাশি কতবার লওয়া হইয়াছে তার জ্ঞাপক বর্ণ বা সংখ্যা; গুণক co-efficient, ৮ নাটকের পরিচ্ছেদ বা সর্গ ইহাতে প্রসঙ্গাধীন স্হূল তাৎপর্য্য একপ্রকার শেষ হয়। অঙ্কের মধ্যস্থ দৃশ্যাবলী বা প্রসঙ্গমূলক ক্ষুদ্র পরিচ্ছেদকে গর্ভাঙ্ক বলে। ৯ নাটকাদি রূপক বা অভিনয়ভেদ। দৃশ্যকাব্যে স্বভাবের অনুকরণ করা হয় বলিয়া নাটকের অন্য নাম রূপক। “অঙ্কে বর্ণিত নায়ক—চরিত্র প্রত্যক্ষবৎ প্রতীয়মান হইবে।”—কাব্যদর্পণ। ১০ শরীর। ১১ স্থান।

অঙ্ক aṅka বিশেষ্য, ১ চিহ্ন; রেখা; ২ কলঙ্ক; ৩ (গণিত) রাশি, number, digit, figure (বিশ্ববিদ্যালয় পরিভাষা); আঁক; সংখ্যা; গণনা: ৪ পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); ৫ ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); ৬ নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; ৭ (প্রাণীবিদ্যা) উদর বা পেশি বা অস্থির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; ৮ (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। [সংস্কৃত √ অঙ্ক্+অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র