আলয়অকীক

অকীক

অকীক akīka বি. ঈষৎ নীলাভ, ঈষৎ শ্বেতাভ শ্যামল পাণ্ডুবর্ণ মূল্যবান ভারতীয় প্রস্তরবিশেষ, agate (বি.প.)।

অকীকপাথর বিশেষ্য, ভারতীয় মূল্যবান্ প্রস্তর বিশেষ; কর্ণেলিয়ান [Cornelian, agate, anyx ইত্যাদি ইহার অন্তর্গত। ইহা জলভরা মেঘের মত শ্যামল পাণ্ডুবর্ণ, অল্প শ্বেতসহ অল্প অল্প নীলাভ, তৎসহ নানারকম জড়িত ঝাড় লতা কাটা। ছুরির বাঁট, বোতাম ইত্যাদি ইহাতে নির্ম্মিত হয়]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র