কৌরাণিক

কৌরাণিক, ২টি ভুক্তি
কুরআনে ব্যবহৃত আরবী শব্দসমূহকে ভুক্তি হিসেবে গ্রহন করা হয়েছে। বাংলায় আরবী উচ্চারণ শতভাগ সম্ভব নয়, তবু যতদূর সম্ভব আরবী উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে প্রতিবর্ণায়ন করা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক আয়াতকে প্রয়োগবাক্যে দেখানো হয়েছে। এক্ষেত্রে আরবী অভিধানকে অনুসরণ না করে কুরআনে ব্যবহৃত প্রতিটি শব্দকেই ভুক্তি করা হয়েছে। প্রতিটি শব্দের ব্যাকরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।
কুরআনকোষের ভুক্তিসমূহের বিশুদ্ধতা নিরীক্ষা চলছে, শীঘ্র প্রকাশ করা হবে।