আলয়অক্ষর

অক্ষর

অক্ষর

বিশেষ্য

  1. যার ক্ষরণ নেই অর্থাৎ ব্রহ্ম; পরমাত্মা।
  2. জীবাত্মা। ‘তত্ত্বজ্ঞানবলে যখন জীবাত্মা প্রকৃতিকে ক্ষর ও মহদাদি গুণবিশিষ্ট এবং আপনারে নির্গুণ প্রকৃতি হইতে সম্যক্রূপে পৃথক্ ও পরমাত্মার সহিত অভিন্ন বলিয়া অবগত হয়েন, অর্থাৎ যখন প্রাকৃত গুণ সকলকে নিন্দা করিয়া পরব্রহ্মের অনুসরণ পূর্ব্বক পরমাত্মাতে মিলিত হয়েন, তখনই তাকে অক্ষর বলিয়া নির্দ্দেশ করা যায়।’ — মহাভারত (কালীপ্রসন্ন সিংহ)।
  3. শিব; বিষ্ণু।
  4. আকাশ; ether.
  5. ধর্ম; তপস্যা।
  6. মোক্ষ।
  7. (সাংখ্য দর্শনে) প্রকৃতি।
  8. (অ) শব্দের এক একটি ক্ষুদ্রতম অংশ; অকারাদি বর্ণ; বর্ণ; letter (অক্ষরজ্ঞান)।
  9. (ছন্দঃশাস্ত্র) শব্দের অন্তর্গত যে বর্ণ বা বর্ণসমষ্টি এক সঙ্গে উচ্চারিত হয়; syllable.
  10. সীসা ইত্যাদি নির্মিত অক্ষর; টাইপ; type. [সাহিত্যগুরু অক্ষয়কুমার দত্তের খুল্লতাত সুপ্রীমকোর্টের দেওয়ান হরমোহন দত্তের হস্তাক্ষর দেখিয়া বর্ত্তমান বাঙ্গালার সীসাক্ষর প্রস্তুত হইয়াছিল। — মহেন্দ্রনাথ বিদ্যানিধি — লিখিত অক্ষয় দত্তের জীবনী]।
  11. (বীজগণিত) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ।

বিশেষণ

  1. ক্ষরণশূন্য; ক্ষরণহীন; ক্রিয়াশূন্য; নিত্য; স্থির। ‘অতএব সকল ক্ষর অর্থাৎ অনিত্য ও বিকারী বস্তু ত্যাগ করিয়া অক্ষর অর্থাৎ নিত্য ও অবিকৃত বস্তুরই ধ্যান করা উচিত।’ — বিষ্ণুসংহিতা (বঙ্গবাসী)।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, ন = অ + √ক্ষর্ + অ; ন = অ + ক্ষর (ক্ষরিত হওয়া — যার ক্ষরণ নাই — বহুব্রীহি, বৌদ্ধ বাংলা ‘অক্‌খর’ (দোহাকোষ ৩, ১১৪)।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র