আলয়ইন্ধন

ইন্ধন

ইন্ধন/ [ইন্‌ধ্ (দীপ্ত করা, জ্বালান) + অন (করণবাচ্য)—যদ্দ্বারা জ্বালান হয় বা আগুন জ্বালা যায়] বিশেষ্য, জ্বালানিকাষ্ঠ। ২ [ভাববাচ্য] উদ্দীপন। ৩ তক্তা; কাষ্ঠ। ‘ইন্ধন অভেদ ঘোড় ঘুড়িল যতনে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী। ইন্ধন বি. ১ আগুন জ্বালবান উপকরণ; কাঠ কয়লা ইত্যাদি; ২ (গৌণ অর্থে) উত্তেজক বা সহায়ক জিনিস (লোভের ইন্ধন, ক্রোধের ইন্ধন)। [সং. √ ইন্ধি + অন]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র