আলয়ইত্যাদি

ইত্যাদি

ইত্যাদি/ [ইতি-আদি] অব্যয়,  এবং। ২ প্রভূতি; এতৎ প্রভূতি। ৩ ইতর। ‘ইত্যাদি নারীর মায়া নাহি বুঝে নর।’—মহাভারত (কাশী)। ৪ এই প্রকার; এবম্প্রকার। ‘ইত্যাদি অনেক বিধ কৃষ্ণে বুঝাইয়া। আপনি গেলেন রাম কৃষ্ণেরে রাখিয়া॥’—মহাভারত, আদি (কাশী)। ইত্যাদি ityādi অব্য. প্রভৃতি এইরকম আরও। [সং. ইতি + আদি]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র