ৠ -স্বরবর্ণমালার অষ্টম বর্ণ। প্লতস্বর। উচ্চারণস্হান মূর্দ্ধা। সাধাঃ ‘রী’র মত উচ্চারিত। ব্যঞ্জনবর্নের সহিত যুক্ত হইলে (ৃৃ) এই আকারে পরিণত হয়। যথা-ক্ + ঋ = কৃ। বামন, স্ত্রী, নিশানাথ, মাতা, অষ্টমী, দিতি, ভৈরব, অগ্নি ইত্যাদি বুঝায়। 2 [ঋ (জ্ঞান) + ক্বিপ্ (র্ত্তৃ)-যিনি জ্ঞান দান করেন বা যিনি জ্ঞানস্বরূপ] বি, শিব; শঙ্কর [কলাপ◦] 3 [ঋ (গমন) + ক্বিপ্ (র্ত্তৃ)-যিনি দেবতার বা সুরের বিরুদ্ধে গমন করেন] বি, অসুর; দৈত্য। 4 [-ধি, ক্বিপ্ যেখানে অন্তে গমন করিতে হয়] বি, স্বর্গ। “ঋকার স্বর্গের নাম তুমি ঋরূপিনী। ঋস্বরূপা রাখ মোরে ঋৃবাসদায়িনী”অ◦ ম◦। 5 গতি; স্মৃতি; নিন্দা; ভয়; রক্ষা; বক্ষ; রক্ষা; দিতি; অদিতি ই◦ সূচক [আধু◦ বাং ব্যবহার নাই। প্রা◦ বাং পদ্যে বিরল] 6 ক্রি,গমন করা। 7 পাওয়া।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র