আলয়এম্নি

এম্নি

এম্নি

[‘এমনি’র দ্রুত উচ্চারণে। তেম্নি, যেম্নি দ্রষ্টব্য] বিশেষণ, এমনই; এইরূপই। ‘দেশের এম্নি বিচার বটে, চর হয়ে চর ধরতে ছটে, এ৽ দেশের উল্টা দাঁড়া।’—বাংলা গান।[যে শব্দের পূর্বে বসে তার অর্থে আতিশয্য, তীক্ষ্ণতা বা প্রচণ্ডতার দ্যতনা করে] ক্রিয়া-বিশেষণ, এতদূর; এত বেগে বা জরে, এত তীব্র ইত্যাদি। প্রয়োগ— এম্নি ঠেলে দিয়েছে, এম্নি মিষ্টি মিষ্টি শনালে, এম্নি দৌড় দিলে ইত্যাদি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র