আলয়এবার

এবার

এবার

[এ (এই) বার (সময়, দিন)] অব্যয়, এদিনে। প্রয়োগ— এবারে ও-জিনিস খেতে নাই।এ সময়; এখন। প্রয়োগ— এবার যাও দেখি বোধ হয় কৃতকার্য্য হবে।এদফায়; এপালায় (turn)। প্রয়োগ— এবারকার জয় হল?এ জীবনে; এ যাত্রায়। ‘এবারের মত বসন্ত—গত জীবনে।’—রবীন্দ্রনাথ ঠাকুর।পরবারে; পরজন্মে।এ বৎসর। প্রয়োগ— এবার ফসল ভাল হয় নাই। এবার ভাল বর্ষাই হ’ল না।এক্ষেত্রে; এ অবস্থায়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র