এক

এক

—[সংস্কৃত —এক [সংস্কৃত এক। প্রাচীন বাংলা ও প্রাদেশিক ‘একু’ (চর্যাপদ ১৫/২; ৩৪/৪) ‘এখ’, ‘এখু’, বৌদ্ধ বাংলা প্রাকৃত ‘এক্ক’ (দোহাকোষ ১৩১), ‘এক্কু’, (দোহাকোষ ৯৩, ১১২), ‘একে’ [(চর্যাপদ ২৮/৬) ‘এক্ক’ (দোহাকোষ ৯৬)। ‘একুমনা’ (চর্যাপদ ২৩/১)। তেলুগু—ওকাটি] বিশেষ্য, এক সংখ্যা। ‘একের পিঠে এক এগার।’ ২ [ব্যাকরণ] অব্যয়, এক এই অর্থবাচক প্রত্যয়। বচনকে (সংস্কৃত বচনৈক = এক বাক্য), প্রহরেকে (সংস্কৃত—প্রহরৈক = এক প্রহর)। ৩ বিশেষণ, এক সংখ্যাবিশিষ্ট; এক-সংখ্যক; একটিমাত্র। প্রয়োগ— একজন না দুইজন [দ্রষ্টব্য—অনধিকের ভাব বিশেষ করণার্থে এর সাথে টা, টি বা টী যুক্ত হয়। প্র— একটী/একটি] ৪ পূর্ণ; ভরা। ‘এক কলসী দুধে এক ফোঁটা চোনা।’ —প্রবচন। ‘এক ঘর লোক।’ ৫ অভিন্ন; সম; সেই। ‘এক মায়ের পেটে ঐ দুইজন জন্মিয়াছে; উহারা সহোদর ভ্রাতৃদ্বয়।’ ‘এক সান্‌কির ইয়ার।’ ‘একমন হলে সমুদ্র শুকায়।’—প্রবাদমালা। ৬ সমবেত। প্রয়োগ— সকলকে এক করতে হবে। ৭ মিশ্রিত; মিলিত। প্রয়োগ— চালে ডালে এক করে রেখেছে। ৮ সম্বন্ধ; সম্মিলিত। প্রয়োগ— দুই হাতে এক করিয়া দেওয়া। ৯ অবিরাম; অবিচ্ছিন্ন। প্রয়োগ— একটানা সুর; একঘেয়ে। ১০। অদ্বিতীয়; অনন্য; সাদৃশ্যরহিত। ‘এক প্রথম জ্যোতিঃ অতি শুভ্র পরমব্রহ্ম।’ ‘তুমি এক তুমি পুরাণ তুমি অনন্ত সুখ-সোপান।’—ব্রহ্মসঙ্গীত। ১১ প্রধান; শ্রেষ্ঠ [‘একজন্মা’ ‘একদেব’ দ্রষ্টব্য] ১২ কোন অনির্দিষ্ট। ‘একদিন হায় এমন হবে, এ মুখে আর বলবে না।’—ব্রহ্মসঙ্গীত [একটি দ্রষ্টব্য] ১৩ প্রথম। ১৪ অন্য। ১৫ অন্যতম। ১৬ একাকী। ১৭ বিশেষ্য, [ভাগবতে] সোমবংশীয় নৃপতি রায়ের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র