আলয়একদেশবিবর্ত্তিন্যুপমা

একদেশবিবর্ত্তিন্যুপমা

একদেশবিবর্ত্তিন্যুপমা

[এক— দেশবিবর্ত্তিনী + উপমা] বিশেষ্য, কাব্যের অর্থালঙ্কার বিশেষ। সাদৃশ্যের বাচ্যত্ব ও গম্যত্ব উভয়ই দৃষ্ট হলে একদেশবিবর্ত্তিন্যুপমা হয়। যথা— ‘নয়ন সদৃশ নীল নলিনী বদন তুল্য হায় কমলিনী, সরসী শোভা শোভিতেছে হায় বসন সদৃশ শৈবাল তাল।’ [দ্রষ্টব্য—এখানে নেত্রাদির সাদৃশ্য বাচ্য, কিন্তু সরোবর শোভার অঙ্গনা সাদৃশ্যটি গম্য।]

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র