আলয়একত্র

একত্র

একত্র

[এক + ত্র। সপ্তমী স্থানে ‘ত্র’ প্রত্যয়। গ্রাম্য একত্তর, একোত্তর, একস্তর, একিস্তর— অশুদ্ধ কিন্তু চলিত। ‘একত্রিত’ (এই শব্দ পণ্ডিত রামগতি ন্যায়রত্ন মহাশয় প্রথম ব্যবহার করেন, পরে বাংলায় ক্রমে প্রচলিত হয়। আধুনিক ব্যবহার বিরল হয়ে এসেছে)] অব্যয়, এক বিষয়ে। একদিকে। একস্থানে। মিলিত; মিশ্রিত। সমবেত; জড়; সম্বন্ধ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র