আলয়এঁটো কাঁটা

এঁটো কাঁটা

এঁটো কাঁটা

— [এঁটো (উচ্ছিষ্ট) কাঁটা (আমিষভোজীর পরিত্যক্ত মাছের কাঁটা)] বিশেষ্য, ভুক্তাবশিষ্ট; যা ফেলিয়া দেওয়া হয়। “কুকুর বিড়াল হায় সেও ত আশ্রয় পায়। সেও ত তোমার ঘরে এঁটোকাঁটা খায়।” — চন্দন। “কোনরূপে পিত্তিরক্ষা এঁটোকাঁটা খেয়ে।” —ঈশ্বর গুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র