1. বাংলা স্বরবর্ণমালার নবম বর্ণ। হ্রস্ব, দীর্ঘ ও প্লুতস্বর। উচ্চারণ-স্থান দন্ত। ‘ঋ’র মত এটিও বিশুদ্ধ স্বর নয় কারণ— উচ্চারণ-কালে জিহ্বাগ্র উপর পাটির দন্ত প্রায় স্পর্শ করে, সাধারণতঃ ‘লি’র মত উচ্চারিত। ব্যঞ্জনবর্ণের সাথে যোগ হলে রূপান্তর হয় না। যথা— ক + ঌ = কঌ। শ্রীধর, দেবযোনি, রুদ্র, বিশ্বেশ্বর, মহেন্দ্র, নবমী, দেবমাতা, পৃথিবী, পর্বত ইত্যাদি বুঝায় [বাংলায় বিরল]
  2. বেদ। “ঌকার বেদের নাম তুমি সে ঌকার। ঌ পড়িলে কি হবে ঌ কি জানে তোমার” — অন্নদা মঙ্গল।
  3. পরমাশক্তি; কুণ্ডলিনী। “তুমি সে ঌকার।” —অন্নদা মঙ্গল।
  4. বিশেষ্য, ঌর আকারে যা প্রকাশ পায়; ক্ষণপ্রভা; বিদ্যুৎ।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র