আলয়ইরা

ইরা

ইরা/ [ই (গমন করা) + র (কর্তৃবাচ্য)—সংজ্ঞার্থে আ (স্ত্রীং)] বিশেষ্য, বীণা। ২ পৃথিবী (তুলনামূলক গ্রীক, স্পেনিশ era ও প্রাচীন উচ্চ জর্মন ero = earth. ‘ইন্দীবরনয়নী ইঙ্গিতে ইচ্ছ ইরা।’—অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। ৩ সুরা। ৪ জল। ৫ অন্ন। ৬ কশ্যপের অন্যতমা ধর্মপত্নী; ইনি বৃক্ষ, লতা, তৃণাদির প্রসূ। ইরা বি. ১ পৃথিবী; ২ বাক্য বা বাণী; ৩ জল; ৪ খাদ্য বা অন্ন। [সং. √ ই + র + আ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র