আলয়ইমামবাড়া

ইমামবাড়া

ইমামবাড়া/ [এমামবাড়া দ্রষ্টব্য] বিশেষ্য, যে বাড়ীতে মুসলমানদিগের মহরমোৎসবের অর্থাৎ আলী এবং তাঁর পুত্রদ্বয় হাসন হোসেনের দেহান্তোৎসব হয় বা যথায় তাজিয়া বা গোমারা রক্ষিত হয় এবং যা প্রতিষ্ঠাতার পারিবারিক সমাধি স্থানরূপে ব্যবহৃত হয়। ইমামবাড়া বি. (বিশেষত) মোহরম অনুষ্ঠানের জন্য ধর্মগৃহ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র