আলয়ইন্দ্রধ্বজ

ইন্দ্রধ্বজ

ইন্দ্রধ্বজ/ [ইন্দ্র + ধ্বজা (পতাকা) ৬ তৎপুরুষ, ইন্দ্রের সন্তোষার্থে ধ্বজা] বিশেষ্য, ভাদ্র শুক্লা দ্বাদশীতে রাজ্যের বিঘ্নশান্তিও প্রজাবৃদ্ধির কামনার রাজারা পূর্বে ইন্দ্রের প্রীত্যর্থে, যে ধ্বজা বিধিমত পূজা করে প্রোথিত করতেন, এই ধ্বজা উত্থাপন ঘটিত উৎসব সাতদিন থাকত, পরে বৈধ অনুষ্ঠান সহ ধ্বজা বিসর্জত হত। [রামায়ণ]

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র