আলয়ইন্দ্রকীল

ইন্দ্রকীল

ইন্দ্রকীল/ [ইন্দ্র-কীল (শঙ্কু-পর্বত)-৬ তৎ] বিশেষ্য, হিমালয়স্থ মন্দর পর্বত। মতান্তরে মহেন্দ্র পর্বত, যেখানে অর্জুন তপস্যা করেন এবং কিরাতরূপী মহাদেবের সহিত যুদ্ধ করে তাঁর সন্তোষ সাধন করেন। ‘হিমাদ্রির পার গন্ধমাদন ভূধর। ইন্দ্রকীল গিরি হয় তাহার উত্তর’ ‘* * * হিমালয় গিরিবরে ইন্দ্রের নন্দন। করেন তপস্যা আরাধিতে ত্রিলোচন।’ —মহাভারত (কাশী)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র