আলয়ইন্দুনিভানন

ইন্দুনিভানন

ইন্দুনিভানন/ [ইন্দু (চন্দ্র)-নিভ (ন্যায়) আনন (মুখ) চন্দ্রের ন্যয় বদন যার-বহুব্রীহি] বিশেষণ, চন্দ্রবদন। সম্বোধনে ইন্দুনিভাননে। ‘তবে কেন তুমি কাঁদ, ইন্দুনিভাননে, তিত অশ্রু নীরে।’-মেঘনাদবধ কাব্য। > স্ত্রীং ইন্দুনিভা- ইন্দুননা, ইন্দুনিভাননী। ইন্দুনিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ইন্দুনিভাননা, ইন্দুনিভাননী।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র