আলয়ইথে

ইথে

ইথে/ [ইত্থং >। এতে দ্রষ্টব্য। প্রাচীন বৈষ্ণব সাহিত্য] অব্যয়,  ইহাতে। ‘ইথে নাহি লাজ।’ -বিদ্যাপতি। ২ ইহা; ইহার। ‘ইথে লাগি ধনি কাহে হোয়বি বিমুখ।’ —বিদ্যাপতি। ৩ এইহেতু; এইজন্য (অহস্থাবাচক)। ‘চণ্ডীদাস ইথে কহে।’—চণ্ডীদাস। ‘সোহাগিনী ইথে তোর এত অভিমান।’—অশোকগুচ্ছ, দেবেন্দ্রনাথ সেন। ৪ এতদ্দ্বারা। ৫ এই বিষয়ে; এ সম্বন্ধে। ‘কহ ধনি ইথে কি সমাধা।’—বিদ্যাপতি। ৬ ইহা (তুলনামূলক বাংলা এত। হিন্দি ইহাঁতক্)। ‘ইথে শুনি জানিল আছএ জীব এথা।’— ব্রজবুলি-পরিক্রমা। ইথে ithe অব্য. ১ একে (‘ইথে মোর কিবা দোষ’); ২ (অপ্র.) এই, এর, এইজন্য। [< সং. ইত্থম্]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র