আলয়ইড়া

ইড়া

ইড়া/ [ইল্ (গমন করা, ক্ষেপণ করা ইত্যাদি) + অ (কর্তৃবাচ্য), আ (স্ত্রীং), ল = ড়] বিশেষ্য, বাণী; সরস্বতী। ২ স্বর্গ। ৩ পৃথিবী। ৪ ধেনু। ৫ ইক্ষ্বাকুকন্যা; বুধপত্নী। ৬ দক্ষকন্যা; কশ্যপপত্নী। ৭ মনুর পত্নী। খণ্ড প্রলয়ের পর ইহাঁর গর্ভে পুনরায় মনুবংশ উৎপন্ন হয়। ৮ শরীরস্থ রক্তবাহিকা নাড়ী বিশেষ (মেরুদণ্ডের বাম পার্শ্বে অবস্থিত)। ৯ [বৈদিক] ইষ্টি যজ্ঞ পশুযজ্ঞ ইত্যাদিতে প্রধান যাগের পর যজমান ও ঋত্বিকের ভক্ষ্য হবিশেষ বিশেষ। ইড়া বি. ১ মানুষের মেরুদণ্ডের বাঁপাশে অবস্হিত নাড়িবিশেষ; ২ শাস্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম; ৩ পৃথিবী। [সং. √ ইল্ + অ + আ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র