আলয়ইঁচলা

ইঁচলা

ইঁচলা

বিশেষ্য

  1. চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত ইঞ্চাক এবং চিলিচিম এই দুই শব্দের মিশ্রণে ইঁচলা। পূর্ববঙ্গে ‘ইচা’ ‘ইঁচা’ (মনসা মঙ্গল—বংশী), ‘ইচিলা’ (ডাকের বচন)। পূর্ববঙ্গে গ্রাম্য ‘ইচলে’।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র