আঈ

আঈ

, আই আয়ি, আয়ী / ɑī, ɑi, ɑĕi, ɑĕī / āī, āi, āẏi, āẏī

বিশেষ্য

  1. মাতা। ‘শ্যামশুক্লরূপে দেখিলেন শচী আই।’ —চৈতন্য ভাগবত। ‘কাদিয়া বলে প্রভু শুন মোর আই।’—চৈতন্য চরিত।
  2. মাতার মাতা; দিদিমা। ‘আইগো চিনতে পার, গোটা দুই অন্ন বাড়।’—ছড়া।
  3. স্ত্রী মাত্র; মেয়ে; মহিলা। ‘কহে কোন আই, আমি যদি পাই, পলাইয়া যাই, এদেশ থেকে।’—রামপ্রসাদ সেন।

উৎস

  1. প্রাচীন ও মধ্য বাংলা। আধুনিক বাংলা কথ্য। সংস্কৃত আর্য্যা বা অত্তা (মাতা) > প্রাকৃত আতা > আতা > আই। মালতো ‘আইআ’ আমার মা)। ওড়িয়া আঈ; অসমিয়া আই; হিন্দি ও মৈথিলী মাঈ।
  2. আয়ি, আয়ীও হয়। প্রাচীন প্রাদেশিক—আধুনিক কথ্য। সংস্কৃত আর্য্যকী = মাতার মাতা; সম্মান ও প্রীতিপূর্বক মাতৃ সম্বোধন। আইমা দ্রষ্টব্য।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র