আই

আই

/ আই / ɑi / āi

  1. বিশেষ্য,
    • ক. মা, মাতা, মাতৃ; মাতার মাতা, দিদিমা, নানী; স্ত্রীমাত্র, মেয়ে, মহিলা, নারী।
    • খ. আয়ু।
  2. ক্রিয়া, আসা।
  3. প্রত্যয়, জগাই, মাধাই; বড়াই; বাঁধাই, খোদাই, যাচাই; লাটাই, চ্যাটাই, মিঠাই; ঘরাই, পরাই, ঢাকাই।
  4. সর্বনাম, আমি।
  5. অব্যয়,
    • ক. বিস্ময়, ঘৃণা, লজ্জা, ধিক্কার, খেদ ইত্যাদি প্রকাশক শব্দ।
    • খ. তাই।

১. আই

, আঈ, ‌আয়ি, আয়ী / ɑi, ɑī, ɑĕi, ɑĕī / āi, āī, āẏī

বিশেষ্য

  1. মাতা। ‘শ্যামশুক্লরূপে দেখিলেন শচী আই।’ —চৈতন্য ভাগবত। ‘কাদিয়া বলে প্রভু শুন মোর আই।’—চৈতন্য চরিত।
  2. মাতার মাতা; দিদিমা। ‘আইগো চিনতে পার, গোটা দুই অন্ন বাড়।’—ছড়া।
  3. স্ত্রী মাত্র; মেয়ে; মহিলা। ‘কহে কোন আই, আমি যদি পাই, পলাইয়া যাই, এদেশ থেকে।’—রামপ্রসাদ সেন।

উৎস

  1. প্রাচীন ও মধ্য বাংলা। আধুনিক বাংলা কথ্য। সংস্কৃত আর্য্যা বা অত্তা (মাতা) > প্রাকৃত আতা > আতা > আই। মালতো ‘আইআ’ আমার মা)। ওড়িয়া আঈ; অসমিয়া আই; হিন্দি ও মৈথিলী মাঈ।
  2. আয়ি, আয়ীও হয়। প্রাচীন প্রাদেশিক—আধুনিক কথ্য। সংস্কৃত আর্য্যকী = মাতার মাতা; সম্মান ও প্রীতিপূর্বক মাতৃ সম্বোধন। আইমা দ্রষ্টব্য।

২. আই

āi

ক্রিয়া

আয়। — ‘আই আই চাঁদ মামা।’ —পদ্যপাঠ।

উৎস

আএ, আসা = দ্রষ্টব্য। গ্রাম্য।

৩. আই

/ আই / ɑi / āi

অব্যয়

  1. বিস্ময়ে। — ‘আই আই ওই বুড়ো কি এই গৌরীর বর লো!’ —অন্নাদামঙ্গল।
  2. লজ্জার্থে। — ‘দশনে রসনা কাটি গুড়ি গুড়ি যায়। আই আই কিবা লাজ কিবা লাজ হায়॥’—অন্নদামঙ্গল।
  3. ধিক্কারে। — ‘আই আই হরের মায়ের একি অপমান’—শিবায়ন।
  4. লজ্জা দিবার ছলে নিন্দায়। ‘ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদমুখ চাই আই আই পড়েছে মুখে কাজরের শোভা।’—চণ্ডীদাস।
  5. [তুলনামূলক  মালতো ‘আই আরে’ alas!] খেদে; হায়।

উৎস

সংস্কৃত অগ্নি (‘প্রশ্নে, অনুনয়ে, সম্বোধনে, অনুরাগে চ’—বাচস্পতি) বাংলায় বিস্ময়ে, ঘৃণায়, লজ্জায়। এই অর্থে দ্বিত্ব ‘আই আই’, আউ আউ; তুলনামূলক ছি স্থলে ছি ছি; ছিয়ে ছিয়ে (ব্রজবুলি); ইংরেজি ফাই ফাই। তুলনামূলক মালতো ‘আইই, আইয়ু O my! আইমা দ্রষ্টব্য। হিন্দি ও ব্রজবুলি ‘মাই’। আই-আই দ্রষ্টব্য।

৪. আই

/ আই / ɑi / āi

বিশেষ্য

আয়ু। যথা—চিরাই; পরমাই; প্রমাই; অল্পাই। আইম̆ঙ্গল হাঁড়ি, আইহাঁড়ি— আয়ুর মঙ্গলজনক সংস্কার ঘটিত আট হাঁড়ি; বিবাহ কার্য্যে ব্যবহৃত মাঙ্গলিক হাঁড়ি। আই হাঁড়ি দ্রষ্টব্য।

উৎস

সংস্কৃত আয়ুঃ >অপভ্রংশ, হিন্দি ‘আই—আয়ুঃ, বয়, জিন্দগী’—মানসকোষ।

৫. আই

/ আই / ɑi / āi

প্রত্যয়

  1. স্নেহ অর্থে। — জগাই মাধাই।
  2. তদৃগুণ, তদ্ভাব, তদবস্থা ইত্যাদি অর্থে— বড়াই (তুলনামূলক হিন্দি বঢ়িআই); ভালাই; উঁচাই; খাড়াই; লম্বাই; চওড়াই।
  3. ক্রিয়াবাচক— বাঁধাই; খোদাই; যাচাই।
  4. বস্তু অর্থে— লাটাই; চ্যাটাই; মিঠাই।
  5. সম্বন্ধবাচক— ঘরাই (ঘরোয়া); পরাই; ঢাকাই।

৬. আই

/ আই / ɑi / āi

সর্বনাম

আমি। [আই ইত্যাদি। ‘আঁর’ = আমার। ‘আঁঙ্গে = আমাদের (পশ্চিম বঙ্গ, মধ্য বাংলা = আমাগোর)। তুলনামূলক নোয়াখালি অঞ্চলে, গ্রাম্য তুঁই = তুমি। তাগ = তাহার। তাগরে = তাহাদিগকে]।

উৎস

প্রাদেশিক বাংলা, পূর্ববঙ্গ গীতিকা (দ্রষ্টব্য)।

৭. আই

/ আই / ɑi / āi

অব্যয়

তাই (চর্যাপদ ৪৩।২)।

উৎস

সংস্কৃত অতঃ > আই (বৌদ্ধ বাংলা প্রাকৃত), তাই (আধুনিক বাংলা)।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র