আলয়অলক্ষ্য

অলক্ষ্য

অলক্ষ্য alakṣya বিশেষণ, দেখা যায় না এমন, অদৃশ্য, দৃষ্টির অগোচর (অলক্ষ্য প্রভাব, অলক্ষ্য শক্তি)। ☐ ১ (বিশেষ বাংলা প্রয়োগ) আড়াল, অন্তরাল, অদৃশ্য স্থান (সকলের অলক্ষ্যে দেবতা হেসেছেন); ২ স্বর্গ; শূন্য (‘অলক্ষ্যের পানে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। [সংস্কৃত ন + √ লক্ষ্ + য]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র