আলয়অমনি

অমনি

অমনি বিশেষণ, ক্রিয়া-বিশেষণ, ১ ওইরকম (অমনি গুছিয়ে রাখো, অমনি সুন্দর); ২ অকারণে (ওখানে অমনি যাচ্ছি); ৩ (শুধু হাতে (কুটুমবাড়ি অমনি যেয়ো না); ৪ খালি গায়ে (অমনি গায়ে থেকো না); ৫ শুধু, কেবল (অমনি ভাত খাওয়া যায়?); ৬ অবলম্বনহীন (খুঁটি ছাড়া চালাখানা কি অমনি থাকতে পারে ?); ৭ বিনামূল্যে (‘অমনি নেব কিনে’: রবীন্দ্রনাথ ঠাকুর); ৮ তৎক্ষণাৎ (অমনি আমি উঠে বসলাম বিছানায়; ‘অমনি চারিধারে নয়ন উঁকি মারে’: রবিন্দ্র); ৯ বিনা আয়াসে, পরিশ্রম ছাড়াই (পরীক্ষায় অমনি পাশ হয় না)। [তু. অমন]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র