আলয়অভীষ্ট

অভীষ্ট

অভীষ্ট abhīṣṭa বিশেষ্য, ১ আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা; ২ আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)। ☐ বিশেষণ, আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া হয়েছে এমন, বাঞ্ছিত (অভীষ্ট লক্ষ্য)। [সংস্কৃত অভি + ইষ্ট]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র