আলয়অভিশপ্ত

অভিশপ্ত

অভিশপ্ত abhi-śapta বিশেষণ, অভিশাপ বা শাপ দেওয়া হয়েছে এমন, শাপগ্রস্ত; (আল) যার জন্য পদে পদে দুর্দশা দুঃখ ইত্যাদির শিকার হতে হয় এমন (অভিশপ্ত জীবন, অভিশপ্ত গুপ্তধন); বিপদসৃষ্টিকারী। [সংস্কৃত অভি + √ শপ্ + ত]। বিশেষ্য, অভি-শাপ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র