আলয়অপেক্ষা

অপেক্ষা

অপেক্ষা apekṣā বিশেষ্য, ১ প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); ২ ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); ৩ দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); ৪ খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। ☐ অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সংস্কৃত অপ + √ ঈক্ষ্ + অ + আ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র