আলয়অন্তর্মুখ

অন্তর্মুখ

অন্তর্মুখ antarmukha বিশেষণ, ১ ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; ২ আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; ৩ বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; ৪ ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। [সংস্কৃত অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র