আলয়অনুবল

অনুবল

অনুবল anu-bala বিশেষ্য, ১ সহায় (‘কেবা মোর হবে অনুবল’: ক. ক.); ২ ক্ষমতা, প্রভাব (‘ব্যাসের তপের অনুবলে’: ভা. চ.); ৩ প্রসাদ, অনুগ্রহ (‘ধর্ম অনুবলে তাহা হইল পূরণ’: কাশী.); ৪ সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য। ☐ বিশেষণ, শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী। [সংস্কৃত অনু (অনুগত) + বল]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র