আলয়অনাহত

অনাহত

অনাহত anāhata বিশেষণ, ১ আঘাত পায়নি এমন, অক্ষত; ২ বাজানো হয়নি এমন (‘অনাহত মোর বীণা’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ বিশেষ্য, তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র; যোগীদের শ্রুতিগোচর দেহাভ্যন্তরস্থ ধ্বনিবিশেষ (তু. ‘অণহা ডমরু’: চর্যা.)। [সংস্কৃত ন + আহত]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র