আলয়অঘোর

অঘোর

অঘোর [প্রাচীন বাংলা আঘোর (দ্রষ্টব্য)] বিশেষণ, অচেতন; সংজ্ঞাহীন; প্রয়োগ— অঘোরে নিদ্রা যাইতেছে। “প’ড়ে আছে হইয়ে অঘোর।”—  অশোকগুচ্ছ, দেবেন্দ্রনাথ সেন। ২ [ন = অ (নাই) ঘোর (ভয়ানক) যা হতে, বহুব্রীহি — যৎপরোনাস্তি ঘোর] বিশেষ্য, অতি ভয়ানক; প্রচণ্ড; দুর্দ্ধর্ষ। “নিতি নিতি বাড়ে বড় অঘোর বাদল।”— ধর্ম্মমঙ্গল। ৩ [অ (নয়) ঘোর (ভয়ানক) নঞ্ তৎপুরুষ সমাস] যে ভয়ানক নহে। ৪ শিব। “অঘোর মন্ত্রেতে শিখা বাঁধে ততক্ষণ।”— রামপ্রসাদ সেন। ৫ [গায়ত্রী ধ্যানে — “তন্নোহঘোরে প্রচোদয়াৎ”— সেই হেতু আমাদিগকে তিনি মুক্তিপথে প্রেরণ করুন)] মুক্তিপথ। স্ত্রীলিঙ্গ, অঘোরা, অঘোরী [অঘোর (শিব) + অ (অত্যর্থে) স্ত্রীলিঙ্গ,— আ— যাতে শিবের উপাসনা হয়] বিশেষ্য, ভাদ্রমাসের কৃষ্ণা চতুর্দ্দশী (শিবলোক প্রাপ্তি কামনায় উপাসক অঘোরা চতুর্দ্দশীতে শিব পূজা করে)।

অঘোর aghora বিশেষণ, অভীষণ, শান্ত। ☐ বিশেষ্য, শিব (অঘোরমন্ত্র)। [সংস্কৃত ন+ঘোর]।

অঘোর aghora বিশেষণ, ১ অতি ঘোর, ভীষণ, প্রচণ্ড, অত্যধিক (‘অঘোর বাদল’: ধ. ম.); ২ বেহুঁশ, অচেতন, সংজ্ঞাহীন (‘পড়ে আছে হইয়ে অঘোর’; দে. সে.)। [বাংলা অ (অতি বা সম্যক অর্থে) + সংস্কৃত ঘোর]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র