আলয়অগ্ন্যুৎপাত

অগ্ন্যুৎপাত

অগ্ন্যুৎপাত [অগ্নি (দ্বারা) উৎপাত বা অগ্নিসংক্রান্ত উৎপতন— মধ্যপদলোপী] বিশেষ্য, আগ্নেয় পর্ব্বতগর্ভ হইতে অহ্নির উৎপতন; অগ্ন্যুদ্গার। ২ নভস্থ অগ্নিকৃত অশুভসূচক উপদ্রব— উল্কাপাত, বজ্রপাত, ধূমকেতুর উদয় ইত্যাদি। ৩ গৃহ দাহাদি যে কোন অগ্নিকাণ্ডজ উপদ্রব।

অগ্ন্যুৎপাত agnyut-pāta বিশেষ্য, ১ আগ্নেয়গিরি থেকে অগ্নি নিঃসরণ; ২ আকাশ থেকে অগ্নিবৃষ্টি, উল্কাপাত বা বজ্রপাত। [সংস্কৃত অগ্নি+উৎপাত]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র