আলয়অগ্নিমুখ

অগ্নিমুখ

অগ্নিমুখ [অগ্নি— মুখ যাঁদের, যাঁরা অগ্নিরূপ মুখদ্বারা হোমীয় দ্রব্যাদি (ঘৃতাদি) ভক্ষণ করেন— বহুব্রীহি] বিশেষ্য, দেবতা। ২ [যাঁদের মুখে অগ্নি (শাপানল) আছে— বহুব্রীহি) ব্রাহ্মণ। ৩ অতিশয় দাহ্য বলিয়া অগ্নির মুখের ন্যায়] চিত্রক বৃক্ষ; ভেলাগাছ। ৪ কুম্কুম। ৫ কুসুমকুল। স্ত্রীলিঙ্গ, অগ্নিমুখী — বিশেষ্য, ভেলাগাছ; বিষলাঙ্গলীয়া বৃক্ষ; কাঁচড়া; গুড়ুচী। ২ গায়ত্রীমন্ত্র।

অগ্নিমুখ বিশেষ্য, ১ দেবতা; ২ ব্রাহ্মণ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র