আলয়অগ্নিমিত্র

অগ্নিমিত্র

অগ্নিমিত্র [অগ্নি— মিত্র] বিশেষ্য, রাজা বিশেষ। ইনি পুষ্যমিত্রের পুত্র। শুঙ্গ বংশের রাজা। খৃষ্টপূর্ব্ব ১৫০ সালে প্রাদুর্ভূত হইয়াছিলেন, পতঞ্জলি সমসাময়িক; পতঞ্জলি ইঁহার নামোল্লেখ করিয়াছেন। কালিদাসের নাটক মালবিকাগ্নিমিত্র, ইহারই আখ্যায়িকা অবলম্বনে লিখিত বলিয়া অনুমতি হয়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র