আলয়অগ্নিচূর্ণ

অগ্নিচূর্ণ

অগ্নিচূর্ণ, অগ্নিচূর্ণক [অগ্নি (উৎপাদক বা গর্ভ) চূর্ণ— মধ্যপদলোপী] বিশেষ্য, বারুদ gunpowder. “যোদ্ধৃগণ প্রথমে নালাস্ত্র পরিষ্কার করিবে, পরে তন্মধ্যে অগ্নিচূর্ণ দান করিয়া শলাকা দ্বারা দৃঢ়রূপে আঘাত করিয়া চূর্ণকে বসাইবে, পরে উহার মধ্যে গোলা ও কর্ণে অগ্নিচূর্ণ দিয়া তাহাতে অগ্নি সংযোগ করিবে, তাহাতে গোলা যাইয়া লক্ষ্যে পড়িবে।”— শুত্রুনীতি— ৪ অধ্যায় ৭ম প্রকরণ, উমেশচন্দ্র বিদ্যারত্নের অনুবাদ— উপাসনা, ৬ষ্ঠ বর্ষ।

অগ্নিচূর্ণ বিশেষ্য, বারুদ gunpowder.

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র