আলয়অগোর

অগোর

অগোর, অগৌর [অগুরু ] বিশেষ্য সুগন্ধি কাষ্ঠ বিশেষ। “সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন।”— কবিকঙ্কন মুকুন্দরাম। “অগোর ধুপের গন্ধে আমোদিত সবাকার ঘর।”— শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য।

অগোর [অঘোর (দ্রষ্টব্য) ব্রজবুলি— ঘ = গ] বিশেষণ, অজ্ঞানমুগ্ধ; মেঘাচ্ছন্ন। “অহর্নিশি রহত অগোর,”— গোবিন্দদাস।

অগোর [ব্রজবুলি] বিশেষণ, অজ্ঞান; মোহপ্রাপ্ত; মোহিত। “হেরইতে গো ধনী মোর। অব তিন ভুবন অগোর।”— বিদ্যাপতি।

অগোর agora বিশেষ্য, অগুরু, সুগন্ধি কাঠবিশেষ (‘সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন’: ক. ক.)। [< সংস্কৃত অগুরু]।

অগোর agora বিশেষণ, ১ অচেতন, অজ্ঞান; ২ মুগ্ধ (‘দিবানিশি রহত অগোর’: গো. দা.)। [সংস্কৃত অঘোর]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র