আলয়অগুরু

অগুরু

অগুরু, অগরু [ন = অ— গুরু, গরু (ভারি) — যা হতে গুরু নাই— বহুব্রীহি প্রাচীন বাংলা ‘আগর’, ‘আগরু’] বিশেষ্য, শিংশপাবৃক্ষ; অগুরু শিংশপা। ২ পীত সুগন্ধকাষ্ঠ বিশেষ; অগুরুচন্দন aloe-wood. কৃষ্ণচন্দন, কালাগুরু agallocha. “অগুরুচন্দনকাষ্ঠ কুঙ্কুম কস্তুরী”— মহাভারত (কালী প্রসন্ন সিংহ)। “রূপের সাগর, গুণের নাগর, অগুরুচন্দন গায়।”— ভারতচন্দ্র রায়গুণাকর। [দ্রষ্টব্য— অগুরু, শিংশপা, হরিদ্রাবর্ণ অগুরু এবং কৃষ্ণাগুরুর মধ্যে হরিদ্রাবর্ণই অগুরু, চন্দন নামে খ্যাত, সুগন্ধযুক্ত ও অঙ্গরাগস্বরূপ ব্যবহৃত হয়] ৩ বিশেষণ, উপদেশকহীন। ৪ লঘু। ৫ গৌরবরহিত।

অগুরু aguru বিশেষ্য, ১ গন্ধ কাষ্ঠবিশেষ; ২ কৃষ্ণ চন্দন। (অগুরুচন্দন) ☐ বিশেষণ, লঘু; হালকা। [সংস্কৃত ন+গুরু]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র