আলয়অগাধ

অগাধ

অগাধ [ন = অ— নাই— গাধ (গাধ্, প্রতিষ্ঠিত হওয়া + অ (ভাববাচ্যে) = প্রকৃষ্টস্থিতি যার — বহুব্রীহি] বিশেষণ, অতলস্পর্শ; যার তল স্পর্শ করিতে পারা যায় না। ২ অতিশয় গভীর এবং বিশাল। “যে দেখি তরঙ্গ অগাধ বারি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি।”— রাম প্রসাদ সেন। ৩ প্রগাঢ। প্রয়োগ— অগাধ বিদ্যা। ৪ গভীরতায় অপরিমেয়; অপরিসীম। “সমুদ্রের তল আছে পার আছে তার। অপার অগাধ মাতৃস্নেহপারাবার”— পদ্যপাঠ। ৫ [ব্যাপ্তি] বিস্তারে অসীম; অনন্ত। “(কত) উঠেছিল চাঁদ নিশীথ অগাধ আকাশে,”— রবীন্দ্রনাথ ঠাকুর।

অগাধ agādha বিশেষণ, ১ তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); ২ অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); ৩ বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); ৪ অনন্তবিস্তার (‘অগাধ আকাশে’: রবীন্দ্রনাথ ঠাকুর); ৫ অপার (অগাধ স্নেহ)। [সংস্কৃত ন+গাধ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র