আলয়অগস্ত্যযাত্রা

অগস্ত্যযাত্রা

অগস্ত্যযাত্রা বিশেষ্য, ভাদ্রের প্রথম দিন। অগস্ত্য আর ফিরেন নাই বলিয়া যাত্রাপক্ষে নিষিদ্ধ মাসের প্রথম দিন মাত্রই অগস্ত্যযাত্রা। কেহ অগস্ত্য যাত্রা করিয়াছে বলিলে বুঝিতে হইবে, সে আর ফিরিবে না।

অগস্ত্যযাত্রা বিশেষ্য, যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্থান।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র