আলয়অগত্যা

অগত্যা

অগত্যা [ন = অ গত্যা (গতিশব্দ— তৃতীয়া বহুব্রীহি — গতিদ্বারা)— এই সংস্কৃত বিভক্ত্যন্ত অব্যয় শব্দ বাংলায় অবিকল চলিয়া গিয়াছে] ক্রিয়া-বিশেষণ, অব্যয়, গত্যন্তর হেতু; অন্য গতি নাই বলিয়া; কাজেকাজে; বাধ্য হইয়া। “অগত্যা রামহরি তাহাতেই স্বীকৃত হইয়াছে।”— যোগেশ্বরী (দামোদর)।

অগত্যা agatyā অব্যয়ক্রিয়া-বিশেষণ, ১ অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম); ২ বাধ্য হয়ে; ৩ কাজেকাজেই। [সংস্কৃত ন+গতি+তৃতীয়ার এক বচনান্ত রূপ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র