আলয়অগণন

অগণন

অগণন (ছন্দানুরোধে ‘নন’ ও হয়) [ন = অ-গণন (সংখ্যাকরা) অন্ (ভাববাচ্যে)] বিশেষণ, যার গণনা হয় না; গণিয়া শেষ করা যায় না; অগণ্য; অসংখ্য; অসংখ্যেয়। “হাতে লয়ে দীপ অগণন”— রবীন্দ্রনাথ ঠাকুর। “গায় নরনারী অগণন,”— ব্রহ্মসঙ্গীত।

অগণন agaṇana বিশেষণ, গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। [সংস্কৃত ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র