আলয়অখ্যাত

অখ্যাত

অখ্যাত [ন = অ— খ্যা (কথন) + ত (কর্মবাচ্যে)— যে লোকের কথনযোগ্য নহে] বিশেষণ, অপ্রসিদ্ধ; অপ্রতিষ্ঠিত; নিন্দিত। বিশেষ্য, অখ্যাতি। ২ (— ৎ) [চলিত গ্রাম্য অক্‌খেৎ অখ্যাতি ] বিশেষ্য, অখ্যাতি; নিন্দা; গ্লানি। স্ত্রীলিঙ্গ, অখ্যাতা।

অখ্যাত akhyāta বিশেষণ, ১ অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়; নগণ্য (‘এসো কবি অখ্যাত জনের’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ (বিরল) নিন্দিত। [সংস্কৃত ন+খ্যাত]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র