আলয়অক্ষুণ্ণ

অক্ষুণ্ণ

অক্ষুণ্ণ

বিশেষণ

  1. অক্ষুব্ধ (অক্ষুণ্ণহৃদয়)।
  2. অচুর্ণিত।
  3. অটুট (অক্ষুণ্ণ স্বাস্থ্য, অক্ষুণ্ণ মনোবল, অক্ষুণ্ণ প্রতাপ)।
  4. অননুশীলিত (অক্ষুণ্ণ জ্ঞানার্ণব)।
  5. অনবগাঢ়; অনালোড়িত। (অক্ষুণ্ণ হ্রদ—যে হ্রদে কেহ কখনো অবগাহনাদি করেনি)।
  6. অবিকৃত (‘যখন ভাব আমাদিগের অন্তঃকরণে অক্ষুণ্ণ ও দৃঢ়রূপে বদ্ধমূল হইয়া উঠে তখন উহাকে স্থায়িভাব বলা যায়।’ — কাব্য-নির্ণয়)।
  7. অস্পৃষ্ট।
  8. ক্ষুণ্ণ নয়; যে কোন বিষয়ে ক্ষুণ্ণ বা নিরাশ হয়নি; ক্ষুণ্ণ হয়নি বা মলিন হয়নি এমন; মনস্তাপশূন্য। (অক্ষুণ্ণ ভালোবাসা, অক্ষুণ্ণ সম্পর্ক)।
  9. পূর্ববৎ; বজায়। (‘কিন্তু সে সকল কারণ অন্তরিত হইলেও সন্ধি অক্ষুণ্ণ থাকিবে, এরূপ কখনই সম্ভাবিত নহে।’ — নবাব নন্দিনী— দামোদর)।
  10. বলবৎ, বজায় (তার শক্তি অক্ষুণ্ণ আছে); অব্যাহত।
  11. যা হ্রাস প্রাপ্ত হয় নাই; অখণ্ড; পূর্ণ (অক্ষুণ্ণ প্রতাপ)।
  12. সুস্থ; অটুট (অক্ষুণ্ণ দেহ)।

বিশেষ্য

  1. অক্ষুণ্ণতা।

স্ত্রীলিঙ্গ

  1. অক্ষুণ্ণা।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, ন = অ— ক্ষুণ্ণ।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র