আলয়অক্ষত

অক্ষত

অক্ষত

বিশেষণ

  1. ক্ষত বা আঘাত প্রাপ্ত হয়নি এমন; অনাহত; যা আঘাত প্রাপ্ত হয় নি। প্রয়োগ— তিনি যুদ্ধস্থল হইতে অক্ষত দেহে প্রত্যার্বত্তন করিয়াছেন।
  2. (স্মৃতিতে) পুরুষসংসর্গরহিত—অক্ষতযোনি— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  3. অখণ্ডিত; অচ্ছিন্ন; অবিসম্বাদী; অবিরোধী। প্রয়োগ— অক্ষত সত্য।
  4. বেদাগ; আঁচড়শূন্য; নিখুঁত। প্রয়োগ— অক্ষত বিল্বপত্র; অক্ষত বস্ত্র।

বিশেষ্য

  1. বিশেষ্য, আতপচাল; আতপতণ্ডুল; যব; লাজ; খই; সমস্ত শস্য। ‘দধিপাত্র, ফল, পুষ্প ও অক্ষত ইত্যাদি যাবতীয় মঙ্গলজনক দ্রব্যসামগ্রী হস্তে করিয়া উপস্থিত হইলেন।’— মহাভারত (কৃষ্ণপ্রসন্ন সিংহ)। ‘ধান্য, দূর্ব্বা, অক্ষত সিদ্ধার্থ, চন্দন, অগুরু, কস্তুরী, কুঙ্কুম, দধি, মধু, ঘৃত, পুষ্প, গোরোচনা সজ্জিত রৌপ্যময় অর্ঘ্যপাত্র কবিবরকে অর্পণ করেন।’— সাহিত্য পরিষৎ পত্রিকা।
  2. ধান, ধান্য। ‘দূর্ব্বাক্ষত’ (= ধান্য দূর্ব্বা)— কবিকঙ্কন গোবিন্দ দাস।
  3. আতপ চাল বা তণ্ডুল।
  4. যব।
  5. খই।
  6. (স্ত্রীলিঙ্গ) অক্ষতা — পুরুষসংসর্গহীনা; কুমারী।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, ন = অ— ক্ষত (হিংসিত)— ক্ষণ + ত (কর্মবাচ্য)।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র