আলয়অকূল

অকূল

অকূল akūla বিণ. পার বা তীর নেই যার, অপার, অসীম (অকূল সমুদ্র)। ☐ বি. 1 সমুদ্র; 2 (আল.) বিষম বিপদ (অকূলে পড়া)। [সং. ন+কূল]।

অকূল [ন = অ (নাই) কূল (তীর) যার — বহুব্রীহি] বিশেষণ, যার তীর নাই; কূলহীন; অপার। ২ অতি বিস্তৃত; সুবিশাল। “অকূল সাগর জলে ভাসে একাকিনী।”— মেঘনাদবধ কাব্য। ৩ অনন্ত; অসীম। তখন আছিলে তুমি একাকিনী অখণ্ড অকূল আত্মহারা,”— রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ সাগর; সমুদ্র; সিন্ধু। “ঢেউ দেখে যে ভয় পাবে না, অকূল পারে নেযাই তারে।”— গিরিশচন্দ্র ঘোষ। [দ্রষ্টব্য— অপার অতল সাগরের সহিত তুলনীয় বলিয়া রূপকচ্ছলে জীবন সংসার, প্রেম, শোক ইত্যাদির সিন্ধু বুঝাইতে অকূল শব্দ ব্যবহৃত হয়]। ৫ যার কূল কিনারা নাই; যার ঠিক ঠিকানা নাই; যে বিষয়ের অন্ত বা তল পাওয়া যায় না। “অকূল মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়।”— রবীন্দ্রনাথ ঠাকুর। ৬ ঠিকানা; ঠাঁই; গৃহ বা সমাজের আশ্রয়শূন্যতা; ভরসা বা সহায়হীনতা; অশরণ; অনাশ্রয়। “বুঝি কালী অকূলেতে কুলাইল কূল।”— বাসবদত্তা। “কুল ত্যজে হে অকূলে ভাসি,”— গিরিশচন্দ্র ঘোষ। ৭ নিরুপায়। “সুখ দুঃখ মাঝে দোলে, নিবিড় আঁধারে, অকূলে না কূল পায়, দারুন শৃঙ্খল পায়। নিরানন্দ নিরুপায়, পলাইতে নারে,” — গিরিশচন্দ্র ঘোষ। ৮ সঙ্কট; বিপদ; শোকতাপ; দুঃখ; ভবযন্ত্রনা; “রাখ অকূলে তনয়ারে তারিণী।”— গিরিশচন্দ্র ঘোষ। “ছিল যারা অনুকূল, তারা হয়ে প্রতিকূল, যায় চলে অকূলে ফেলিয়া।”— বাসবদত্তা। “ফেলিয়া অকুলে, সে গেছে অকূলে”— গিরিশচন্দ্র ঘোষ [এইঅর্থে ‘অকুল’ শব্দও প্রাচীন বৈষ্ণব সাহিত্যে আছে]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র