আলয়অকুল

অকুল

অকুল akula বি. ১ মর্যাদাহীন অকুলীন বা নীচ বংশ; ২ অঘর, যে বংশের সঙ্গে উচ্চবংশীয়দের বিবাহাদি সামাজিক ক্রিয়াকলাপ অচল। [সং. ন+কুল]।

অকুল [অ (অপ্রশস্থ) + কুল (বংশ, ঘর)] বিশেষণ, অঘর; যে বংশের সহিত করণ- কারণ চলিত নাই। ২ অকুলিন। ৩ [ব্রজ, প্রাচীন বৈষ্ণব সাহিত্য] বিশেষ্য, বিপদ। “সখি হে, অষ অকুল শত নাহি মানি।”— গোবিন্দ দাস [অকুল ৮ দ্রষ্টব্য]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র